ভালোবাসার ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালোবাসাময় সুন্দর মুহূর্ত ও সুন্দর কিছু ফটোগ্রাফি

1.jpg

ভালোবাসার ফটোগ্রাফি এই জন্যই বললাম কারণ সুন্দর একটা বিকেলে দুজন দুজনার হাত ধরে নিস্তব্ধ একটা পরিবেশে লেকের পার দিয়ে হেটে যাওয়ার এই সুন্দর মুহূর্তটা মানুষের জীবনে সবসময় আসে না, আর এই সুন্দর মুহূর্তে পড়ন্ত বিকেলের সুন্দর আকাশ ও সুন্দর জায়গার কিছু ফটোগ্রাফিকে ভালোবাসার ফটোগ্রাফি বললাম। ভালোবাসার মানুষের হাত ধরে অনেক দূরে কোথাও যাওয়ার দরকার হয় না খুব কাছে কোনো সুন্দর জায়গায় বসে মনের কথা গুলো শেয়ার করা যাই। এই জায়গাটি হলো গুলশান-২ লেকের পাড়। পড়ন্ত বিকেলের এই সুন্দর মনোরম পরিবেশ সত্যি অনেক বেশি ভালো লেগেছিলো জায়গাটি।

এখানে আমি আগে কখনো আসিনি, তবে কিছুটা সামনেই হাতিরঝিলের লেক। আর হাতিরঝিলে কতশত বার এসেছি তার কোনো হিসাব নেই। নতুন জায়গা আর সুন্দর একটি পরিবেশে যেন মন ভরে গেছে। যদিও বাসা থেকে এখানে আসার জন্য বের হয়নি। আমরা বাসা থেকে ঠিকানা নামে একটি রিসোর্ট রয়েছে যা ঢাকার বাড্ডাতে অবস্থিত সেখানে যাওয়ার জন্য। কিন্তু কোনো এক কারণ বসত বাস থেকে নেমে চলে আসি গুলশান-২ লেকের পাড়। আর এখান থেকে লেকের পাড় ধরে হাটতে হাটতে গুলশান -১। সেখান থেকেই হাতিরঝিল যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়।

লেকের ধারে একটি ব্রিজ আছে সেখানে মাথার উপর ফুল গাছ আর চারদিকে সুন্দর পরিবেশ। কিছুটা সময় সেখানে না থাকলে নাই হবে। হাঁটার পথে হটাৎ করে সেই ব্রিজের উপর থেমে গেলাম ও সেখানে বসে চারপাশের সুন্দর দৃশ্য গুলোকে মোবাইকে বন্দি করতে লাগলাম। এই শহরটাও অনেক সুন্দর যদি সেটাকে সুন্দর ভাবে উপভোগ করা যায়। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আমার সুন্দর কিছু মুহূর্তের সুন্দর অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ও সেখানে সুন্দর কিছু ভালোবাসার ফটোগ্রাফি শেয়ার করলাম। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

16.jpg

17.jpg

18.jpg

19.jpg

21.jpg

22.jpg

লোকেশন

ক্যামেরাRedmi Note 10 Pro Max
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনগুলশান লেক, ঢাকা
তারিখ02.09.2022

সমাপ্ত

1.png

Sort:  
 2 years ago 

আসলেই আপু ঠিক বলেছেন সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে বেশ ভালই লাগে। বহু বহু দূরে মনের মানুষের সাথে যেতে হয় না। তাছাড়া আপনি যেমন সুন্দর সময়টা অনুভব করলেন তেমনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি যে এতটা সুন্দর আর কথাগুলোর সাথে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর অনুভূতি আর সাথে সুন্দর ফটোগ্রাফি। আপনাদের সাথে যদি আমি আমার এই সুন্দর মুহূর্ত শেয়ার না করি তাহলে কি হয় বলেন ?

 2 years ago 

ঠিক বলেছেন আপু ভালোবাসা মানুষের হাত ধরে অনেক দূরে যেতে হয় না। সুন্দর মনোরম পরিবেশে দুজন দুজনার হাত ধরে মনের সব কথাই প্রকাশ করা যায়। আপু গুলশান লেকের পাড় টা আমার কাছে ভিশন ভালো লাগে। বিশেষ করে সকালের দৃশ্য টা বেশি ভালো লাগে। অনেক দিন হলো জায়গাটিতে যাওয়া হয় না। মাঝে মধ্যে হাতিরঝিল যাওয়া হয়। লেকের পাড়ে যে ব্রিজ আছে সেখানে মাথার উপর ফুল গাছ গুলো বেশ ভালো লাগে। ছবি গুলো সুন্দর ভাবে ক্যাপসার করেছেন আপু। সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।আকাশ গুলো দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে সবকিছু রেখে এমন খোলা জায়গায় যাওয়ার দরকার সকলের এতে করে মন ভালো থাকে ও স্বস্তি অনুভব হয়।

 2 years ago 

সত্যিই আপু, লেকের পাড়ে অনেক সুন্দর মনো-মুগ্ধকর পরিবেশে দারুন ভাবে সময়টুকু কাটিয়েছেন। লেকের পাড় থেকে নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের অতি চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

সত্যি প্রকৃতির সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য হতে পারে না। অনেক ভালো লেগেছিলো।

 2 years ago 

ঢাকা শহরের যান্ত্রিকতার মাঝেও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই লেক।আর লেকের সেই সৌন্দর্য কে আপনি আরো সুন্দর ভাবে তুলে ধরেছেন।শরতের নীল আকাশে আরো সুন্দর লাগছে।এরকম জায়গায় পাশে প্রিয়জন থাকলে আর কি চাই।আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন।

 2 years ago 

মাঝে মাঝে এমন প্রকৃতিকে উপভোগ করা প্রয়োজন। কারণ সব সৌন্দর্য প্রকৃতির মাঝেই খুঁজে পাওয়া যাই। ভালো লেগেছিলো অনেক সেই সময়টা।

 2 years ago 

আপু আপনার পোষ্টটি পড়ে বোঝা যাচ্ছে আপনি খুব রোমান্টিক একটি মধ্যে ছিলেন। আর কিছুটা সময় রোমান্টিকভাবে কাটিয়েছেন। রইলো পড়ে ভালোবাসা মানুষের হাত ধরে চলার কথা। সে কি আর বলতে ভালোবাসার মানুষ পাশে থাকলে লেকের পাড়ের খোলা হাওয়ায় ঘুরে বেড়াতে কতই না মজা লাগে। আর হাফিজুল তো আমার বাসার পাশেই আমিও প্রায় চলে যাই হাতিরঝিলে। আরো ভালো লেগেছে আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

জি আপু অনেক সুন্দর সময় কাটিয়েছি ও অনেক রোমান্টিক সময় কাটিয়েছি। আপু একটু কষ্ট করে আপনার লেখার বানান গুলো ঠিক করে নিবেন আর অবশ্যই লেখার পর একবার চেক করে নিবেন।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন সুন্দর একটা বিকেলে দুজন দুজনার হাত ধরে নিস্তব্ধ একটা পরিবেশে লেকের পার দিয়ে হেটে যাওয়ার এই সুন্দর মুহূর্তটা মানুষের জীবনে সবসময় আসে না, একদম,,, দারুন বলেছেন কিন্তু। ঐ সুন্দর মুহূর্তে পড়ন্ত বিকেলের সুন্দর আকাশ ও সুন্দর জায়গার কিছু ফটোগ্রাফিকে ভালোবাসার ফটোগ্রাফি বলেছেন। ভালোবাসার মানুষের হাত ধরে অনেক দূরে কোথাও যাওয়ার দরকার হয় না। খুব কাছে থেকেও এর অনুভূতি টা উপলব্ধি করা যায়।♥♥

 2 years ago 

হ্যা আপু আমার তখন তেমনি একটা অনুভূতি কাজ করছিলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর কিছু মুহূর্ত পড়ন্ত বিকেলের সুন্দর একটি জায়গার এবং আকাশের কিছু ভালো লাগার মত ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। ভালোবাসার ফটোগ্রাফি গুলো আপনি অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। একটি দক্ষ হাতছাড়া এত সুন্দর ফটোগ্রাফি কেউ করতে পারে না।ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

পড়ন্ত বিকেলে নিরিবিলি একটি পরিবেশে সুন্দর আকাশ ও ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানোর এক অন্য রকম অনুভূতি। সত্যি অনেক ভালো সময় কাটিয়েছিলাম।

 2 years ago 

আপনার কথাটি শুনে অনেক ভালো লাগলো আপু। ভালোবাসা মানুষের হাত ধরে দূরে কোথাও যাওয়া লাগে না। যাইহোক আপু, আপনার ভালোবাসার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। প্রতিটি ফটোগ্রাফি আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর ভাবে ফুটিয়ে তোলার। ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু তো দেখছি বেশ রোমান্টিক 🥰। যাইহোক আপু আপনি কিন্তু ঠিক বলেছেন বিকেলবেলা এভাবে প্রিয় মানুষের হাতে হাত রেখে হাঁটতে বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় কোন নদীর পাড় লেকের পাড় তাহলে তো কথাই নেই। রোমান্টিক একটি মুহূর্তে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার ভালোবাসার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

রোমান্টিকতা কি আর সবসময় আসে। রোমান্টিকতা আসে যখন রোমান্টিক মানুষের সাথে রোমান্টিক কোনো জায়গায় যাই আর একটু নিজের মতো করে সময় কাটায় তখন।

 2 years ago 

ক্যামেরার লেন্স ভালো তাই ফটোগ্রাফিগুলো বেশ দারুন হয়েছে। আর আমি আকাশের এমন সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করতে বেশি বেশি পছন্দ করি। বিশেষ করে শরৎকালের আকাশের দৃশ্য খুব ভালো লাগে আমার কাছে। যাইহোক এটা আশা করি লেকের পাশের ব্রিজে অবস্থান করে আশেপাশের ফটোগ্রাফি করার সময় মনের মধ্যে বেশ প্রফুল্ল ছিল আপনার,যার জন্য ফটোগ্রাফি গুলো এত মনোমুগ্ধকর হয়েছে।

 2 years ago 

সময়টা ছিল পড়ন্ত বিকাল, মনের মধ্যে অন্য রকম সুন্দর অনুভূতি নিরিবিলি পরিবেশ। সবকিছু মিলিয়ে ভালো ছিল সবকিছু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63525.26
ETH 2583.76
USDT 1.00
SBD 2.80