স্বরচিত কবিতা - বৃষ্টি ভেজা ভালোবাসা !! @shy-fox 10% beneficiary
হঠাৎ হঠাৎ করেই যেকোনো সময় বৃষ্টি নামছে। ঘন কালো মেঘে ঢাকা পড়ছে দিনের আলো। শো শো করে বাতাস বয়ে যাই চারদিক। ভ্যাপসা একটা গরমকে ঠান্ডা শীতল করে তুলে। ঠিক তখনি টিপ টিপ করে পড়তে থাকা বৃষ্টির ফোঁটা গুলোর দিকে তাকিয়ে এক অন্য রকম ভালোবাসার অনুভূতি কাজ করে। ইচ্ছা হয় যেন মেঘের রাজ্যে বৃষ্টির সাথে হারিয়ে যাই সেই নীল অজানায়। ঠান্ডা বাতাস আর বৃষ্টির প্রতিটি ফোটার স্পর্শে জাগ্রত হয় নতুন এক অনুভূতি। আর সেই অনুভূতি থেকে লেখার চেষ্টা করেছি কবিতার কিছু লাইন। যে কবিতাটির নাম দিয়েছি বৃষ্টি ভেজা ভালোবাসা।
ভালোলাগে আমার সেই বৃষ্টির সময়টা। বৃষ্টির সময় খালি পায়ে নীল আকাশের দিকে তাকিয়ে দুহাত ছড়িয়ে দিয়ে ভিজতে ভালো লাগে। একটা সময় এই ভাবে অনেক ভিজেছি কিন্তু এখন আর সেই সময় হয়না। যাইহোক আজকে আমি বৃষ্টি ভেজা অনুভূতি দিয়ে কবিতার কিছু লাইন লিখে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই বৃষ্টি ভেজা ভালোবাসার কবিতা লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন পড়া শুরু করি........
বৃষ্টি ভেজা ভালোবাসা
ইচ্ছে করছে ভিজতে নিয়ে তোমায়,
হাত রেখে তোমার হাতে
ভিজবো দুজন এক সাথে।
আপ্লত হয়ে চাইছে তোমায়,
হারিয়ে যেতে চাই ওই অদূরে
বৃষ্টির ফোটার প্রতিটি ছোঁয়ায়।
বৃষ্টিতে ভিজবো চুল রেখে খোলা....
দুহাত মেলে চোখ দুটো বুঝে
বৃষ্টির প্রতিটি ফোটায় তোমার স্পর্শ নেব খুঁজে।
ছুঁয়ে দেবে আমার ঠোঁট....
গোলাপী ওই দু ঠোটেতে।
আজ বৃষ্টি হয়ে যাক বিভোর।
হঠাৎ চোখে পড়ে তোমায়,
এক মুহূর্তেই আমি যেন
কল্পনার রাজ্যে হারিয়ে যায়।
তোমার আমার প্রেমের.....
বৃষ্টি ভেজা এই সন্ধ্যায়
দুইজন প্রিয় আর প্রেয়সীর নামের।
হারাবো আজ দুজন,
যেতে যেতে ছড়িয়ে দেবো
ভালোবাসার গুঞ্জন।
সমাপ্ত
আসলেই আপু বৃষ্টির সময় খালি পায়ে খোলা মাঠে হাঁটতে ভালো লাগে। সেই সময় এবং সুযোগ সবার এখন আর হয়ে ওঠেনা। তবে অনুভূতিগুলো তো আর নষ্ট হয়ে যায়নি তাই আজ আপনি কবিতার মাধ্যমে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেছেন। বৃষ্টি নিয়ে আসলেই চমৎকার কবিতা লিখেছেন আপু।
ছুঁয়েছে আজ তোমায় আমায়
বৃষ্টিভেজা ভালোবাসায়,,
স্নিগ্ধ প্রেম মহামায়া,,
হারিয়ে গেলাম দুজন দুজনায়।
কি সুন্দর লিখেছো আপু বৃ
ষ্টি ভেজার কাব্য,,
মনে হচ্ছে প্রেম যেন
চিরদিন'ই নাব্য।
♥♥
ভালোবাসার মানুষকে নিয়ে এতো সুন্দর কিছু উপমা দিয়েছেন আপনার কবিতায়। যা পড়ে অনেক ভালো লাগলো আসলেই ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা হয় যদি মানুষটি সেই কথার সঙ্গে সায় দেয় তাহলে তো আর কোন কথা নেই উড়ে যেতে মন চায় আকাশে ।
বৃষ্টি নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে বৃষ্টির ফোঁটা যখন প্রিয় মানুষের ঠোঁটে পড়ে তখন সেই প্রিয় মানুষটিকে দেখতে আরো অসম্ভব সুন্দর লাগে। আমার খুবই ভালো লেগেছে আপনার কবিতাটি। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলেই আপু বৃষ্টি ভেজা দিন গুলোতে প্রিয় মানুষটি কাছে থাকলে বেশ ভালোই হতো ৷ বৃষ্টি আর ভালোবাসার মানুষটিকে নিয়ে বেশ দারুন কবিতা লিখেছেন ৷ কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
কি চমৎকার করে আপনার মনের অনুভুতির কথা গুলো বললেন ৷ সত্যি বৃষ্টির দিনে প্রিয় মানুষটির হাতে ধরে দুজনে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে ৷
যা হোক আপনার কবিতার প্রতিটা লাইন ছিল অসাধারণ যেটা ভালোবাসার মানুষকে প্রকাশ পেয়েছে৷
প্রেমের চার লাইন অসাধারণ ছিল ৷
বৃষ্টি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তবে অসুস্থতার ভয় তেমন একটা ভেজা হয়ে ওঠে না। আপনার মত আমারও বৃষ্টির সময় আকাশের দিকে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির সময় যদি প্রিয় মানুষটা পাশে থাকে তার সঙ্গে বৃষ্টিতে ভেজার অনুভূতিটা আলাদা বলে বোঝানো যাবে না। সব মিলিয়ে চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন পড়ে খুবই ভালো লাগলো।
আপু আপনার লেখা বৃষ্টি ভেজা ভালোবাসা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। পুরো কবিতাটিতে রোমান্টিকতা একেবারে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। আপনার ভালোবাসার মানুষটিকে এই কবিতাটি শোনালে আপনার প্রতি তার ভালোবাসা আরো দ্বিগুন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপু আপনার লেখা বৃষ্টি ভেজা ভালোবাসা কবিতাটি অনেক সুন্দর হয়েছে। বৃষ্টি ভেজা ভালোবাসা নিয়ে অনেক অনুভূতি প্রকাশ করেছেন।কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
একান্ত প্রিয়জনকে নিয়ে লেখা রিমঝিম বৃষ্টির ছোঁয়ায় অসাধারণ একটি কবিতা হয়েছে আপু। প্রিয়জনকে নিয়ে কল্পনার স্বর্গী রাজ্যে ডুবে গেছেন কবি মন। আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।