সমাজ কি বলবে ?

in আমার বাংলা ব্লগ7 months ago

সমাজ কি বলবে ?

image.png

image source

সমাজ আসলে কি বলে এর সঠিক উত্তর যদি দিতে চাই তাহলে এই কথাটায় বলতে হয় যে, অনেক দিন পর কেউ মারা গেছে, এমন ফ্রি খাবার খেতে আসছি অনেক দিন পর। দুই টুকরা মাংস আমাকে আরো বাড়িয়ে দাও। এটাই হচ্ছে সমাজ কিংবা সমাজের মানুষ। যারা গরিব কিংবা এলাকার দরিদ্রদের দুই টাকার দাম দিতে জানে না, দিতে জানে না কোনো সম্মান, দিতে জানে না তাদের বেঁচে থাকার জন্য কোনো অনুপ্রেরণা। শুধু অহবেলার মুখেই পড়ে থাকে তারা সমাজের কাছে। আর আপনি যখন সেই সমাজের মধ্যেই প্রতিষ্ঠিত হবেন ও অনেকের উপরে চলে যাবেন কিংবা নিজের সফলতা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন তখন সেই সমাজের কাছে আপনি হয়ে যাবেন চোর, ঘোষকর, দুর্নীতিবাজ এমন আরো অনেক কিছু। তখন এই সমাজ আপনাকে হিংসা করতে থাকবে। এই সমাজ আপনাকে নিয়ে নানান রকমের কথা বলতে থাকবে। আর মনে মনে চাইবে দুই পা ধরে টেনে হিচড়ে আবার নিচে নামিয়ে আনতে। কারণ এই সমাজ কিংবা সমাজের মানুষ গুলো আপনার জীবনের কষ্ট করে উপার্জিত করা সফলতাকে সহ্য করতে পারছে না। আর এটাই আমাদের সমাজ।

মুখে মুখে শুধু একটাই কথা, আমাদের সমাজ আছে, সমাজ কি বলবে ? সমাজে এটা কখনো হতে পারে না, সমাজ নিয়েই আমাদের চলতে হবে, সমাজের বাইরে আমরা যেতে পারবো না। আমার এই সমাজ নিয়ে করা কিছু প্রশ্ন !! এই সমাজ তখন কোথায় থাকে যখন আমি সারাদিন না খেয়ে থাকি ? সমাজ তখন কোথায় থাকে যখন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি? সমাজ তখন কোথায় থাকে যখন আমি কোনো বিপদের সম্মুখীন হয় ? সমাজ কেন তখন এত হিংসা করে যখন আমি সফলতা অর্জন করি ?

আমাদের প্রত্যেকের একটা সমাজ আছে। তবে সমাজকে এই বিষয় গুলোর কারণে কয়জন মান্য করে চলে। কয়জন মানুষ সমাজের চোখে ভালোমানুষ হয়ে থাকতে পেরেছে। কয়টা সমাজ আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছে। ভালোবাসার কথা আসলেই তো সমাজ আমাদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় যে, এই সমাজে ভালোবাসা বলতে কিছু নেই। তবে কি নিজের ইচ্ছা, আবেক,ভালোবাসা এগুলার কোনো দাম নেই সমাজের কাছে ?

এই সমাজ আমাকে কি দিয়েছে ? আমি চিন্তা করলে দেখতে পাই এই সমাজ আমাকে কখনো ভালো কিছুতে উৎসাহ দেয়নি, এই সমাজ কখনো বিপদে পাশে দাঁড়ায়নি। বরং সবসময় ছোট করে দেখেছে, অবহেলা করেছে, তুচ্ছতাচ্ছিলো করেছে। তাহলে এই সমাজকে মেনেই বা আমি কি করবো। এই সমাজের কথা চিন্তা করে আমি কি করব। তাই নিজেই নিজের পথ বেঁচে নিতে হবে। কে কি বলছে, কে কি বলবে সেটার দিকে খেয়াল না দিয়ে নিজের গতিতে এগিয়ে যাওয়াটাই উত্তম বলে আমি মনে করি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 7 months ago 

আসলে সম্পূর্ণ সমাজকে নিয়ে বলা ঠিক হবে না ৷ তবে ঠিক যে সমাজে এমম কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারেনা ৷ অন্যের সমালোচনায় পড়ে থাকে সারাক্ষণ ৷ কেউ ভালো সময় পার করলে তার পিছনে লেগে যায় , কেউ খারাপ সময় পার করলে কথা শোনায় অবহেলা করে ৷ এই মানুষ গুলো আসলেই ভীষণ রকমের খারাপ এদের জন্যই আজ সমাজ নষ্ট ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমরা সমাজ থেকে ভালো কিছু কখনোই পাই না। কারণ সমাজের মানুষ অন্যের ভালো দেখতে পারে না। সেজন্য একজন আরেকজনের পিছনে লেগে থাকে। কোনো মানুষ ভালো কাজ করতে গেলে তখন বাঁধা দিবে এবং কিভাবে ক্ষতি করা যায়, সারাক্ষণ সেই চিন্তা ভাবনায় লিপ্ত থাকে। সুতরাং নিজের ভালো মন্দ নিজেকেই ভাবতে হবে। এতে করে সমাজের মানুষ কি ভাবলো বা কি বলবে, সেটা ভাবা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

সমাজ কি বলবে শুধুমাত্র এই একটা বাক্যের কারণে অনেক মানুষের স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে, সন্তানের অনেক প্রতিভা শুধুমাত্র নষ্ট হয়ে যায় সমাজ কি বলবে এই ভেবে। সমাজ আসলে কি বলে শুধুমাত্র সমালোচনা ছাড়া।

 7 months ago 

সমাজ যেন সকলের জন্যই এক আতংকের নাম। সমাজ কি বলবে? অদ্ভুত এই প্রশ্ন। যেখানে সমাজ কারোর খারাপ দিনে তার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, অথচ প্রত্যেককে চিন্তা করতে হয়, সমাজ কি বলবে! যখন ই কেউ কিছু আলাদা করতে যায়, তখন ই এই সমাজ নামের শেকলে তাদের বাঁধার চেষ্টা করা হয় অদ্ভুত এই প্রশ্ন দিয়ে!

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার কথাগুলোর সাথে আমি শতভাগ একমত পোষণ করছি। সমাজে কে কি ভাবলো এবং কি মনে করল তাতে সত্যিই কিছু যায় আসে না। কারণ এই সমাজ আপনার আমার মত সাধারন মানুষের জন্য নয়। এই সমাজ একমাত্র কিছু বিত্তশালী মানুষদের জন্য তৈরি করা হয়েছে। এখনকার সমাজে পাশের বাড়িতে কেউ যদি না খেয়ে মারাও যায় কেউ কাউকে দেখতে চায় না। সুতরাং সেই সমাজের তোয়াক্কা না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। নিজের বিবেককে জাগ্রত করে এগিয়ে যাওয়াটাই সবথেকে সঠিক পথ বলে আমি মনে করি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বর্তমান আমরা যে সমাজের সাথে যুক্ত আছি ।সেটা হলো নামে সমাজ কিন্তু কোন কর্মকান্ডে নেই। সেই সমাজের মধ্যে রয়েছে অহংকারিতা। সমাজে অনেকে নিচু শ্রেণির লোক থাকে উচু শ্রেণীর লোক গুলো তাদেরকে তেমন একটা পছন্দ করে না। আবার কেউ সফলতা অর্জন করলে তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে । এটাই বর্তমানের সমাজগুলোর কাজ হয়ে দাঁড়িয়েছে ।সেজন্য একটি কথাই বলবো সমাজ সমালোচনা ছাড়া আর কিছুই করেনা বর্তমান।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সমাজ কি বলবে?? আসলে সমাজের মানুষ গুলো কি বলবে এই নিয়েই আমরা তটস্থ থাকি সর্বদা।এই সমাজের মানুষ ভালো কাজ করতে দেখলে বাঁধা দেয়।আর খারাপ কাজ করতে দেখলে চোখ বন্ধ করে রাখে।এতে করে ভালো কাজগুলোর প্রসার ঘটে না।আর খারাপ কাজগুলো প্রতিনিয়ত বেড়েই চলে।তাই সমাজ কি বলবে, এই নিয়ে বসে থাকলে চলবে না।নিজের বিবেক কে জাগিয়ে রেখে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে সমাজ কি বলবে এটা চিন্তা করতে করতে নিজের অনেক কিছুই লস হয়ে যায়। ভালো একটা কাজ করতে গেলও চিন্তা করি যে সমাজ কি বলবে। প্রকৃতপক্ষে সমাজ আসলে মানুষকে জিম্মি করে রাখছে। আর এই সমাজের কত সুশীল মানুষ আছে তারা কখনো কি অনাহারীর মুখে খাবার দেয়? তাহলে একটা মানুষকে এই সমাজ কেনই বা জিম্মি করে রাখবে, বিভিন্ন সামাজিক অপবাদের চাপাতলে। খুবই বাস্তবিক একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন আপু ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38