পাপ দুই অক্ষরের ছোট্ট একটা শব্দ

in আমার বাংলা ব্লগ6 months ago

পাপ দুই অক্ষরের ছোট্ট একটা শব্দ

heaven-3335585_1280.jpg

image source

পাপ দুই অক্ষরের ছোট্ট একটা শব্দ, তবে শব্দটি ছোট্ট হলেও খুবই ভয়ংকর। পাপের ভার অনেক। কথায় আছে পাপ বাপকেও ছারে না। মানুষের কিছু পাপের শাস্তি হয়ে থাকে মৃত্যুর পর, আবার কিছু শাস্তি হয়ে থাকে এই দুনিয়াতেই। তবে পরকালের শাস্তির কাছে দুনিয়ার সবথেকে কঠিন শাস্তিটাও যেন কিছুই না। মানুষের পাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন সেই পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় আবার পরকালেও ভোগ করতে হয়। আমরা সারাদিন কয়টা ভালো কাজ করছি কিংবা কয়টা মহৎ কাজ করছি আমাদের জানা থাকলেও এর থেকে কতটা সওয়াব কামাতে পারছি সেটা হয়তো আমাদের জানা নেই। কারণ যা কিছু করছি তা সঠিক ভাবে করছি কিনা কিংবা মন থেকে করছি কিনা সেটা নিয়েও অনেক প্রশ্ন থেকে থাকে, তবে সারাদিন কি কি পাপ করেছি, কি কি অন্যায় কাজ করেছি এবং কয়টা মিথ্যা কথা বলেছি সেটার যে কতটুকু পাপ আমরা করেছি সেটা নিঃস্বন্দেহে বলে দিতে পারব।

বর্তমান সময় আমরা অনেকেই মানুষের উপকার করে থাকি, দান করে থাকি, বিপদে পাশে থাকার চেষ্টা করি, খাবার দিয়ে থাকি তবে এগুলো আসলে কোনোটায় আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য না। এগুলো করি শুধু মানুষকে দেখানোর জন্য, নিজের সম্মানের জন্য ও নিজের পরিচিতি বাড়ানোর জন্য। সৃষ্টিকর্তা কখনো আমাদের এই ভাবে কাউকে দান করতে, উপকার করতে কিংবা খাবার দিতে বলেননি। এই সবগুলো নিঃস্বন্দেহে অনেক মহৎ ও ভালো মানুষের কাজ তবে কাজ গুলো করতে হবে এমন ভাবে যেন শুধু মাত্র আমি আমার রবকে খুশি করার জন্য করছি। এখানে না জড়িত থাকবে নিজের সম্মান, নিজের পরিচিতি।

একটা মানুষ তার জীবনে যা উপার্জন করে সেই উপার্জিত অর্থ সে কখনোই পুরোপুরি ভাবে ভোগ করতে পারে না। এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে সেই অর্থ উপার্জন করতে গিয়ে যে অন্যায় করতে হয়, যে মিথ্যা বলতে হয়, যে চুরি করতে হয়, আর এতে যে পাপ হয় সেই পাপের শাস্তি নিঃস্বদেহে ভোগ করতে হবে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তাহলে ভেবে দেখুন এই পাপের অর্থ আপনি কেন কামাই করছেন? কাকে দিয়ে যাবেন ভোগ করার জন্য ? কার জন্য এত কষ্ট করছেন ? কার জন্য এত মিথ্যা বলছেন ? কার জন্য এত চুরি করছেন ? কার জন্য ঘোষ খাচ্ছেন ? আপনি কি এই প্রশ্ন গুলোর জবাব দিতে পারবেন ? হয়তো হ্যা , আবার হয়তো না।

বাস্তবতা সত্যি অনেক কঠিন। তবে এই কঠিন পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা চাইলেও দুনিয়ার পিছনে এত সময় নষ্ট না করে পরকালের জন্য কিছুটা সময় বরাদ্দ করার। চাইলে বাস্তবতাকে ও বাস্তব জীবনকে হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকে নিজেকে বের করে আনার ও জীবনকে আরো সহজ করে তোলার।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 months ago 

সত্যি আপু বাস্তবতা অনেক কঠিন। অনেক সময় হয়তো মিথ্যে দিয়ে অনেক অর্থ উপার্জন করা যায়। কিন্তু সেই অর্থ কখনো ভোগ করা যায় না। আপু আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভালো লেগেছে। দারুন লিখেছেন আপনি।

 6 months ago (edited)

সত্যি আপু পাপ কিন্তু দুটো মাত্র অক্ষর। কিন্তু এর বিশালতা কিন্তু অনেক। আমরা যদি দুনিয়ার লোভে না পড়ে থেকে আখেরাতে কথাগুলো চিন্তা করি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 6 months ago 

আসলেই আপু পাপ বাপকে ও ছাড়ে না। পাপ শব্দটি একেবারে ছোট্ট হলেও,এর অর্থ ব্যাপক। পাপের শাস্তি অবশ্যই সবাইকে পেতে হবে। সেটা ইহকালে হোক কিংবা পরকালেই হোক না কেনো। জীবনে মানুষের এতো অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই। কারণ সবকিছুই রেখে যেতে হবে অন্ধকার কবরে। সুতরাং হালাল পথে উপার্জন করা উচিত সবার। হালাল পথের উপার্জনে বরকত আছে। পাশাপাশি পরকালের জন্য আমল করা উচিত। কারণ পরকালে শুধু আমল কাজে লাগবে, টাকা পয়সা কোনো কাজেই লাগবে না। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপু খুব সুন্দর টপিক আলোচনা করেছেন। পাপ কথাটি দুটি অক্ষরের হলেও এর গভীরতা অনেক ভয়ংকর। পাপের শাস্তি অনেকেই দুনিয়াতে ভোগ করে যায়। পাপ কখনও ধামাচাপা দিয়ে রাখা যায় না আর পাপ বাপকেও ছাড়ে না। আমরা অনেক সময় জানি এই কাজ করলে পাপ হবে তারপরও দুনিয়ার সুখের জন্য সেই পথেই পা বাড়াই। বর্তমানে যদি বলি গরীব কে সাহায্য করে আমরা নেক কামাই করছি তাহলে সত্যিই ভুল হবে। কারণ কেউ মন থেকে সাহায্য করে না, লোক দেখানো সাহায্য করে আর সবচেয়ে বড় ব্যাপার সেলফি তুলে পোস্ট করার জন্য। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর বিষয় আলোচনা করার জন্য।

 6 months ago 

আমাদের মন পাপ অবশ্যই জানে আমি কি পাপ করলাম কার সাথে অন্যায় কাজের ফলে পাপ করেছি তা আমরা জানি।তবুও জেনে শুনেও আমরা পাপের পথে পা বাড়াই।পরিবার পরিজনকে সুখী করতে গিয়ে ঘুস খেয়ে কিংবা খারাপ পথে রোজগার করে থাকি।কিন্তুুু এই পাপের বোঝা একাকেই টানতে হবে নিশ্চিত। পাপের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে ইহকালে বা পরকালে। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

দুই অক্ষরের পাপ শব্দটি ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক।এই দুনিয়ায় আমরা ক্ষনস্থায়ী।এই ছোট জীবনের জন্য আমরা পাপ না করি।পাপ থেকে নিজেদেরকে বিরত রেখে ভবিষ্যতের জন্য নিজেদেকে তৈরি করি। তবেই মঙ্গল নিহিত।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.027
BTC 64187.97
ETH 3476.17
USDT 1.00
SBD 2.49