DIY - এসো নিজে করি- শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি

1.jpg

23.jpg24.jpg
কিছুদিন আগে ঘর সাজানোর জন্য কিছু গাছ কিনে এনেছিলাম সেখান থেকে একটি গাছ মারা যায় ও শুকিয়ে একদম কাঠ হয়ে যায় । গাছটির জন্য আমার বেশ মায়া হচ্ছে। অনেক শখ করে কিনে এনেছিলাম যাই হোক আজকে সেই শুকনা গাছটিকেই নতুন করে নিজের মতো করে সাজিয়ে তুলার চেষ্টা করলাম রঙিন কাগজের মাধ্যমে। আমি সবসময় একটা কথা বলি আর সেটি হলো নিজে থেকে যেকোনো কিছু তৈরি করতে পারাটা অনেক আনন্দের। যেমন আমি এই শুকনা ফেলে দেওয়ার মতো একটি গাছকে সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছি এটিও একটি প্রতিভা বলতে পারেন।

মানুষের নিজের প্রতিভা ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। যা দ্বারা কেউ কেউ অনেক উপরে উঠে যাই আবার অনেকের এই প্রতিভার কারণে অনেক পরিচিতি প্রকাশ পায় । যাইহোক আজকে আমি যে ভাবে শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করেছি এই ভাবে তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ দেখিয়ে সুন্দর ভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করেছি। শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরির প্রতিটি ধাপ একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরিটি সম্পূর্ণ করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের DIY পোস্ট টি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমার আজকের এই ফুলের টপটি তৈরি করতে ব্যবহার করতে হয়েছে -শুকনা গাছ, রঙিন কাগজ, জল রং, রং তুলি, পানি , আইকা আঠা, কেচি ও পুঁথি।

এখান থেকে আমি ধাপ গুলো শুরু করলাম।
একটি শুকনা গাছ।

2.jpg

গাছের পাতা ছিঁড়ে নিয়েছি ও সাথে প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিয়েছি।

3.jpg

শুকনো গাছটিকে কালো রং ও রং তুলির সাহায্যে কালো করে নিবো।

4.jpg

5.jpg

এখন নিয়ে নিবো রঙিন কাগজ ও সেই কাগজ দিয়ে তৈরি করে নিবো ফুল।

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

এই ভাবেই অনেক গুলো তৈরি করবো কয়েক কালারের।

11.jpg

12.jpg

এখন সবগুলো ফুলকে একদিক কেচি দিয়ে কেটে আঠা লাগিয়ে গোল করে বানিয়ে নিতে হবে।

14.jpg

15.jpg

16.jpg

এবার গাছের ঢালের মধ্যে আইকা আঠা দিয়ে ধীরে ধীরে ফুল গুলো লাগাতে হবে।

17.jpg

18.jpg

সবুজ কাগজ দিয়ে কিছু সবুজ পাতা বানিয়ে নিয়েছি।

19.jpg

এবার ফুল গুলোর সাথে সবুজ পাতা লাগিয়ে দিয়েছি ও কিছু কিছু ফুলের মধ্যে পুঁথি লাগিয়ে দিয়েছি।

20.jpg

21.jpg

ফাইনাল ধাপ

22.jpg

25.jpg26.jpg
আপনাদের কাছে আমার আজকের শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

শুকনো গাছের রঙ্গিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করে অবাক করে দিয়েছেন আপু।আপনার ফুলের টপ টি দেখতে যা ভালো লাগছে এবং আইডিয়াটা অনেক দারুন ছিল। আপু আপনার কাজ থেকে দারুন একটি আইডিয়া পেলাম এবং আমিও বাসায় চেষ্টা করব এটা তৈরি করতে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুল গাছের টপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নতুন কিছু তৈরি করে আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে আমিও অনেক আনন্দিত।

 2 years ago 

ওয়াও আপু আপনার আইডিয়াগুলো সত্যিই অসাধারণ হয়। সবগুলো ধাপ দেখে মনে হলো যে গাছের ডাল গুলো কালো রং করাটাই বেশ কঠিন ছিল। অনেক সময় গাছ মরে গেলে আমরা সেটাকে তুলে ফেলে দেই। এমনটা না করে সেটার ডালপালা গুলোকে অসম্ভব সুন্দরভাবে কাজে লাগানো যায়। এটা আজকে আপনার পোস্ট থেকে শিখে নিলাম।

 2 years ago 

সত্যিই আমরা এমন অনেক জিনিস আছে যা নষ্ট হয়ে গেলে ফেলে দেয় কিন্তু এই নষ্ট হয়ে যাওয়া জিনিসটাকে ফেলে না দিয়ে নিজের মতো করে সুন্দর কোনকিছুতে পরিণত করতে পারি।

 2 years ago 

আপু এত বুদ্ধি কোথায় রাখেন বলেন তো আমাদেরকে কিছু বুদ্ধি ধার দিলেই তো হয়। আমরা গ্রামাঞ্চলে এই ধরনের শুকনো গাছ বা ঢালপালাগুলো চুলে ঢুকিয়ে আগুন দিয়ে ফেলি। কিন্তু ওই ফেলে দেওয়া জিনিস চেয়ে এতটা কার্যকরী জিনিস তা কখনো জানতাম না। এমন বুদ্ধি থাকলে ঘরে শোবিজ কেনার প্রয়োজন নেই নিজেই বুদ্ধি দিয়ে তৈরি করে ফেলা যাবে। আপু এক কথায় দারুন হয়েছে যা বলার ভাষা নেই।

 2 years ago 

আসলেই এত বুদ্ধি কোথায় যে রাখি। আপনি একটা হাড়ি পাঠান এক হাড়ি বুদ্ধি আপনাকে দিয়ে দিবো। হাহাহা.......

 2 years ago 

আপনার প্রতিভার প্রশংসা করতেই হয় আপু। আইডিয়াটা সত্যিই অসাধারণ ছিল। শুকনো একটি ফেলে দেওয়া গাছকে নিজের মতো করে সাজিয়ে তুলেছেন রঙিন কাগজ দিয়ে। ঠিক বলেছেন আপু নিজের থেকে যেকোনো জিনিস তৈরি করতে পারলে অনেক আনন্দ লাগে। ফুলগুলো কালারফুল হওয়ার কারণে গাছটিকে অনেক সুন্দর লাগছে দেখতে। পাতাগুলো দেখে মনে হচ্ছে একদম আসল।

 2 years ago 

হ্যা আপু এভাবে তৈরি করে নিজের ঘরকে নিজের মতো করে সাজিয়ে রাখা সম্ভব।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু কোন গাছ কিনে আনার পরে যদি মারা যায় আসলেই অনেক মায়া হয়। আর শুকনা গাছ এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারাটা আসলেই একটি প্রতিভা। আপনি আপনার দক্ষতা দিয়ে খুব সুন্দর করে শুকনা গাছে রঙিন কাগজ কেটে ফুটিয়ে তুলেছেন গাছটি দেখতে সত্যিই অসাধারণ লাগছে। ঘর সাজিয়ে তোলার জন্য আসলেই গাছটি সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আপু আমার কাছে।

 2 years ago 

জি আপু আমি আমার মতো করে শুকনা গাছটিকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এমন অনেক কিছুই আছে যা ফেলে না দিয়ে নিজের মতো করে অনেক কিছুই তৈরি করা সম্ভব।

 2 years ago 

ওয়াও কি দুর্দান্ত আইডিয়া 👌👌,, অসম্ভব সুন্দর লাগছে সত্যি। তবে আপু গাছের পাতা আর ফুল গুলো যদি প্লাস্টিকের কিছু দিয়ে বানানো যেত তাহলে একদম চিরস্থায়ী হয়ে থাকতো 😊। মানে ময়লা হলেও পরিষ্কার করা যেত। তবে এটাও ভালো,, কাগজ নষ্ট হয়ে গেলে আবার একটা নতুন ডিজাইন করে সাজিয়ে তোলা যাবে 🥰।

 2 years ago 

আপনি যেভাবে বলেছেন সেটাও খারাপ বলেননি, তবে হাতের কাছে যা ছিল তাই দিয়ে তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপু প্রথমেই আপনাকে এত সুন্দর একটি আইডিয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটি মরা গাছকে রং করে, রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ফুলের টপ তৈরি করেছেন তা বলার বাইরে। আপনার ইউনিক আইডিয়াটি দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যিই আপু আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত ধৈর্য ধরে শুকনা গাছে রঙিন কাগজ দিয়ে ফুলের টপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ফেলে দেয়া গাছটিকে নিজের মতো করে সাজিয়ে সুন্দর একটি টপ এ পরিণত করার জন্য।

 2 years ago 

আপু আমি এই প্রথমবার এত সুন্দর একটি ডাই পোস্ট দেখতে পেলাম। আপনার এই রঙিন কাগজ দিয়ে ফুলের টপ দেখে বুঝার কোনো উপায় নেই এটি আপনি নিজের হাতে বানিয়েছেন। এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ফুলের টপ বানানো যায় তা আমার কল্পনাতেও আসেনি।নিজের প্রতিভা ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায় তা আজ আপনার এই পোস্ট না দেখলে বুঝা যেতো না। আপু আপনি আজ আপনার প্রতিভাবেকে সঠিক কাজে ব্যবহার করেছেন।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সবসময় চেষ্টা করি আপু নিজের প্রতিভা দিয়ে নিজে থেকে কিছু তৈরি করার। এর মধ্যে নিজস্ব একটি আনন্দ রয়েছে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হবে শুকনা গাছের রঙিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি করেছেন। যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আগে কখনো এইরকম দেখি নাই। তবে আপনার অভিজ্ঞতা থেকে আমারও এরকম কোন কিছু অভিজ্ঞতা হলো আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago (edited)

আপু শুকনো গাছ আর রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে ফুলের টব বানানো যায়।আমিও আগে করছি কলেজ থাকালীন আমাদের কে বানানো জন্য দিত তার উপর ভিত্তি করে মার্ক দিত।বানাতে বেশ সময় লাগে নিখুঁত করে করতে হয়।আপনার ফুলের টবটি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার ফুলের টব বানানো দেখে আমার মনে পড়ে গেল কলেজে এই ফুলের বানানো কথা।

 2 years ago 

হ্যাঁ এমন অনেক কিছু আছে যা দিয়ে অনেক সুন্দর কিছু তৈরি করা যায় যা আমরা ফেলে দেয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.032
BTC 64579.45
ETH 3101.05
USDT 1.00
SBD 3.83