অলস মস্তিষ্ক শয়তানের কারখানা

in আমার বাংলা ব্লগ9 months ago

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা

image.png

image source

অলসতা এমন একটা জিনিস যা আপনার আমার জীবনকে করতে পারে ধ্বংস। আর এই অলসতা তৈরি হয় আপনার অবসর থাকা সময় গুলো থেকে। একজন মানুষ যখন ছয় ঘন্টা কাজ করার পর এক ঘন্টা অবসর থাকে কিংবা তিন ঘন্টা কাজ করার পর আধা ঘন্টা অবসর থাকে সেটাকে বলে বিশ্রাম অথবা কিছুটা আরাম দায়ক সময়। কিন্তু এই সময়টা যখন একটা মানুষের জীবনে বাড়তে থাকে ও তার কাজ কমতে থাকে এর মধ্যে দিয়েই তৈরি হতে থাকে অলসতার একটা ধাপ।

ধীরে ধীরে যখন একটা মানুষের কাজের থেকে অবসর সময় কিংবা ফ্রি সময় বেশি হয়ে যায় তখন সেই মানুষটার মনে হয় যতটুকু কাজ এই করছে সেটাই অনেক বেশি। আর এই মনমানুষিকতা থেকে তার কষ্ট বাড়তে থাকে কাজের প্রতি ও যে কাজেই করুকনা কেন সেই কাজের মধ্যে থাকেনা কোনো আগ্রহ কিংবা ভালোলাগা। আর এখান থেকে শুরু হতে থাকে জীবন ধ্বংসের একটা অংশ ও মানুষিক অশান্তি।

আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যা একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন আমরা আমাদের আগ্রহ ও ভালোবাসা দিয়ে যখন একটা কাজ সম্পূর্ণ করি তখন আমাদের সফলতার চাবিকাঠিটি আমাদের হাতে আসে আর এতে করে নিজের মন ও মনমানুষিকতার উন্নতি ঘটে। ভালথাকে পরিবার ও ভালথাকে পরিবেশ। আর এর মধ্যে যখন অলসতার বসবাস শুরু হয় তখন আপনি কিংবা আমি ঘুমিয়ে ঘুমিয়ে সাফল্যের চাবিকাঠিটির স্বপ্ন দেখা ছাড়া বাস্তবে কখনো তা পূরণ করা সম্ভব নোই।

অলসতা শয়তানের কারখানা, কথাটা কেন বলা হয় হয়তো সবাই কম বেশি জানেন। কারণ একটা মানুষের মাথায় খারাপ কাজ কিংবা অশ্লীল কাজের অনুভূতি প্রকাশ হয় ঠিক তখন যখন সে অলসতামই অবসর সময় কাটিয়ে থাকে। তখন মাথায় এমন এমন কিছু বিষয় ঘুরপাক খাই যা সে অন্য ব্যাস্ততম সময় কখনোই ভাববেনা কিংবা মাথায়ও আসবে না।

আমাদের অবসর সময় গুলোকে আমরা অলসতায় পরিপূর্ণ না করে ভালো কিছু করতে পারি নিজের ইচ্ছাশক্তি দিয়ে। যেমন নিজেকে নিয়ে কিছুটা ভাবা, নিজেকে নিজের মতো করে সময় দেয়া। সেই সময়তা নিজের ক্রিয়েটিভিটির প্রকাশ করা ও ভালো কিছু কাজের উদ্ধেগ নেয়া। মানুষকে সাহায্য করা ও অন্যের কাজে সহযোগিতা করা। এতে করে আমাদের অবসর সময় গুলো ভালো কোনো কাজের মাধ্যমে অতিবাহিত হবে এতে ভালো থাকবে মন, ভালো থাকবে পরিবার ও পরিবেশ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু অলসতা শয়তানের কারখানা। দীর্ঘ এক মাস যাবত কাজের প্রতি তেমন একটা মনোযোগ দিতেই পারছি না। যেটা নিজের অলসতার কারণে সময়ের কাজ সময়ে না করলে এই ধরনের অলসতা নিজেকে দুর্বল করে ফেলে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলেই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কারণ একজন মানুষ যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, তখন সে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় লিপ্ত থাকতে পারে না। কারণ সে কাজ নিয়ে ব্যস্ত এবং কাজ নিয়ে সারাক্ষণ ভাবে যে কিভাবে কাজটি ভালোভাবে সম্পন্ন করা যায়। সুতরাং আমাদের মস্তিষ্ককে সবসময় ভালো কাজে নিয়োজিত রাখতে হবে এবং ব্যস্ত রাখতে হবে। তাহলে বাজে চিন্তা ভাবনা মাথায় আসবে না। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু,অলস মস্তিষ্ক আসলেই শয়তানের কারখানা।কর্ম করা মস্তিষ্ক কখনোই এলোমেলো চিন্তায় ডুবে থাকেনা।মস্তিষ্ক ব্যস্ত রাখলে সর্বদা কল্যাণকর।ভালো লেগেছে আপু পোস্টটি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63570.02
ETH 3400.95
USDT 1.00
SBD 2.56