জীবন থিওরি

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবন থিওরি

image.png

image source

চুলগুলো খোঁপা করতে করতে বারান্দায় গিয়ে দাড়ালাম। প্রতিদিন ঘরে একটা না একটা অসুবিধা আছেই। যা যেমন আছে তাতে কেউ সন্তুষ্ট না। হয়তো কেউ কারো উপর, নয়তো কোনো জড়ো বস্তুর উপর। এই ব্যাপারগুলো খুব বিরক্তিকর সত্যি বলতে। তারপরেও এইসব দেখতে দেখতে আর মেনে নিয়ে চালিয়ে যেতে হয় জীবনটা। দুনিয়াতে এত এত থিওরি,জীবন নামের একটা থিওরিও থাকা উচিত আসলে।

এইযে রোজ রোজ ঘুম থেকে ওঠা, সকলের নাস্তা বানানো, সবাইকে খাওয়ানো, সবার কাজ গুছিয়ে দেয়া, নিজের কাজকর্ম, অফিসে যাওয়া, ফেরার পথে কার কি লাগবে সেটা নিয়ে আসা, না আনতে পারলে মুখকালো দেখা, সারাদিন খেটে দিনশেষে কারও একটা কিছু মনমতো না হলে সেটা নিয়ে কথা কাটাকাটি, মান অভিমান, নিজে যেমন আছি তাতে সন্তুষ্ট না হয়ে দুনিয়ার বাকিরা কেমন আছে এইসব নিয়ে ঘাটাঘাটি, মন কষাকষি, জিনিসপত্রের মাপামাপির চেয়ে কে কি বললো সেটা নিয়ে দাড়িপাল্লা আর হিসেব নিকেষ...এতসব ব্যাপারগুলোর মধ্যে যে এখনো আমরা বেচেঁ আছি, নিঃশ্বাস নিচ্ছি এটাই তো অনেক বড় একটা পাওয়া আমি মনে করি।

ছোটো ছোটো এই ব্যাপারগুলো একটু কাছ থেকে দেখলেই বোঝা যায় আমরা কেউই জীবন যুদ্ধে জয়ী না। নাম মাত্র যুদ্ধ করছি পাশের মানুষটার জন্য, নিজের পরিবারের জন্য, তাদের খুশির জন্য। এই একটা নিত্য দিনের চাকা...যার মধ্যে ঘুরতে গিয়ে আমরা নিজেদের হারিয়ে ফেলছি রোজ। হাসতে ভুলে যায়, কাদতে ভুলে যাই, নিজেদের আনন্দের জন্য কিছু করার কথা ভুলে যায়, দিনশেষে আমাদের নিজেদের জন্য যে একটু ভালোবাসা আর যত্ন তুলে রাখা দরকার সেটাও ভুলে যায়। নামে মাত্র মানুষ আমরা...একেকজন তো এইখানে তার পাশে কি হচ্ছে সেটা নিয়েই ভীষণ ব্যস্ত, নিজের জন্য কিংবা নিজের আনন্দের জন্য কিছু করা দরকার আমরা বেশিরভাগ মানুষ সেটা ভুলে যায় একদম। মাঝে মাঝে মনে পড়লেও পাত্তা দেই না।

গতকাল ঘরে মাছ ডাল রান্না করেছিলাম কিন্তু আজকে ভর্তা ভাজি দিয়ে কাজ চালাতে হবে দেখে সবার মুখকালো, তাদের নাকি আজ খিদেই নেই। এই হচ্ছে মানুষের অবস্থা। সবসময় সমান চলে না, যখন যা যেমন থাকে তাতে তৃপ্তি খুঁজতে হয় এই কথাটা একদম ভুলে গিয়ে সবসময় সমান হারে চায় মানুষ। আর এইজন্যেই একটা সময়ে গিয়ে অশান্তি, বিরক্তি, মন কষাকষি, রাগ অভিমান আরো কত কত তিক্ত অনুভূতি জন্ম নেয়।

(চলবে..........)

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

জীবন যুদ্ধে হয়তো কেউই সুখী নয়, জীবনের একটা অপূর্ণতা যেন সব সময় থেকে যায়। এটাই মেনে নিতে হবে প্রায় প্রত্যেকের জীবনেই এই ধরনের সমস্যাগুলো থাকে, তবুও বাঁচতে হবে নিজের জন্য নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে ।

 2 years ago 

আসলে আমরা যেকোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারি না। হয়তো ইচ্ছে করেই মানিয়ে নেই না। কিংবা নেওয়ার চেষ্টা করি না। হয়তো সবকিছু মানিয়ে নিলেই আমরা ভালো থাকতে পারবো। সবাইকে নিয়ে ভালো থাকতে পারব। জীবন যুদ্ধে আমরা কেউ জয়ী হতে পারি না। তবুও জীবন যুদ্ধে আমরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আপু আপনার লেখাগুলো একদম বাস্তবতা থেকে লিখেছেন। অসাধারণ হয়েছে।

 2 years ago 

আপনার কথাগুলো সবটাই মিলে গেছে।আসলে এসব তো জীবনেরই থিওরি। মিলবে সবার সাথেই।খুব ভাল লেগেছে পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমরা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। দিনশেষে কেউ প্রকৃত অর্থে সুখী না। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। সবার প্রত্যাশা এতটাই বেশি যে,১০০ টা ভালো কাজ করার পর ১টা খারাপ কাজ করলেও মেনে নিতে চায় না। কিন্তু এটা ভুলে যায় মানুষ মাত্রই ভুল। তাই আমাদের সবার উচিত বাস্তবতাকে মেনে নেওয়া এবং অল্পতেই সন্তুষ্ট হওয়া। তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89395.14
ETH 3102.08
USDT 1.00
SBD 2.79