স্বরচিত কবিতা - ভালোবাসার প্রশ্ন
ভালোবাসার মানুষের কাছে প্রশ্ন থাকতেই পারে, আমাদের কখনো এই প্রশ্ন কখনো ওই প্রশ্ন, কত হাজার প্রশ্ন উকি দেয় আমাদের মনে কিন্তু কখনো কি তার উত্তর খুঁজতে গিয়েছি না খুঁজে পেয়েছি।
হয়তো কয়েকজন খুঁজে পেয়েছি কিন্তু সেটা হতে পারে শুধু মুখে মুখে অন্তরের কথা আমরা কেউ কি জানি!! সত্যি কথা বলতে অন্তরের কথাগুলো তখনই প্রকাশ পায় যখন আমরা মন থেকে চিন্তা ভাবনা করে মনের মানুষকে নিয়ে কিছু লিখতে বসি।
ভালোবাসার মুহূর্ত গুলো ভাবতে ভাবতে মনের অজান্তেই সুন্দর কিছু লাইন মুখে চলে আসে, তবে এটা কিন্তু জোর করে নয় পুরোটাই মন থেকে আসা ভালোবাসা। যাইহোক,আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার প্রশ্ন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
ভালোবাসার প্রশ্ন |
---|
তোমায় ভালোবাসি কতটুকু,
বলবো আমি দুহাত বাড়ালে
জায়গা হবে যতটুকু।
তোমায় চাই কতটা কাছে,
আমি বলব বুকের বা পাশে হাত রাখো
উত্তর তোমার কাছেই আছে।
ভালোবেসে তোমায় কি দিতে চায়,
বলবো আমি সারা জীবন থাকবো পাশে
ভালোবেসে বুকে দিও ঠাই।
তোমায় হারালে কি কষ্ট পাবো?
বলবো আমি দু-চোখের পাতায়
তোমায় না দেখলে মরেই যাবো।
তোমায় ভালোবেসে পেয়েছি কি?
বলবো আমি মায়াভরা ভালোবাসায় ঘেরা
স্নিগ্ধ দুটি আঁখি ।
বুঝেছ কি কখনো আমার মন?
বলবো তোমায় প্রবল আবেগে
সত্যি বলছি তোমায় ভাবি সারাক্ষণ।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আসলেই আপু ভালোবাসার মানুষকে নিয়ে ভাবলে এবং ভালোবাসার মানুষের সাথে কাটানো মূহুর্ত গুলো নিয়ে ভাবলে, মনের অজান্তেই কবিতার লাইন চলে আসে। যাইহোক ভালোবাসার মানুষকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। সম্পূর্ণ কবিতার মধ্যে ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবিতাটি পড়ে আসলেই খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাকে কতটুকু ভালোবাসো। সত্যি বলতে এই কথাটার কোনো সঠিক জবাব হয় না। ভালোবাসাকে যদি সমুদ্রের গভীরতার মতো পরিমাপ করা যেত তাহলে কিন্তু বলা যেত। কেন ভালোবাসি এই প্রশ্নটার জবাবও দেওয়া যায় না। কারণ ভালোবাসার কোন কারণ ঠিক থাকে না। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। সত্যি বলতে এককথায় অসাধারণ লিখেছেন। বেশ চমৎকার লাগল।
আপু আপনার কবিতা গুলো আমার সব সময় ভালো লাগে। আর আমি আপনার ম্যাক্সিমাম কবিতাই পড়ি এবং চেষ্টা করি প্রতি সপ্তাহে কবিতা শেয়ার করতে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
ভালোবাসার প্রশ্ন নামকরনে খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন আপু। খুব ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য।
ভালোবাসার প্রশ্ন নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন।কবিতার লাইন গুলো জাস্ট অসাধারণ হয়েছে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আর আমি চেষ্টা করি আপনার কবিতাগুলো পড়ার জন্য। আপনার কবিতাগুলো আমার কাছে ব্যতিক্রম লাগে এবং অন্যরকম আকর্ষণীয় মনে হয়।আজকের কবিতাটিও
ভালো লাগলো ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।