একা একাই জীবনের পথ চলতে শেখা

in আমার বাংলা ব্লগ11 months ago

একা একাই জীবনের পথ চলতে শেখা

image.png

image source

জীবনে কখনো কখনো একা পথ চলা শিখতে হয়, কারণ সবসময় আপনার পাশে আপনার আপন মানুষ গুলোকে সাথে নাও পেতে পারেন। তাই আমি মনে করি নিজেকে যে কোন সময়, যে কোন মুহূর্তে, যে কোন জায়গায় নিজের বিপদের সময়ে আপন মানুষ গুলোর আশা করে না পেলেও যাতে হেরে যেতে না হয়, নিজের সব কিছু শেষ করে দিতে না হয় , নিজের মনের মধ্যে অনেক বেশি দুঃখ না পাই তাই নিজেকে সেই ভাবেই প্রস্তুতি নিয়ে রাখা। সে সময়ে অনেকের প্রয়োজন হতে পারে। বিপদের আগে আপনাকে আপনার আশেপাশে থাকা অনেক মানুষ আপনাকে বলবে তোমার যেকোনো সমস্যা কিংবা যেকোনো দুঃখ থাকলে আমাকে বলতে পারো কিংবা আমার সাথে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করবো চেষ্টা করবো তোমার জন্য কিছু করার। সত্যি তখন হয়তো আমরা অনেক ভরসা পাই কিংবা সেই মানুষটার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যায়। কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার পর কি আসলেই সেই মানুষটাকে আমরা খুঁজে পাই !! কিংবা নিজের সব সমস্যার কথা আমরা সেই মানুষটাকে খুলে বলতে পারি? না পারি না, কারণ সবাই এক রকম স্বার্থপর।

সেই সময়ে তার মনের মধ্যে সবার আগে একটা প্রশ্ন জেগে উঠবে যে আমি কেনইবা তার উপকার করতে যাবো কিংবা আমি তাকে তার বিপদ থেকে উদ্ধার করে আমার কি লাভ? আর একটা বড় বিষয় হলো আপনি নিজে যেমন ধরণের মানুষ আপনি হয়তো অন্য কাওকে আপনার নিজের মতো করেই ভাববেন। আপনি যেমনটা চিন্তা করেন ঠিক তেমনটাই হয়তো আপনি অন্য কাওকে নিয়ে চিন্তা করবেন। কিন্তু আসলেই কি আপনার মতো করে অন্য কেউ ভাবে সেটা নিয়ে আমরা অনেকেই ভাবি না। আপনি হয়তো পরোপকারী , আপনি হয়তো মনে মনে সৎ চিন্তা করতে পারেন যে সে বিপদে পড়লে আমি থাকে সাহায্য করবো কিন্তু সেকি আপনার মতো করে ভাবে। আর নিজে যখন বিপদে পড়বেন ঠিক তখনি আপনি আপনার আপন মানুষ কিংবা কাছের মানুষ সবাইকে খুব ভালো করেই চিনতে পারবেন।

বিপদের সম্মুখীন না হওয়া পর্যন্ত কাছের মানুষ কিংবা আপন মানুষগুলাকে চেনা যায়না। যখনি আপনি নিজের কোনো সমস্যা কিংবা কোনো বিপদের সম্মুখীন হবেন তখনি তাদের কারো কারো আসল চেহেরা আপনার সামনে ভেসে উঠবে। কখনো কখনো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবেনা আবার কখনো আপনার সমস্যা থেকে তাদের সমস্যা তৈরি হয়ে যায় আরো অনেক বড় করে। আর আমরা বিপদের সম্মুখীন হয়ে যখন তাদের কাছে এমন কিছু আচরণ দেখতে পাই কিংবা এমন কিছু কথা শুনবে পাই ঠিক তখনি মনে হয় এতদিন আপনি যা ভেবেছেন কিংবা আপনি যা চিন্তা করেছেন তা সবকিছুই ভুল ছিল। কারণ সবাই হয়তো আপনার মতো না কিংবা আপনার মতো করে ভাবে না।

আর এই জন্যই নিজের বিপদের সময় ও একাকীত্ব সময় গুলোকে নিজের মতো করে উপভোগ করার জন্য হলেও নিজেকে একা থাকা ও একা পথ চলা শিখতে হবে। এটা অনেক বড় একটা শিক্ষা হতে পারে আমার আপনার জীবনের। প্রতিটা মানুষ তার জীবনে এসব সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এভাবে কারো আশা করে যখন বিপদের সময়ে কাওকে তার কাছে না পাই ঠিক তখন নিজেকে অনেক বেশি একা একা লাগে ও অনেক বেশি কষ্ট অনুভব হয় যা কাওকে বলা কিংবা বুঝানো সম্ভব না। সে সময়টাতে কেউ কষ্ট পাই আপন মানুষ থেকে আবার কেউ ভালোবাসার মানুষের কাছ থেকে। কেউ প্রিয় বন্ধুদের কাছ থেকে আবার কেউ আত্মীস্বজন থেকে। তাই নিজেকে সবসময় সেই ভাবেই প্রস্তুতি করে রাখা যাতে করে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারি অন্যের উপর নির্ভর না হয়ে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

বিপদে বন্ধুর পরিচয় কথাটা সবসময় প্রযোজ্য নাও হতে পারে। আপনার সুলিখিত একা একাই পথ চলতে শিখো আর্টিকেলে আপনি সুন্দর ভাবে তুলে ধরেছেন,আত্মবিশ্বাসী=আত্মপ্রত্যয়ি হওয়ার। যেন নিজের সমস্যা বা বিপদ নিজেকাটিয়ে উঠতে পারি। যা বর্তমান সমাজ বাস্তবতায় একান্ত জরুরি।কারণ আগের মত বন্ধন ও বন্ধুত্বের দৃঢ়তা নেই। ঠিকই বলেছেন আপু সবাই স্বার্থ খোজে। অসাধারণ একটি আর্টিকেল আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপু খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। পড়ে খুব ভালো লাগলো। এটা সত্যি ই বলেছেন,একা একা জীবনের পথ চলতে শেখা।মানুষের জীবনে এমন এমন সময় আসে যখন পাশে অনেক মানুষ থেকেও যেনো কেউ পাশে নেই।তাই এমন দিনকে কিভাবে ওভারকাম করা যায় তাইতো নিজেকে আত্নবিশ্বাসী করে নিজের কাজগুলো করার নিজের মধ্যে শক্তি বৃদ্ধি করা অনেক জরুরী। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন আপু, আমাদের সবার উচিত একা একাই জীবনের পথ চলতে শেখা। কারণ এই যুগে বেশিরভাগ মানুষ খুব বেশি স্বার্থপর। হয়তোবা আমাদের ভালো সময় আমাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে। তবে খারাপ সময় আসার পর কাউকে আর খুঁজে পাওয়া যায় না। তাই পরের উপর নির্ভরশীল না হয়ে, আমাদের সবার উচিত আত্মনির্ভরশীল হওয়া। আপনার পোস্ট পড়ে '' যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে'' গানের কথা মনে পড়ে গেল। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহ্ অনেক সুন্দর একটি পোস্ট তো। একা একা পথ চলতে শেখা। তাতো অবশ্যই। আমরা যদি একা একা পথ চলতে না শিখি তাহলে তো বিপদের সময় পথ হারিয়ে ফেলবো। কারণ বিপদের সময় কেউ আর পাশে থাকে না। কাউকে আর খুঁজে পাওয়া যায় না। হাত ধরার মতো কেউ আর পাশে হাটে না। তাই তো নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে নিজেকে একা একা পথ চলতে শিখতে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি টপিক্স নিয়ে আলোচনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64143.01
ETH 3154.83
USDT 1.00
SBD 3.86