স্বরচিত কবিতা - অবহেলার পরিনতি

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

এই পৃথিবীতে হাজারো মানুষের বসবাস। আর এক এক মানুষের আচরণ স্বভাবগত এক এক রকম এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি অস্বাভাবিক হলে এমনি ঘটতে পারে আমাদের সাথে।

যেমন ধরুন মনুষত্ব, জ্ঞান, বিবেক, এই প্রতিটা বিষয়ে একটা মানুষের মধ্যে থাকাটা খুবই জরুরী। কেননা নিজে সঠিক না হলে একটা সঠিক মানুষের জায়গা কখনোই তার মনে দিতে পারবে না।

আর এটাই বাস্তবতা। ভালোবাসা কখনো অবহেলা অত্যাচারে বেশিদিন টেকে না, সে হোক কোটিপতি কিংবা অনেক বেশি সৌন্দর্যের অধিকারী। সত্যি বলতে এটাই সঠিক। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে নামে অবহেলার পরিনতি একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অবহেলার পরিনতি

লেখা - আইরিন ইসলাম

সে দিনও ছিল সব কিছুই
আজ নেই কিছু নিজের বলে,
তুমি বুঝোনি আমায় বুঝোনি
আজ সময় গিয়েছে চলে।

তুমি ভাবনি কিছু বুঝোনি আমায়
করেছো অবহেলা,
তাই আজ একলা তুমি একলা সবি
ভাসিয়েছো তীরে ভেলা।

নিষ্প্রাণ সব নিষ্প্রাণ তুমি
আজ নেই আপন কেহ,
অন্যায় আর অত্যাচারে তুমি
করেছ জর্জরিত দেহ।

সময় হারিয়ে হায় হতাশ করে
কি আর যায় আসে!
যে চিনে সুখ সে বুঝে সব
সুখ থাকে তার পাশে।

ভালোবাসার অবহেলা করে
পেয়েছ কি তুমি?
নির্বিশেষে কেঁদেছো আর
হারিয়েছো নিজ ভূমি।

আজ নেই পথ নেই, নেই ভালবাসা
নেই কিছু নিজের বলে,
সবাই জীবন বুঝে, বুঝে ভালবাসা
তাই গিয়েছে তোমায় ফেলে।

এখনো কি অবুঝ তুমি
নিষ্প্রাণ তাকিয়ে রবে?
কখন বুঝবে তুমি কখন ভাঙবে ঘোর
কখন মনুষত্ব তোমার হবে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  

সে দিনও ছিল সব কিছুই
আজ নেই কিছু নিজের বলে,
তুমি বুঝোনি আমায় বুঝোনি
আজ সময় গিয়েছে চলে।

বেশ চমৎকার ভাবে আজকে আপনার কবিতাটি ভাগ করে নিয়েছেন আমাদের মাঝে পড়ে বেশ ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ভালো থাকুন।

 9 months ago 

আপু খুব চমৎকার একটি কবিতা আজ আমাদের মাঝে শেয়ার করলেন। ভীষন ভালো লেগেছে। আপনার কবিতার লাইনগুলো বাস্তবতা সমৃদ্ধ। সত্যি ই আপু অবহেলার পরিনতি কখনওই ভালো কিছু বয়ে আনে না।আপনি দারুনভাবে তা কবিতায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 9 months ago 

একদম দীর্ঘ অর্থবহুল কবিতা লিখেছেন আপু। কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে আবার লাইনগুলোর সাথে যেন আবেগ জড়িয়ে আছে যাই হোক সুন্দর কবিতাটি লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81