লক্ষ্য।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

জীবনের সফলার মূল কারণ গুলোর মধ্যে লক্ষ্য এর নম্বরটি সবার আগে আশা উচিত। কেননা আমাদের জীবনের যদি কোনো লক্ষ্য বা উদ্দেশ্যই না থাকে তাহলে আমরা কাকে লক্ষ্য করে আগাবো ? আমি মনে করি লক্ষ্য আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি কোনো লক্ষ্য ছাড়া জীবনে চলি তাহলে সত্যি বলতে আমাদের জীবনের কোনো শৃঙ্খলা আমরা খুঁজে পাবো না। তবে আমি মনে করি ছোট বেলা থেকেই আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। যদিও বেশিরভাগ ছেলে মেয়েদেরই ছোট বেলায় একটা না একটা স্বপ্ন থাকে। সেটা হয়তো পরিবর্তন ও হয় কিন্তু সেটা তেমন বড় বিষয় না।

আসল কথা হচ্ছে আমাদের লক্ষ্য থাকাটাই অনেক জরুরি। কেননা আমাদের ছোট বেলার থেকেই যদি বড় হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা আমাদের মন মানসিকতাকে বিকশিত হতে বেশ সাহায্য করবে। ছোট বেলার থেকেই আমাদের একটা দায়িত্ব এর মতো হয়ে যাবে যে আমাদের জীবনের সফল হতেই হবে। এবং সত্যি বলতে ছোট বেলার থেকেই যদি সে এমন মন মানসিকতা নিয়ে গড়ে উঠে তাহলে সেটা তার জীবনে অনেকটা সাহায্য করবে। সেই জন্যই আমি বলছিলাম স্বপ্ন হয়তোবা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তবে স্বপ্ন থাকাটাই হচ্ছে মূল বিষয় , তবে ব্যাপারটা এমন না যে কোনো কাজে বার বার ব্যর্থ হচ্ছি দেখে স্বপ্নকে পরিবর্তন করে ফেললাম।

কোনো কোনো সময় দেখা যায় পরিস্থিতির কারণে হয়তো আমাদের স্বপ্ন কোনো কোনো সময় ভেঙে যায়। তবে ভেবে চিন্তে আমরা যদি নিজেদের লক্ষ্য কে ফিক্স করি এবং সেটাকে পূরণ করার জন্য আমরা নিজেদের জান প্রাণ সব লাগিয়ে দেই তাহলে একদিন আমাদের সাফল্য নিশ্চই আসবে। এবং এটা নির্ধারিত। কেননা আমরা যা চেষ্টা করি সেটাই পাই। এবং পরিশ্রম কারীর পাশে সব সময়ই আল্লাহ থাকেন। তাই এটা নিশ্চিত যে আমরা যদি সত্যিই কোনো কিছুকে পাওয়ার জন্য কষ্ট করি এবং সেটা পাওয়ার পরিকল্পনা মোতাবেক কাজ করে যাই তাহলে আমরা অবশ্যই একদিন সফল হবো।

আজকে মূলত আমি বুঝতে চেয়েছিলাম আপনার লক্ষ্য হয়তোবা পরিবর্তন হতে পারে কিন্তু যদি আমাদের লক্ষ্য ঠিক থাকে তাহলে সত্যি বলতে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর লক্ষ্য থাকাটা আমাদের জন্য জরুরি , যাতে করে আমরা লক্ষ্য পূরণ করার উদ্দেশে কাজ করে যেতে পারি। নিজেদের মধ্যে একটা ভাবনা কাজ করে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করার। আর আলসেমি কখনোই করা যাবে না। কেননা আলসেমি এবং অবহেলায় আমাদের সব থেকে বড় শত্রু জীবনের সফলতা অর্জন করার পিছনে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

কথাটার সাথে আমি একমত অনেক সময় আছে কোন কারণবশত নিজের লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাধা চলে আসে তবে তাই বলে দিশেহারা হলে তো চলবে না সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে।

 2 months ago 

আমি আপনার কথার সাথে সহমত পোষণ করলাম আপু। কারণ আমাদের এই জীবনে ব্যাপক উত্থান প্রথম আসতে পারে সময়তে সময়তে কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে অবশ্যই তার মধ্য দিয়ে সেই জায়গায় পৌঁছানো সম্ভব। তাই আমাদের মনোবল সব সময় ঠিক থাকতে হবে এবং এক নিষ্ঠা থাকতে হবে।

 2 months ago 

আসলেই লক্ষ্য বা উদ্দেশ্য প্রতিটি মানুষের জীবনে থাকাটা খুবই জরুরী। আর লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে সফলতা এমনিতেই অর্জন করা যায়। হয়তোবা সফলতা অর্জনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকি,কিন্তু তবুও আমাদের লক্ষ্য অটুট রাখতে হবে। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জীবনে সঠিক জায়গায় পৌঁছাতে গেলে লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরী। লক্ষহীন জীবনের আসলেই কোন মূল্য নেই। এটা দেখা যায়, বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করি, তখন হয়তো কিছু বাধ্যবাধকতা চলে আসে। কিন্তু সেই সময় যদি আমাদের লক্ষ্য স্থির থাকে, তাহলে যে করেই হোক লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর ছোটবেলা থেকেই যারা লক্ষ্য স্থির করে বড় হয়, তাদের আসলে কেউ দমিয়ে রাখতে পারে না। অনেক শিক্ষামূলক একটা পোস্ট ছিল এটি আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67904.70
ETH 3244.25
USDT 1.00
SBD 2.66