বাসায় তৈরি আমার পছন্দের আরেকটি চকলেট কেক !! @shy-fox 10% beneficiary
হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।
কেকের মধ্যে চকলেট ফ্লেভারের কেক আমার সবচেয়ে বেশি পছন্দের। তাই আমি বেশির ভাগ সময় চকলেট ফ্লেভারের কেক বাসায় তৈরি করি। আমার বাসার সকলেই এই ফ্লেভারটি বেশি পছন্দ করে। তবুও আমি চেষ্টা করি মাঝে মাঝে অন্য ফ্লেভার দিয়ে কেক তৈরি করার। আমি একেক সময় একেক ভাবে একেক ফ্লেভারে কেক তৈরি করি। আমার কাছে বাসায় এই খাবার গুলো তৈরি করতে বেশ ভালো লাগে। এর মধ্যেও রয়েছে বেশ আনন্দ ও ভালো লাগা। নিজে থেকে কিছু করতে পারা এটা সত্যি অনেক আনন্দের আমি মনে করি।
এর আগেও আমি কয়েকটি কেক তৈরি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি আরেকটু ভিন্ন ভাবে আরো সুন্দর উপায়ে চকলেট কেক তৈরি আপনাদের সাথে শেয়ার করবো। এটি অনেকেই পারে না। তবে আমি মনে করি ইচ্ছা করলেই সবকিছু পারা যাই। আমি খুব সুন্দর ভাবে অনেক সহজ ভাবে ছবির মাধ্যমে প্রতিটি ধাপ দেখিয়ে দিয়েছি ও স্পষ্ট ভাবে ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই কেক তৈরি করার পদ্দতি বুঝতে পারবেন ও এই পোস্ট দেখে শিখে নিতে পারেন। খুব সহজেই বেশ কয়েকটি উপকরণ নিয়ে বাসায় তৈরি করতে পারেন পছন্দের চকলেট ফ্লেভার কেক। তাহলে চলুন শুরু করা যাক .......
আশা করি আপনাদের কাছে আমার আজকের চকলেট কেক তৈরি করাটা পছন্দ হবে। সবাইকে অনেক ধন্যবাদ।
আহা!😋😋
এতো মজার আর লোভনীয় খাবার দেখলে কি নিজেকে সামলানো যায় বলেন তো!
চকোলেট কেক দেখলে তো আমার মাথা আরও কাজ করে না
এখন আমাকেও এর ভাগ দিতে হবে 😜
চলে আসেন😁 অনেক ধন্যবাদ ভাইয়া।
🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️😁😁😁😁
আপু গো আমি তো কেক দেখেই পাগল হয়ে গেলাম।
চকলেট সিরাপ দেওয়ার পর কেক কে মনে হচ্ছে অমৃত।
এতো টানছে আমাকে কেক টা। ইচ্ছে করছে গিয়ে এই পিস খেয়ে নি। 😜
হাহা, আপু এখন ও ঘরে আছে, ঠিকানা দিয়ে দিচ্ছি চলে আসেন। 😁
ওয়াও ওয়াও চকলেট কেক আমার খুবই পছন্দের। তুমি খুব সুন্দর ভাবে চকলেটকে একটি ঘরে তৈরি করেছো।দেখে জিভে জল এসে যাচ্ছে। তবে বাইরে থেকে ঘরে তৈরি করা কেকের স্বাদটা একটু আলাদা হয় এবং স্বাস্থ্যকর এটা মানতে হবে।আর তুমি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে আমাদের মাঝে। ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপু।
কেক আমার অনেক পছন্দ। তারপর যদি হয় চকলেট কেক তাহলে তো আর কোন কথাই নেই। আপনার পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। কেননা আমি একজন চকলেট কেক লাভার। আপনাকে অনেক ধন্যবাদ।
সবাই এই কেক পছন্দ করে সেটা জানি। অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা 💚
আপনার রেসিপি গুলো দেখলেই আমার বড় আপুর কথা মনে পড়ে। আমার বড় আপু প্রতিদিন আপনার মত অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। এই কেকটি ও আমার বড় আপু অনেক সুন্দর করে তৈরি করে, একদম আপনার মত করেই।
সত্যি ভাইয়া যারা রান্না পারে তাদের কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করতে ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেছেন। চকলেটটি খেতে খুবই সুস্বাদু হবে।যা আপনার রেসিপি দেখে বুঝতে পারছি। শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
চকলেট কেক না অন্য কিছু, আমি তো ভাবছি পুড়ে গেছে বিধায় চকলেট কেক বলে চালিয়ে দিয়েছেন, হি হি হি
চকলেট কেক খুব একটা খাই না, তবে মেয়েরা বেশী পছন্দ করে এইডা জানি। আবার প্রশ্ন কইরেন না কিভাবে জানি, হি হি হি।
হাহা,ভাইয়া আপনার কথা শুনলে হাসি আটকানো যাইনা। 😁😁, এতো কষ্ট করে আমি চকলেট কেক তৈরি করলাম, আর বলেন পুরে গেছে।
হা, সত্যি কথা মেয়েরা পছন্দ করে অনেক।হাহা😁😁।
অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে আমার পোস্টে মন্তব্য করার জন্য।
আপু কেকটা দেখেই খেতে মন চাচ্ছে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে, তার মানে খেতেও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা চকলেট কেক বানার ধাপ শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
চকলেট কেক আমার খুবই পছন্দের। আপনি খুব সুন্দর ভাবে চকলেট কেক ঘরোয়া পরিবেশে তৈরি করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু!!!দেখেই খেতে ইচ্ছে করছে। কালার টা এক কথায় অসাধারণ লাগছে। আপনার হাতে অনেক রকমের জাদু আছে। আপনার দ্বারাই সব সম্ভব। শুভকামনা রইল আপু।
হা রঙ টা যেমন, তেমন মজা ও লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া।