স্বরচিত কবিতা - দুনিয়ার মায়া

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

tree-736875_1280.jpg

image source

মানুষ একটু ভালো থাকার জন্য কত কিছুই না করে। নিজের সুখের জন্য কত কিছুই না ত্যাগ করে। কেউ কেউ বিশাল বিশাল দালান কোটা তৈরি করেছে দুনিয়াতে একটু সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু এই দুনিয়ার সুখ কি আমাদের আসল সুখ?

আসলে পরকালের জীবনের চিন্তা না করে দুনিয়ার জীবন নিয়ে আমরা কতই না আনন্দে আছি, কত রকমের রং তামাশা দিন কাটাচ্ছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি কি নিয়ে যাব সেই পরকালে যে জায়গা আমাদের আসল ঠিকানা।

সৃষ্টিকর্তা আমাদের কত নেয়ামতই না দিয়েছেন কিন্তু আমরা কি পারছি তার মূল্য দিতে? একের পর এক অন্যায় অত্যাচার করে চলেছি কিন্তু একদিন আসবে যেদিন শেষ হবে সবকিছু । থেকে যাবে শুধু ভালো কাজ ও ভালো মনমানসিকতার মানুষগুলো। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে দুনিয়ার মায়া নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

দুনিয়ার মায়া

লেখা - আইরিন ইসলাম

দুনিয়ার একটু ভালোবাসা পাওয়ার জন্য
যখন আপনি আল্লাহকে ভুলে যান,
পরকালের সবকিছু ভুলে
দুনিয়ায় শান্তি খুঁজে পান।

একটু ভালো থাকার জন্য আপনি
কত কিছুই না করেন,
স্বার্থের জন্য নিচে নামতে নামতে
অন্যের পায়েও ধরেন।

মুহূর্তের জন্য ভুলে যান আপনি
তারই সৃষ্টির সেরা,
আপনার পাওয়া প্রতিটা নেয়ামত
তারই ভালোবাসায় ঘেরা।

যখন হাজার অন্যায় অত্যাচার শেষে
বাড়ান দুটি হাত,
তখন মায়ায় ভরা কন্ঠে বলে
সকল বিপদ দূরে নিয়ে দিলাম
শান্তি ভরা রাত।

ভেবে দেখেছেন কি কখনো
কাকে ভুলে আছেন,
যার ইশারায় ধ্বংস হবে সব
কার হুকুমে বাচেন।

দুনিয়ার একটু সুখের জন্য
দিচ্ছেন নিজেকে বলি,
আসুন আজই বদলায় নিজেকে
সৎ পথে চলি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 months ago (edited)

আপু দুনিয়ার মায়া নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের শেয়ার করে কবিতাটি আমার মনে হয় আমাদের সকলের জন্য একটি শিক্ষা। সত্যিই তো দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আমরা কত অন্যায়ের সাথেই না আপোষ করি। কিন্তু পরকালে তো একদিন সব কিছুর হিসাব দিতে হবে। সব মিলিয়ে আপনার কবিতাটা আমার কাছে অনেক অসাধারণ মনে হয়েছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে আপু রংয়ের এই দুনিয়াতে আমরা দুজন এর জন্য এসেছি আর এখানে এসে রং তামাশা করছি। কিন্তু আমরা এই দুনিয়াতে যে কাজের জন্য এসেছি সেই কাজটাই কম করা হয়। এই দুনিয়াতে এসে সব সময় সৃষ্টিকর্তার স্মরণ করাটা অত্যাবশ্যক। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে আপনি দুনিয়ার চিন্তা করেছেন। চিন্তা করেছেন মহান সৃষ্টিকর্তার মহত্বের কথা। যেখানে আমরা হাজার অপরাধ করলেও মহান সৃষ্টিকর্তা আমাদের দুই হাত বাড়াতে দেখলেই মাফ করে দেয়। কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে।

 6 months ago 

হ্যাঁ আপু আমরা সবাই জানি যে, এই পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র। তবুও আমরা দুনিয়ার রং তামাশা তে এতটা মগ্ন হয়ে গিয়েছি যে, পরকালের কথা ভুলেই গিয়েছি। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে,হাজার হাজার কোটি টাকা ইনকাম করলেও,সব টাকা দুনিয়াতে রেখেই যেতে হবে। সুতরাং টাকা পয়সা ইনকাম করার পিছনে এতো সময় ব্যয় না করে, পরকালের জন্য বেশি বেশি আমল করা উচিত। আসলে আমাদের এই ছোট্ট জীবনে এতো টাকা পয়সার কোনো দরকার নেই। যাইহোক দুনিয়ার মায়া নামক কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার স্বরচিত কবিতা দুনিয়ার মায়া পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমরা দুনিয়াতে কত কিছুই করি একটু ভালো থাকার জন্য। নিজে ভাল থাকার জন্য অন্যের ক্ষতি করতে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু আসলে তাও তো আমরা নিজেরা ভালো থাকতে পারিনা। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন যা আসলে আমার অনেক ভালো লেগেছে আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49