ধৈর্য।
আমাদের জীবনে অনেক সময়ই আমরা নিজেদের ধৈর্যের জন্য পিছিয়ে যাই। তাই ভাবলাম আজকে আমাদের ধৈর্য নিয়ে কিছু লিখা যাক। যদিও এর আগে অনেক বার লিখেছি তবে আমি মনে করি এই ধৈর্য আমাদের জন্য অতীজরুরি একটা জিনিস। তাই এটাকে নিয়ে আরো কিছু লেখার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে পোস্টটি পরে ভালো লাগবে। যাই হোক,প্রথমে শুরু করা যাক আমাদের ধৈর্যের সীমা নিয়ে। আসলে আমার দেখা মানুষ গুলোর মধ্যে খুবই কম সংখক মানুষ ছিল যাদের কিনা খুবই বেশি মাত্রায় ধৈর্য শক্তি আছে। আর যাদের খুবই বেশি ধৈর্য শক্তি ছিল তারা খুবই শান্ত স্বভাবের এবং উদার মনের মানুষ ছিলেন।
আমাদের চারপাশে মানুষের অভাব নেই , সবাই আলাদা একজন আরেকজনের থেকে। কেউ বেশি কথা বলতে পছন্দ করে কেউ আবার একদম চুপচাপ থাকতে ভালোবাসে। তবে আমার কাছে কেন জানি মনে হয় , যারা সব সময় চুপ চাপ থাকতে পছন্দ করে তাদের সকলের স্বভাব চরিত্র কিছুটা মিলে একে অপরের সাথে। আমার কাছে মনে হয় তাদের ধৈর্য শক্তি বাকি অন্যদের তুলনায় বেশি হয়। এবং তারা অনেকটাই মেধাবী হয়। যদিও আমি সেটা সম্পূন আমাদের নিজের ব্যক্তিগত মতামত বলছি। তবে আপনাদের কাছে এই ব্যাপারটাও আমার মতো একই লাগে ? অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
যাই হোক , আমাদের জীবনে কিন্তু ধৈর্য্যের বিকল্প নেই। আমরা যত বেশি ধৈর্যশীল হবো তত আমাদের জন্য মঙ্গল হবে। কোনো কাজ হোক , অথবা কোনো স্বাভাবিক মুহূর্তই হোক। যদি আমরা ধৈর্য ছাড়া হয়ে যাই তাহলে আমাদের জন্যই অকল্যানজনক হয়। একটা কথাই আছে "রেগে গেলেন তো হেরে গেলেন" । এটা একদম সত্যি কথা। আপনি রেগে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত বা কাজ করেন তাহলে সেটার সব থেকে বেশি সম্ভাবনা থাকে ভুল সিদ্ধান্ত হওয়ার।
তো সব শেষে একটাই কথা , আমাদের ধৈর্যশীল হতে হবে। নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সব সময় চেষ্টা করতে হবে যাতে রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত যাতে না নিয়ে ফেলি। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি পোস্টটি ভালো লেগেছে। আপনাদের খুবই ধন্যবাদ এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
আপু আপনি আজ ধৈর্য নিয়ে চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন। আপনার লেখাগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধৈর্য ধারন করা প্রতিটি মানুষেরই কর্তব্য।এই ধৈর্য ধারন থেকে আমরা অনেক কিছুই অর্জন করতে পারব আশাকরি।অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে বিষয়টি শেয়ার করার জন্য।
একদম সঠিক কথা বলেছেন আপু আমাদের জীবনে ধৈর্যের কোন বিকল্প নেই। জীবনে কিছু অর্জন করতে হলে অবশ্যই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে।প্রত্যেকটা সফলতার পেছনে ধৈর্য জড়িত আছে।আমি মনে করি যে যত বেশি ধৈর্যশীল সে তত বেশি সুখী।আর ধৈর্যশীলদের জন্য রয়েছে কল্যাণ।যাইহোক আজকে আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপু।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @ayrinbd,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আজকে আপনার জেনারেল রাইটিং পড়ে অনেক ভালো লাগলো আপু। আমাদের সবার উচিত যে কোন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা। যে মানুষের ভেতরে ধৈর্য আছে সে মানুষ জীবনে ভালো কিছু করতে পারে। আর সেই মানুষই একদিন সফল হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্ট পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আপনার কথা একদম একমত আসলে যারা চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তাদের ধৈর্য শক্তি আমিও মনে করি অনেক বেশি হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।
আমাদের সবার জীবনেই ধৈর্যের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য শক্তিটা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখন আমরা ধৈর্যের জন্যই অনেক বেশি পিছিয়ে যাই। যাদের মধ্যে ধৈর্য রয়েছে তারা নিজেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। মানুষের মধ্যে ধৈর্য না থাকলে কখনো ভালো কিছু করতে পারে না। এমনকি কখনোই সফলতা অর্জন করতে পারে না। সব বিষয়ে ধৈর্য ধরতে হবে আমাদেরকে। তবেই তো ভালো ফল পাবো।
আমার কাছেও মনে হয় যারা চুপচাপ টাইপের মানুষ, তাদের ধৈর্য্য তুলনামূলকভাবে বেশি থাকে। যাইহোক ধৈর্য্য হচ্ছে একটি মহৎ গুণ। কারণ ধৈর্য্য সহকারে যেকোনো কাজ করতে পারলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তাছাড়া ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তায়ালা ভীষণ পছন্দ করেন। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে জেনারেল রাইটিং উপস্থাপন করেছেন। সুন্দর একটি কথা বলেছেন আপু ধৈর্যের কোন বিকল্প নেই। যার ধৈর্য যত বেশী তার সফলতাও তত খানি। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ পছন্দ করে। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে এ বিষয়ে একটি ব্লগ লিখে তার কথাগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।