স্বপ্ন।

in আমার বাংলা ব্লগ3 months ago

image.png

image source

মানুষ বাঁচে তার স্বপ্ন গুলোকে পূরণ করার জন্য। এই স্বপ্নই মানুষকে বার বার বেঁচে থাকার আশ্বাস দেয়। তা না হলে মানুষ কবেই বাঁচার আশ্বাস ছেড়ে দিত। কেননা আমার মনে হয় আমাদের যে স্বপ্ন , আমাদের যে লক্ষ্য সেগুলো পূরণ করার স্পৃহাই আমাদের বার বার ঘুরে দাঁড়াতে সাহায্য করে। আপনারা ভালো করেই জানেন , এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করা মোটেও সহজ বেপার না। আপনার লক্ষে পৌঁছানোর জন্য আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। এবং আপনি যদি সেই বাধার সময় ভেঙে পড়েন তাহলে কি আপনি কোনোদিন ও আপনার লক্ষে পৌঁছাবেন ? না , কখনোই না।

লক্ষে পৌঁছানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আপনার নিজেকে পরিচালনা করা শিখতে হবে। যেটা কিনা আপনাকে অলসতা থেকে দূর করবে। এই যেমন ধরুন , আপনি যেমন এখন সকালে চাইলেও ঘুম থেকে উঠতে পারেন না। আপনি উঠেন ভোরে ঠিকই কিন্তু আপনার চাওয়া সত্ত্বেও বিছানা থেকে উঠতে পারছেন না। এবং নিজেকে যদি আপনি আয়ত্তে আনা শিখে ফেলতে পারেন তাহলে আপনি যেটা চান সেটাই করতে পারবেন। তাই আপনাকে নিজের প্রতি নিজের আয়ত্ত করা শিখতে হবে। তবেই আপনি কঠোর পরিশ্রমী এবং নিজের স্বপ্ন পূরণ এর উদ্দেশ্যে কাজ করে যেতে পারবেন। তা না হলে , আপনি যদি অলসতা করেন তাহলে আপনার জন্য কঠোর পরিশ্রমী হওয়া বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি যদি কষ্টকে ভয় পান তাহলে আপনার জন্য সাফল্য অর্জন করা অসম্ভব হবে। আপনি যে কাজই করেন না কেন আপনাকে সেটার পিছনে কঠোর পরিশ্রম করতে হবে। আসলে অনেকেই বলে "ভাগ্যে যা আছে তাই হবে" , যেটা কিনা সম্পূর্ণ মিথ্যা কথা। ভাগ্য এর দ্বারা কোনোদিন মানুষ বড় হয়না , যদি হয়ও সেটা লাখে একজন। এবং সত্যি বলতে যে কিনা ভাগ্যের জোরে কোনো কিছু অর্জন করে তখন সে সেটার যোগ্য হয়না। কেননা যোগ্য হতে হলে সেটার জন্য পরিশ্রম করতে হবে। তবেই আপনি সেটার যোগ্য হবেন। তাই ভাগ্যের উপর বিশ্বাসী না হয়ে আমাদের পরিশ্রমের উপর বিশ্বাসী হওয়া উচিত।

যেগুলো কিনা মোটেও আপনার হাতে না , এবং সেটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতাও আপনার নেই তখনি শুধু আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা ঘটবে। পরিশ্রমীকে আল্লাহ ভালোবাসেন। কষ্ট করলে সেটার ফল আল্লাহ নিশ্চই দিবেন আমাদের। তাই যত পরিশ্রমী হবো ততই আমাদের সাফল্য নিকটে থাকবে। পরিশ্রমী ব্যক্তিকে কেউ আটকাতে পারবেন না। কেননা আল্লাহ সব সময় তার সাথে থাকবেন। এবং উনি জেটার প্রাপ্য আল্লাহ উনাকে সেটাই দিবেন। তাই আমরা চেষ্টা করব কোনো অলসতা না করে কঠোর পরিশ্রমী হওয়ার। যাতে এই ১ টা মাত্র জীবনে নিজের স্বপ্ন গুলোকে বাস্তবায়ন করে যেতে পারি।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 months ago 

মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে তবে সেই স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করতে হয়। আমিও আপনার সাথে সহমত তা হচ্ছে নিজেকে নিজের পরিচালনা করতে হবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের আশায়। আরে সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 months ago 

আমাদের জীবনে স্বপ্ন থাকে বলেই আমরা বেঁচে থাকি। স্বপ্ন পূরণের জন্য জীবনে লড়াই করি। স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করা অত্যাবশ্যক।‌ পরিশ্রম না করলে নিজের স্বপ্নগুলো কোনদিনও পূরণ হবে না। ঠিকই বলেছেন আপু ভাগ্যের উপর বিশ্বাসী না হয়ে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। ভালো লাগলো লেখা গুলো পড়ে।

 3 months ago 

আসলে সত্যি কথা বলতে আপু প্রত্যেক সাফল্যের পেছনে রয়েছে স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যারা কঠোর পরিশ্রম করেছে তারাই হয়েছে সাকসেস। আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 3 months ago 

এককথায় বলতে গেলে স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। একজন মানুষ জীবনে অনেক স্বপ্ন দেখে। কিছু কিছু মানুষ স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর পরিশ্রম করে। আবার কিছু কিছু মানুষ স্বপ্ন দেখবে ঠিকই, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবে না। তারা কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে না। আসলে যারা পরিশ্রম করতে পারে,দিনশেষে তারাই স্বপ্ন পূরণ করতে পারে। আমি আমার নিজেকে নিয়েই উদাহরণ দিচ্ছি,দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় সকাল ৭টার সময় মাইনাস ২০/২৫° সেলসিয়াস তাপমাত্রার সময়ও অফিসে গিয়েছি। তারপর সারাদিন পরিশ্রম করেছি। কিন্তু এখন ঘুম থেকে উঠতে উঠতে ৯/১০ টা বেজে যায়। তবে প্রয়োজন হলে আমি সবকিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54852.52
ETH 2440.67
USDT 1.00
SBD 2.18