স্বরচিত কবিতা - কাগজের টাকা !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি !!

20221010_195434.jpg

মজা করে টাকা নিয়ে কিছু লিখতে গিয়ে এই কবিতাটি লেখা হয়ে গেলো। আমি নিজেও বুঝতে পারিনি এই কবিতাটি টাকার সাথে এত সুন্দর ভাবে মিলে যাবে। সত্যি টাকা ছাড়া দুনিয়াতে কেউ ভালো ভাবে চলতে পারে না। আর টাকা দিয়ে মানুষের জীবনকে খুব সহজেই বদলাতে পারছে আর এই জন্যই মানুষ সবসময় টাকার পিছনেই ছুটছে। টাকা ছাড়া অনেকেই ভালোভাবে জীবন চালাতে পারেনা আবার অপরদিকে এই টাকা দিয়েই অনেকে তাদের জীবনের রং ঢং আর ফুর্তি করে বেড়াচ্ছে। এটাই বাস্তবতা হয়তো আমাদেরও অনেক বেশি টাকা থাকলে ভাবেই ফুর্তি করে টাকা নষ্ট করলাম।

টাকা অনেক রঙের হয়ে থাকে আর এই রঙিন কাগজের টাকা মানুষের মনের রংও বদলে দিতে পারে খুব সহজেই। টাকা ছাড়া যেমন কেউ সুখী না আবার অনেকেই এই টাকার কারণে আর টাকার টেনশনে সুখী না। টাকা ছাড়া কেউ কিছু বুঝেনা এই পৃতিবীতে আবার এই টাকার কাছে বিক্রি হচ্ছে শত মানুষের বিবেক। ভালো কাজ কিংবা খারাপ কাজ, দান করা কিংবা খুন করা ,সুখের সাথে কিংবা দুঃখের সাথে সবকিছুর সাথেই জড়িয়ে আছে এই কাগজের টাকা।

আজকে আমি এই কাগজের টাকাকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছি সম্পূন নিজের মতো করে। আমি চেষ্টা করেছি কবিতার লাইন গুলোকে সুন্দর ভাবে সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার। আমি আশাকরি আপনাদের কাছে আমার লেখা কাগজের কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন পড়ে দেখি...........

কাগজের টাকা

তুমি নরম-তুমি দেখতে চরম,
তুমি শক্ত বেশির ভাগ মানুষ
তোমার ভক্ত।

তুমি গোলাপি, তুমি লাল
তোমার রঙের স্টাইলে
মানুষ উত্তাল।

তুমি নিয়ে যাও আমায়
দূর বহুদূর
করে যুদ্ধ সংগ্রাম
তোমাকে আমার সঙ্গে নিয়ে পায় যে শান্তি আরাম।

তোমায় ছাড়া অচল মানুষের দিন
শুরু থেকে শেষ,
তোমায় ছাড়া দামি মানুষের
মানসম্মান হয় নিঃশেষ।

তোমার মুল্য অনেক বেশি
কাজে দামে সবদিকে,
কিন্তু তবুও নিকৃষ্ট জায়গায় তোমায়
সবাই খোঁজে হারায় দিশে।

তুমি যেথায় যেমন তেমনি থাকো
নেইকো তোমার অহংকার,
তবে তোমায় নিয়ে মানুষ
করে রং ঢংগের বাহার।

তোমার সম্মান কেউ খুঁজে না
কিন্তু তুমি খুঁজ সবার মান,
ঝগড়া ঝামেলা সবকিছুতেই
তোমার নাম থাকে অম্লান।

চলতে হবে এভাবেই তোমায়
যুগের পর যুগ ধরে,
শুরু থেকেই যে হারিয়েছ তুমি
জীবনের আনন্দ শান্তি, সুখ দূরে।

সমাপ্ত

image source

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

তুমি গোলাপি, তুমি লাল
তোমার রঙের স্টাইলে
মানুষ উত্তাল।

হুম মানুষ নাকি চেষ্টায় সব পারে, আর কবিতাতো খুবই ছোট একটা বিষয়, চেষ্টায় সেটাও আয়ত্বে চলে আসবে। ভালই লিখেছেন তবে উপরের লাইনগুলো পড়ে বেশ হাসি পেয়েছিলো আমার। ধন্যবাদ

 2 years ago 

সত্যি মানুষের চেষ্টাই পারে না এমন কিছু নেই। আমিও আমার চেষ্টা থেকে আর আপনাদের লেখা সুন্দর সুন্দর কবিতা পড়ে আমার ছোট ছোট করে লেখা কবিতার কিছু লাইন শেয়ার করি।

 2 years ago 

দুনিয়ার একমাত্র সুপারপাওয়ার কে নিয়ে কবিতাটা ভালোই লাগল।

 2 years ago (edited)

টাকা নিয়ে লিখতে গিয়ে বেশ মজার কবিতা লিখেছেন আপু। কবিতাটি অসাধারণ হয়েছে আপু।বাস্তবের সাথে মিল রেখে কবিতাটি লিখেছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর কাগজের টাকা নিয়ে ভিন্নধর্মী একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

মজা করে কবিতাটি লিখলেও কবিতার প্রতিটি লাইন আমাদের বাস্তবের সাথে মিলে যায়। এই টাকা ছাড়া যেন সবকিছুই অচল। এই টাকা ছাড়া কেউ সুখী হতে পারে না। কবিতার লাইনগুলো খুবই ভালো লেগেছে। টাকার নিজস্ব অহংকার নেই কিন্তু এই টাকা নিয়েই সবাই অহংকার করে। ধন্যবাদ আপু বাস্তবমুখী একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

এই নরম গরম, লাল-সবুজ আয়তাকার বস্তু টিই এখন সারমর্ম। এটার জন্য আপন পর হয়ে যায়। বন্ধু শত্রু হয়ে যায়। দেশে দেশে যুদ্ধ হয় আবার অসুস্থ মানুষ সুস্থ হয়। এটাই সব।

 2 years ago 

টাকা ছাড়া কেউ কিছু বুঝেনা এই পৃতিবীতে আবার এই টাকার কাছে বিক্রি হচ্ছে শত মানুষের বিবেক।

ঠিক কথা লিখেছ টাকার জন্য আজকে পৃথিবীতে যত খারাপ কাজ হচ্ছে সবই টাকার জন্য।টাকা থাকলে সুখী আবার টাকা না থাকলেও দুঃখী সুন্দর করে লিখেছে এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে।

তোমায় ছাড়া অচল মানুষের দিন
শুরু থেকে শেষ,
তোমায় ছাড়া দামি মানুষের
মানসম্মান হয় নিঃশেষ।

তোমার লেখা কবিতাটা আমি দুইবার পড়েছি, আসলে এই কবিতার মধ্যে টাকার মূল্যটা কতখানি তা ফুটিয়ে তুলেছ কবিতার এই অংশটি খুব ভাল লেগেছে।ধন্যবাদ তোমাকে 🥰🥰

 2 years ago 
আসলে টাকার মূল অনেক ৷ জীবনে টাকার গুরুত্ব অনেক ৷ টাকা থাকলে জীবনকে নানান ভাবে সাজানো যায় ৷ টাকা থাকলে জীবনকে উপভোগ কর যায় ৷ সব কিছুতেই টাকা ৷ তাই তো মানুষ টাকার পিছনে ছুটে কেবল ৷ ''কাগজের টাকা" কবিতাটি সত্যিই অসাধারণ লিখেছেন ৷ আপনার লেখা এই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ৷ অনেক সুন্দর ভাবে গিছুয়ে লিখেছেন কবিতার লাইন গুলো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
 2 years ago 

তোমায় ছাড়া অচল মানুষের দিন
শুরু থেকে শেষ,
তোমায় ছাড়া দামি মানুষের
মানসম্মান হয় নিঃশেষ।

আসলে আপু টাকা নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি একদম বাস্তব কবিতার মধ্যে বাস্তবতা রয়েছে। এই লাইনগুলো ছিল অসাধারণ। আসলে টাকা ছাড়া দামি মানুষগুলো নিঃশেষ হয়ে যায় এবং টাকা ছাড়া যেন অচল হয়ে যায়। খুবই ভালো লাগলো কবিতাটি।

 2 years ago 

কাগজের টাকা কবিতা অসাধারণ লিখেছেন আপু। এই টাকা ছাড়া বর্তমানে জীবন অচল। টাকার পিছনে ছুটছি আমরা সবাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65