ফুল গাছের চারা রোপন ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago
ফুল গাছের চারা রোপন ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি

20220213_183320.jpg

আমাদের ঘরের সামনে বিট করে রেখেছি অনেক আগে থেকেই। আমার অনেক ইচ্ছা ছিল আমাদের বাড়িটা কয়েক রকমের ফুল গাছ লাগিয়ে সাজিয়ে রাখবো। কিন্তু অলসতা ও সময়ের কারণে এত দিন করতে পারিনি। আজকে মোটামোটি নিজের সাথে রাগ করেই ঘরের সামনের বিট গুলো পরিষ্কার করে সেখানে নতুন মাটি ফেলে কিছু নতুন ফুলের চারা রোপন করার সিদ্ধান্ত নেই। আমি ফুল অনেক ভালোবাসি। এটা যে কোনো ফুল হোক তাতে কোনো সমস্যা নেই। আর ফুলের গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এটা আমরা সকলেই জানি। তাই আজকে আমি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা নার্সারিতে যাই যদিও আমার অনেক রকম ফুল গাছ কিনে আনার ইচ্ছা ছিল কিন্তু সেই নার্সারিতে অল্প কয়েক রকম ফুল গাছ পাই। আর যা পাই তাই বেশ কয়েকটা কিনে ফেলি। আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা আমি যতক্ষণ না করবো ততক্ষন ভালোই লাগে না।

আজকে আমি এই নার্সারি থেকে কিনেছি দশটি গাঁদা ফুলের ছাড়া , দুইটি গোলাপ ফুলের ছাড়া ,চারটি টোগোর ফুলের ছাড়া , একটি পাতাবাহার ও আর দুইটি ,, কি ফুল নাম ভুলে গেছি। নার্সারি থেকে আমি আরো কয়েক রকমের ফুল গাছ কিনার ইচ্ছা ছিল কিন্তু সেখানে শুধু এই ফুল গাছ গুলো ছিল। ফুল গাছ বাড়িতে থাকলে পুরো বাড়ি ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে থাকে এটা আমার কাছে অনেক ভালো লাগে। এছাড়াও বাড়ির উঠান চারদিকে ফুল এটা দেখতেও অনেক ভালো লাগে। এই কাজটা সম্পূর্ণ নিজের ইচ্ছা ও ভালোবাসা থেকে করা হয়। কেউ বলা অথবা কারো জোরে নই। যে ফুলকে ভালোবাসে তারাই এই কাজগুলো বেশি করে থাকে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে নার্সারি ও আমার কিনা ফুল গাছ গুলোর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি । প্রতিটি ফুলের সৌন্দর্য তুলে ধরেছি ও ফুলের প্রতি আমার ভালোবাসা গুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG20220212162212.jpg

IMG20220212162215.jpg

IMG20220212162222.jpg

IMG20220212162223.jpg

IMG20220212162226.jpg

IMG20220212162227.jpg

IMG20220212162237.jpg

IMG20220212162238.jpg

IMG20220212162240.jpg

IMG20220212162243.jpg

IMG20220212162259.jpg

IMG20220212172329.jpg

IMG20220212172333.jpg

IMG20220212172339.jpg

IMG20220212172350.jpg

IMG20220212172400.jpg

IMG20220212172403.jpg

IMG20220212172314.jpg

IMG20220212172322.jpg

লোকেশন

Device: OPPO F17

আপনারাও আপনাদের নিজেদের বাড়িতে অথবা ছাদে বেশি বেশি ফুলের ছাড়া রোপন করবেন ও গাছের যত্ন নিবেন। আর এই কাজটা সত্যি নিজের মনকে ভালো রাখতে সাহায্য করে।

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আমি ফুল অনেক ভালোবাসি। ফুল গাছের চারা রোপণ করতে অনেক ভালো লাগে।ফুলের চারা রোপণ করলে বাসার সৌন্দর্য বাড়ে। আপু আপনার উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ বেশ ভালো উদ্যোগ। আসলে ফুল সৌন্দর্য বাড়ায় ফুল মানুষকে ভালবাসতে শেখায়। যাইহোক আপু আপনার ফুলের গাছ গুলো অনেক বড় হোক, ধরুক অনেক, ফুল সৌন্দর্য বারাক আপনার বাড়ির।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন ফুলের চারা রোপণ করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হয়। ফুলকে ভালোবাসো না এমন মানুষ পৃথিবীতে খুবই কমই রয়েছে। ফুল সৌন্দর্যটাকে বৃদ্ধি করে এবং মানুষকে ভালবাসতে শেখায়। আপু আপনার উদ্যোগটি আমার কাছে ভালো লাগছে আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে। আমার বাসার ছাদে ফুল এবং ফল গাছ আমি লাগিয়েছি অনেক যত্ন করে। সমস্যায় এক্টাই বানর এসে সব কিছু উলট পালট করে দিয়ে যায়। কোন গাছে ফল কিংবা ফুল ধরলে তা ছিড়ে চলে যায়। খুব বিরক্ত লাগে। তবে আপু আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমিও চিন্তাভাবনা করছি আপনার মত বাগান করব। আসলেই ফুল মানুষের মনকে আলোকিত করে। অনেক সুন্দর রাখে বাড়ি। খুব ভালো লাগলো আপু

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অসাধারন উদ্যোগ ছিল। ফুল গাছ আমাদের বাড়ির অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার ফুল গাছে অনেকগুলো ফুল ফুটুক সেই কামনা করি শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর লাগলো আপনার চিন্তাভাবনা দেখে।আসলে ফুল গাছের চারা রোপন করে বাড়ির অনেক সৌন্দর্য ময় করা যায়।যা আপনাকে দেখে কিছুটা শিখলাম-শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালো বাসার প্রতিক ফুল যেমন দেখতে তেমনি সুন্দর করে পরিবেশ।সবাই যাকে ভাল বাসে।বাসাই ফুল গাছ থাকলে বাসার চিত্রই পালটে যায় বলতে গেলে।অনেক রকমের ফুল দেখছি আপনার কাছে খুব ভালো লাগলো দেখে ধন্যবাদ শেয়ার করার জন্য আপু🥰

আমিও আপনার মতো ফুল গাছ লাগাতে ভালোবাসি ছোট বেলায় বলা চলে বাগানি ছিলাম এখন সময় হয়না তেমন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

জি আপু আপনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। কেননা ঘরের চারপাশে ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগে।আর ফুল গাছ থাকলে সেখানকার সৌন্দর্য তা বৃদ্ধি পায়।আপনি খুবই ভালো একটা কাজ করেছেন। কারন যে কোন গাছ রোপন করা পরিবেশের জন্য অনেক ভালো। তাতে পরিবেশ খুবই ভালো থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর চিন্তা ভাবনা নিয়ে কাজকরার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দিদি আমার এটা ভালো লাগছে যে, অবশেষে আপনার রাগ হলো 😀। আর তার জন্যই সব জঙ্গল পরিষ্কার হয়ে এখন সুন্দর একটা বাগান হতে যাচ্ছে। এখন দেখবেন বাড়ির সৌন্দর্য টাই কেমন পাল্টে গেছে। আর মন টাও ভালো থাকবে সব সময়। আপনার সাজানো বাগান দেখার অপেক্ষায় রইলাম দিদি ❤️।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44