শীতের অনুভূতি

in আমার বাংলা ব্লগ8 months ago

শীতের অনুভূতি

image.png

image source

শীতকাল মানেই কুয়াশা ঘেরা সকাল, ঠান্ডা বাতাসের ঠান্ডা অনুভূতি। সূর্য মামার মিষ্টি রোদের অপেক্ষা। শীতকাল মানেই শীতের মোটা কাপড়, আর গরম পানির গোসল। সব সময় গরম খারাপ আর ধোয়া উঠানো গরম চা বা কফি। শীতকাল কিংবা গরম কাল দুই সময়েই সুবিধা ও অসুবিধা দুইটাই আছে। গরম কালে যেমন সব কিছুতে গরম নিয়ে অসুবিধা ঠিক তেমনি শীতকালে ঠান্ডা নিয়ে অসুবিধা, তবে গরমকাল থেকে মানুষ শীতকালটাকেই বেশি পছন্দ করে। যে যায় পছন্দ করুক আমার কাছে শীতকাল মানেই ভালো লাগার সময় কিংবা ভালো লাগার প্রতিটি মুহূর্ত।

শীতকালে বেশ কিছু খাবার রান্না করে খাওয়া হয় যা গরম কালে তেমন খাওয়া হয়না। বিশেষ করে শীতের পিঠা, দুধের তৈরি বিভিন্ন খাবার ও এমন আরো অনেক কিছু। তবে একটা মজার বিষয় হলো এই শীতকালে পানিকে সবাই অনেক বেশি ভয় পায় ও পানি থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। মনে হয় যেন পানি একটা মানুষের জীবনের অনেক বড় শত্রু। আর গোসলের কথা বলতে গেলে ভয়াবহ অবস্থা। কেউ হয়তো দুইদিনে একদিন আবার কেউ সাত দিনে একদিন।

শৈশবে শীতের এই সময়ে খেঁজুর গাছের নিচে দাঁড়িয়ে উপরের দিকে হা করে থাকতাম। খেঁজুর গাছে বাধা কলস খুলে ফেলার কারণে এক ফোটা এক ফোটা করে রস এসে মুখে পড়তো, সঠিক ভাবে হা করতে না পারলে সেই রসের ফোটা কখনো ঠোঁটে, কখনো চোখে আবার কখনো কপালে এসে পড়তো। শৈশবের সেই দিনের কথা মনে পড়লে এখনো অনেক হাসি পায়। তবে সেই গাছ গুলো এখন আমাদের এদিকে আর দেখা যায়না। আমাদের গ্রাম কিংবা আমাদের চারপাশের কোনো গ্রামেই এখন আর কোনো খেজুর গাছ দেখা যায়না।

শীতকালে সকালের ঘনো কুয়াশার মাঝে হাটতে কার না ভালো লাগে। খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে পায়ের ছোঁয়া লাগাতেই যেন মন ভালো হয়ে যায়। শীতকালে দিন অনেকটাই ছোট হয়ে থাকে। আর এই সময়ে যেই কাজেই করা হোক না কেন শরীরে কোনো ক্লান্তি অনুভব হয় না। সবসময় একটা ভালো লাগা কাজ করে। মন খারাপ হওয়ার যেন কেন সুযোগ নেই। ঠান্ডা বাতাসে ঠান্ডা অনুভূতি গুলো মনে হয় সবসময় সতেজ করে রাখে মনকে।

আর শীতকে এত ভালোবাসি বলেই হয়তো এত তাড়াতাড়ি চলে যায়। আবার ঘুরে আসতে আসতেও অনেক দেরি করে ফেলে। মাঝে মাঝে ইচ্ছা করে এমন কোনো এক দেশে চলে যায় যে দেশে সবসময় শীত থাকে। যাইহোক শীতের অনুভূতি মানেই নতুন অনুভূতি, ভালো লাগার অনুভূতি ভালো থাকার অনুভূতি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 8 months ago 

শীতকাল মানে পানিকে ভয় পাওয়া । পানির অপর নাম জীবন কিন্তু শীতকালে পানির অপর নাম মৃত্যু। 🤣🤣
যাই হোক আমি আপনার মত শীতকাল অনেক ভালোবাসি কিন্তু এই ভালোবাসি বলেই শীতকাল খুব দ্রুত চলে যায়। শীতের ক্লান্তি খুবই কম হয় আর মন খারাপ খুবই কম হয়।

 8 months ago 

আপু ঠিক বলেছেন গরম কালে গরমের সমস্যা আর শীতকালে ঠাণ্ডার সমস্যা। গরম কিংবা শীত দু'টো সিজনের সুবিধা অসুবিধা রয়েছে। তবে আপনার মতো আমিও শীতকাল খুব পছন্দ করি। শীতকালে অনেক ধরনের খাবার খাওয়া যায়। বিশেষ করে শীতের পিঠা খেতে তো দারুন লাগে। এটা ঠিক শীতকালে সবাই পানিকে ভয় পায়। আপু আপনি একদম আমার মনের কথা বলেছেন শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ের ছোঁয়া লাগাতেই যেন মন ভালো হয়ে যায়। আপনার পোস্টের মাধ্যমে শীতের অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার মনে হয় বেশিভাগ ব্যক্তির শীতকাল প্রিয় ঋতু। শীতকাল মানেই পিঠা পুলি,খেজুরের রস,কুয়াশা,পানিকে ভয় পাওয়া।ছোট বেলায় রস খাওয়ার বেশ মজার ঘটনা শেয়ার করলেন আপু। এমন কত না স্মৃতি র‌য়েছে আমাদের ছোট বেলায় ।সেই ঘটনা মনে পরলে এখনও হাসি পায়। বেশ ভাল লাগল আপনার লিখাটি পড়ে। ধন্যবাদ আপু।

 8 months ago 

বেশিরভাগ মানুষ শীতকাল পছন্দ করে, কারণ শীতকাল ভালো লাগার কারণের কোনো শেষ নেই। যেমন শীতের সকালে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, কুয়াশাচ্ছন্ন সকালে হেঁটে খেজুরের রস খেতে ভালো লাগে, শীতকালীন সবজি, বিভিন্ন ধরনের পিঠা খেতে ভালো লাগে। তাছাড়া ঘুরাঘুরি করার জন্য শীতকাল বেস্ট। সবমিলিয়ে শীতের অনুভূতি দারুণ। তবে আমাদের দেশে প্রতি বছর শীতকাল আসে খুব অল্প সময়ের জন্য। আরো বেশিদিন শীত থাকলে খুব ভালো লাগতো। কারণ গরম আমার একেবারে অসহ্য লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57213.13
ETH 2415.72
USDT 1.00
SBD 2.40