চেষ্টা।

in আমার বাংলা ব্লগ6 months ago

image.png

image source

আমাদের জীবনের সব থেকে বড় চাবিকাঠি হচ্ছে চেষ্টা। আমরা যে কাজই করি না কেন সেটা কোনোদিন ও সফল হতে পারবো না যদি আমাদের চেষ্টা না থাকে। সত্যি বলতে সাফল্যের জন্য আপনাকে চেষ্টা করতেই হবে। অনেকেই আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কাজকে সঠিক ভাবে করার জন্য চেষ্টা করি না। তাতে কিন্তু কোনো লাভ নেই। কেননা আমাদের সবারই কিন্তু কম বেশ ইচ্ছা আছে জীবনে বড় কিছু করার। কিন্তু তার মধ্যে আমরা কত জনই বা সফল হতে পারি। আর যারা সফল হয় সেই সফলের কারণ হচ্ছে চেষ্টা। যে যত বেশি চেষ্টা করবে সে তার জীবনে তত বড় হতে পারবে। চেষ্টার কোনোই বিকল্প নেই।

তবে আমরা অনেকেই আছি যারা কিনা শত চেষ্টার পরও সফলতা না আসার কারণে দুঃখী হয়ে যাই। কিন্তু সত্যি বলতে সফলতার কোনো ঠিক নির্দিষ্ট সময় নেই। সেটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে। কেননা এমন কিছু কিছু কাজ আছে যেগুলো হতে একটু সময় লাগবেই আপনি যতই চেষ্টা করেন না কেন। এবং এই পর্যায়ে এসে আমাদের প্রয়োজন ধৈর্য। এটা আমাদের জন্য অতীব জরুরি। কেননা জীবন ভালো খারাপ মিলিয়ে হয় , তাই খারাপ সময়ে আমাদের ধৈর্য ধরা শিখতে হয় যাতে করে আমাদের মন ভেঙে না পরে। আর তা ছাড়া আল্লাহ ধৈযবান ব্যক্তিদের অনেক বেশি ভালোবাসেন।

আসলে সাফল্য হচ্ছে ধৈর্য , চেষ্টা ,ইচ্ছা শক্তি , মনোবল সব কিছুর একটা ফলাফল। আপনার জীবনের ধৈর্যেরও যেমন দরকার আছে তেমনি আপনার চেষ্টার ও দরকার আছে। এই সব গুলোকে মিলিয়ে যখন আমরা আমাদের জীবনে এগিয়ে যাবো তখনি আমাদের জীবনে সফলতা আসবে। আর যারা এই সব গুলোকে একসাথে নিজেদের জীবনে প্রয়োগ করতে পেরেছে তারাই সফল হয়েছে। আর সেই জন্যই আমাদের সমাজে সাফল্য মানুষের সংখ্যা খুবই কম। ১০০ জনের মধ্যে প্রায় ৯৯ জন তার জীবনের স্বপ্ন গুলোকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। আর তার পিছনে কারণ হচ্ছে তাদের ধৈর্য , চেষ্টা এবং ইচ্ছা শক্তির অভাব।

আমাদের জীবন অনেক কঠিন। আর আমরা সবাই চাই এই ছোট জীবনটাতে কিছুটা শান্তিতে কাটাতে পারি কিন্তু তার জন্য আমাদের জীবনের একটা সময় কঠোর পরিশ্রম করতে হয় । যদি সেই সময়টায় অলসতা আর অবহেলায় কাটিয়ে দেই তাহলে বাকি পুরো জীবনটাই আমাদের সেই অবহেলা এবং অলসতার মাশুল দিতে হয়। তাই আমাদের সবাই চেষ্টা করবো যাতে আমাদের স্বপ্ন পূরণ করার উদ্দেশে কোনো কাজকেই অবহেলা না করি । আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে যাতে করে আমরা আমাদের জীবনে সফলতা আনতে পারি।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 months ago 

আপু আমার কাছেও মনে হয় সফলতার পূর্ব ধাপ হলো চেষ্টা করা। আর যদি চেষ্টা থাকে তাহলে একসময় সফলতা এসে ধরা দেয়। সফল হতে গেলে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয়। আপনার পোষ্টের লেখা পড়ে খুবই ভালো লেগেছে আপু। অনেক উৎসাহ পেলাম।

 6 months ago 

একদম সত্যি আপু চেষ্টা ছাড়া কোন কিছু অর্জন করা যায় না।যেকোনো কাজে চেষ্টা থাকা জরুরী। চেষ্টা করলে যেকোনো অসাধ্য কাজ ও সহজ হয়ে যায়। আর পরিশ্রম দ্বারা সফলতা লাভ করা যায়। ধন্যবাদ আপু চমৎকার ভাবে বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

জীবনে সফলতা অর্জন করতে গেলে পরিশ্রম করতেই হবে। তবে তার সাথে ধৈর্যটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা ঠিক কথা। আপনার মত আমারও এটাই মনে হয় যে, সাফল্য হচ্ছে ধৈর্য , চেষ্টা ,ইচ্ছা শক্তি , মনোবল এই সব কিছুর একটা ফলাফল। এজন্য জীবনে কখনো ভেঙে পড়লে চলবে না, কঠোর পরিশ্রম করে যেতে হবে। অনেক ভালো লাগলো আপু, আপনার এই পোস্টটি পড়ে।

 6 months ago 

এই পৃথিবীতে যে বা যারা সফল হয়েছে, তারা চেষ্টা করেই সফল হয়েছে। এককথায় বলতে গেলে চেষ্টা ছাড়া সফলতা অর্জন করা অসম্ভব। তাই যেকোনো কাজ ভালোভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে সফলতা এমনিতেই চলে আসবে। কিন্তু কিছু কিছু মানুষ ২/১ বার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলে, পরবর্তীতে হাত-পা গুটিয়ে বসে থাকে। তাই তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

কথায় বলে চেষ্টায় সব হয়। কথাটা কিন্তু একেবারেই ঠিক চেষ্টায় সব হয়। সফলতা হচ্ছে চেষ্টা ধৈর্য্য পরিশ্রম কাজ শক্তি ব‍্যর্থতা এর সম্মিলিত রুপ। আমরা অধিকাংশই হাল ছেড়ে দেয়। আর হাল ছেড়ে দিলে কোন কিছু সম্ভব না। আমাদের কাজ করতে হবে সবসময় ঐ জিনিসটার প্রতি লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে। তাহলেই সফলতা আসবে। দারুণ লিখেছেন আপু।

 6 months ago 

আসলেই আপু আপনি ঠিক বলেছেন জীবননে সফলতা পেতে হলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমি মনে করি ধৈর্য এবং চেষ্টা ছাড়া কখনোই সফলতা পাওয়া সম্ভব নয়। আসলে যে কোনো কাজ মন থেকে চেষ্টা করে করলে সফলতা পাওয়া অবশ্যই সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

কথায় আছে চেষ্টা মানুষকে সফলতা এনে দেয়। তবে চেষ্টা যদি না থাকে তাহলে সফলতা কখনোই ধরা দেয় না। সফলতা অর্জন করতে গেলে অবশ্যই চেষ্টা করে যেতে হবে। সেই সাথে পরিশ্রম করতে হবে। অনেক ভালো লেগেছে আপনার লেখাগুলো। দারুন লিখেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91288.71
ETH 3149.19
USDT 1.00
SBD 3.08