সুইট প্রবলেম !! বাংলা নাটকের রিভিউ
সুইট প্রবলেম বাংলা নাটকের রিভিউ
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
সুইট প্রবলেম নাটকটি নাম যতটা সুইট ঠিক তেমনি নাটকের কাহিনীগুলোও ছিল সুইট । নাটকের কাহিনীর সাথে নাটকের নামের সুন্দর সুন্দর মিল হয়েছে। ভালোবাসায় ঘেরা ছিল এই নাটকের সম্পূর্ণ কাহিনী। তবে তাদের মধ্যে প্রবলেম গুলো ছিল অনেক কিন্তু এ যেন কোনো বড় প্রবলেম নোই সব গুলোই হলো সুইট প্রবলেম। শুধু বর্তমান ভালোবাসাই নয় এই নাটকে উঠে এসেছে ত্রিশ বছর আগের ভালোবাসা। অসাধারণ এক কাহিনী নিয়ে দুজন প্রেমিক প্রেমিকার মিলন ঘটে এই নাটকে। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে নিজের মতো করে এই নাটকের পুরো ঘটনা রিভিউ করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | সুইট প্রবলেম |
---|---|
প্লাটফর্ম | ইউটিউব |
পরিচালক | মাহমুদুর রহমান হিমি |
অভিনয়ে | মুশফিক আর ফারহান, নাজনীন নিহা ও আরো অনেকেই। |
প্রকাশিত | ৭ জুলাই ২০২৩ |
সময় | ৫২:১৯ মিনিট |
নাটকের মূল কাহিনী শুরু |
---|
নাটকের শুরুতেই ব্রেকআপের কাহিনী। প্রেমিক ও প্রেমিকা বসে আছে খোলা আকাশের নিচে একটি গাছ তলায়। সেখানেই তাদের ব্রেকআপের কথাবার্তা চলছে। প্রেমিকা তার প্রেমিককে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তাদের কথা যেন বাসায় জানানো হয় কিন্তু সেই বিষয়ে ছেলেটির কোন মাথা ব্যাথায় নেই। তাই সে ব্রেকআপ করে সম্পর্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছে। ছেলেটির আরো একটি সমস্যা হল মেয়েটিকে সন্দেহ করা ও যে কোন বিষয় নিয়ে একটু চাপ সৃষ্টি করা। এটা হয়তো ভালোবাসারই একটি প্রতিফলন।
ব্রেকআপ করে চলে যাওয়ার পথে মেয়ের নাম্বারে একটি কল আসে। মেয়ের মামা কল করে কিন্তু ছেলেটি সেখানে তাকে সন্দেহ করে ভুল বুঝে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। আর এটাই হলো ছেলেটির স্বভাব যার কারণে মেয়েটি সম্পর্ক শেষ করতে চাচ্ছে এখানেই। এরপর সেখান থেকে দুজনেই থেকে চলে যায়। এরপরে ছেলেটি চলে যায় একটি মোবাইলে দোকানে যেখানে গিয়ে মেয়েটির সিম কার্ডটি তুলে ফেলে। এরপর মেয়ের সিম থেকে মেয়ের মামাকে ফোন করে আজেবাজে কথা বলতে শুরু করে। যখনই জানতে পারে এটা মেয়ের মামা ও তিনি ফোন করেছিল তখন কথা ঘুরিয়ে মামাকে বলে আমিতো তাকে বিয়ে করে ফেলেছি তার সাথে সংসার করছি এমন আরো অনেক কথা বলে।
এসব কথা যখন মেয়ের কানে যায় তখন মেয়ে বেশ রাগ করে ও অন্য আরেকটি সিম থেকে ছেলেকে ফোন দেয় ও বলে এখনই দেখা করতে। আর এসব কথা মেয়ের মামাকে কেন সে বলেছে এসব জানতে চায়। আর এদিকে ঘটে যায় অন্য আরেক ঘটনা। বাবার একাউন্ট থেকে ছেলে পনের লক্ষ টাকা নিয়ে মেয়ের পিছনে উড়িয়েছে এতদিন। এদিকে বাবা জুতো নিয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে পেটানোর জন্য। অবশেষে যখন বাসায় গেল তখন মা ছেলেকে বাবার হাত থেকে বাচাই ও মা বলে তোমার তো এখানে কোন টাকা নেই সবগুলো টাকায় আমার। এরপর বাবা ঠিক হয়ে যায়।
তারপর ছেলের বাবা ও মা একটা বুদ্ধি বের করে যে যদি এই মেয়ের সাথে তাদের ছেলের বিয়ের দেওয়া হয় তাহলেই সেই টাকা মেয়ের পিছনে খরচ করলেও আর কোন লস হবেনা তাই যেভাবেই হোক তাদের বিয়ে করিয়ে দেয়া দরকার। এই সিদ্ধান্ত নিয়েই ছেলের বাবাকে পাঠায় মেয়ের বাড়িতে।
ভালোবাসার মধ্যে সমস্যা থাকে তাই বলে যে এমন সমস্যা তৈরি হবে এটা কখনোই ভাবা যায় না। ছেলের বাবাকে মেয়ের বাসায় পাঠানো হয় আর সেখানে গিয়ে ঘটে আসল ঘটনা। মেয়ের মাকে দেখে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের বাবা। কারণ তারাই ছিল ত্রিশ বছর আগের প্রেমিক প্রেমিকা।
তাদের দুজনের মধ্যেও রয়েছে অনেক বড় ঘটনা। তারা গত ত্রিশ বছর ধরে একজন আরেক জনকে ভুল বুঝে এসেছে। কারণ সেই সময়ে তাদের দুজনের পালিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তখন কোন একটা ভুল বোঝাবুঝির কারণে দুজনের মিলটুকু হয়নি। ছেলের বাবা দাঁড়িয়ে ছিল সারা রাত এক জায়গায় আর মেয়ের মা দাঁড়িয়ে ছিল সারা রাত অন্য আরেক জায়গায়। একজন আরেকজনের সাথে দেখা না হলে ভোর হলে দুজন দুজনের বাড়িতে ফিরে যায়। আর একজন আরেকজনের উপর ভুল বুঝে রাগ করে থাকে এই ত্রিশ বছর। আর এই সব কিছু উন্মোচন হয় ত্রিশ বছর পর একসাথে হয়ে। এরপরেই তাদের ছেলেমেয়েদের বিয়ে দিতে সম্মতি দেই তাদের দুই পরিবার। আর এখানেই সুন্দর একটি মিলন হয়ে নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত |
---|
আমাদের সমাজের এমন অনেক ভালোবাসা রয়েছে যে ভালোবাসাগুলো কোন অন্যায় কিংবা দোষ না করেও অপরাধী। ভুল বুঝাবুঝির একপর্যায়ে গিয়ে বিচ্ছেদ্য ঘটে অসংখ্য ভালবাসা। এই নাটকের মতই বাস্তব জীবনেও মানুষের মধ্যে অনেক ভালোবাসার ভুল বোঝাবুঝি হয়ে আছে আজো। যদি তাদেরকে সামনাসামনি রেখে সেই সময়ের কাহিনী গুলো বলা হয় তাহলে হয়তো অনেক ভালোবাসার মধ্যেই ভুল বুঝাবুঝি গুলো ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ থেকে ত্রিশ বছর আগের সেই ভুল বোঝাবুঝি গুলো এখন ঠিক হলেও যেন কোন লাভ নেই, কারণ সময় কখনো থেমে থাকে না। মানুষের জীবনও কখনো থেমে থাকে না। সময়ের গতিতেই জীবন যেন চলে যায়। সুইট প্রবলেম নাটকের মধ্যে প্রবলেম গুলো ছিল সুইট আর শেষ দিকের দুজনের মিলনটাও যেন হয় খুবই সুইট। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই নাটকটি। বিশেষ করে ভালো লাগে তাদের বাবা মা এদের ত্রিশ বছর পুরনো প্রেমের কাহিনী ভুল বুঝাবুঝির সত্য ঘটনা উদঘাটন হয়। আপনারা চাইলে নিচে আমার দেয়া লিংক থেকে নাটকটি দেখে নিতে পারেন।
নাটকটির ইউটিউব লিংক |
---|
নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার খুব ইচ্ছে হচ্ছে।এমনিতে মুশফিকএর অভিনয় বেশ ভালো লাগে আমার।আশাকরি সময় করে দেখে নেবো।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।