ধ্বংস যাওয়া একটা পরিবার

in আমার বাংলা ব্লগ2 years ago

ধ্বংস যাওয়া একটা পরিবার

image.png

image source

কথায় আছে দশটা ভালো টমেটোর সাথে যদি একটা পঁচা টমেটো রাখা হয় তাহলে সেই দশটা ভালো টমেটোও পঁচে যায়। আর এটা শুধু টমেটো কিংবা আলুর ক্ষেত্রে না সকল কিছুর ক্ষেত্রেই এটা হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে একটা সুন্দর ও ঘুচানো সুখের পরিবার ধ্বংস করার জন্য একটা মানুষ এই যথেষ্ট। আজকে আমি আমার লেখা গল্পের মাধ্যমে এমনি একটি গল্প তুলে ধরার চেষ্টা করছি যে পরিবারটি শুধু মাত্র একটি মানুষের জন্য সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে।

একটি পরিবার আর সেই পরিবারে রয়েছে বাবা, মা , দুই ছেলে ও একটি মেয়ে। বাবা প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, মা গৃহিনী , বড় ছেলে বাবার টাকায় ঘুরে বেড়ায় যেখানে ইচ্ছা সেখানে , ছোট ছেলে ও মেয়ে পড়াশুনা করছে। বাবা একজন শিক্ষক হয়েও বড় ছেলেকে সঠিক পথে এনে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলো না। বাবা-মা ও পরিবারের সকলেই অনেক চেষ্টা করেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর এই ছেলেই হয়ে উঠে সুন্দর পরিবার ধ্বংসের কারণ।

একটা সময় বড় ছেলে যুক্ত হয়ে যায় আজেবাজে ছেলেদের সাথে এর পর নেশা, চুরি , ডাকাতি আরো বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে পুলিশের কাছে ধরা পড়ে। এরপর পুলিশ মারধর করে তার সাথে আর কে কে আছে জানতে চাইলে সে সবকিছু বলে দেয় আর সাথের অন্যায়কারীদেরও পুলিশ খুঁজতে থাকে। এরফলে সাথের অন্যায়কারীরা ওর উপর খেপে যায় ও ওর পরিবারকে শেষ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ছেলে হাজতে থাকার কথা শুনে বাবা ছোট ছেলেকে সাথে নিয়ে ছুটে যায় থানায়। অনেক আকুতি মিনুতি করেও ছেলেকে ছাড়িতে আনতে পারেনি।

বাড়ি ফিরে আসার পরে সন্ত্রাসীরা ছোট ছেলের গলায় ছুরি চালিয়ে দিয়ে চলে যাই ও সাথে সাথে বাবার সামনে ছোট ছেলের দেহটা মাটিতে পড়ে যায়। এরপর কয়েকদিন পরেই সন্ত্রাসীরা বাড়ি এসে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে আর এই কথা জেলখানায় থাকা বড় ছেলে জানতে পেরে সেখানে আত্মহত্যা করে মারা যায়। আর তার আত্মহত্যা করার কারণ হচ্ছে ছোট ভাইয়ের মৃত্যু, বোনকে ধর্ষণ ও তিলে তিলে শেষ হয়ে যাওয়া বাবা ও মায়ের কষ্টের কথা শুনে। এই পরিবারের ধ্বংসের মূল কারণ হচ্ছে সে। আর তাই সে তার নিজেকে জেলখানাতেই শেষ করে দেয়।

এরপর বাবা একদিন বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় একটি মাছ কিনে আনে ও স্ত্রীকে রান্না করতে বলে। রান্না করা হলে মাছের বড় মাথাটা মেয়ের প্লেটে দিয়ে মেয়েকে খুব আদর করে খেতে বলে ও নিজেরাও সেই মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ করে। আর কিছুক্ষনের মধ্যে বাবা , মা ও মেয়ে তিনজন একসাথে মারা যায় কারণ সেই মাছের সাথে মেশানো ছিল বিষ। ছোট ছোট ভুল মানুষকে করে দিতে পারে নিঃশেষ। তিল তিল করে গড়ে তুলা সুন্দর পরিবারটি ধ্বংস হয়ে যায় কয়েকদিনের মধ্যে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago (edited)

ঠিক বলেছেন আপু একজনের জন্য পুরো একটা পরিবারেরই ধ্বংস হয়ে যেতে পারে। সময় থাকতে সবাইকে সাবধান ও সচেতন থাকা উচিত।বড় ছেলেটির ভুলের কারণে, ভুল পথে যাওয়ার কারণে একে একে তার ছোট ভাই, ছোট বোন, এরপর মা, বাবা, বড় বোন এবং সবশেষ নিজেও মারা গেল। কয়েকটা দিনের ভিতরে একটা সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেল। গল্পটি পড়ে খুবই খারাপ লেগেছে আপু।

 2 years ago 

জি আপু, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। শুধু পরিবার নয় একটি সমাজ কিংবা একটি জাতিকে ধ্বংস করার জন্য একজন খারাপ মানুষই যথেষ্ট। আর এরকম ভুলের কারণে পুরো পৃথিবীতে অনেক পরিবার বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে এবং শেষ পর্যন্ত পরিবারটি নষ্ট হয়ে যাচ্ছে। এ সমস্ত বিষয় সম্পর্কে আমাদের সকলের সচেতন হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 60732.06
ETH 2345.63
USDT 1.00
SBD 2.46