ভালোবাসার অধ্যায় - ভুল

in আমার বাংলা ব্লগ2 years ago

ভুল

image.png

image source

স্কুল পেরিয়ে কলেজ এরপর কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি। একটা ছাত্র কিংবা ছাত্রী যখন স্কুল জীবনে থাকে তখন হয়তো বাবা মায়ের করা শাসন ও কিছু নির্দেশনার কারণে সম্পর্কে জড়াতে পারে না কিংবা সাহস হয়ে উঠে না। তবে সময়ের পরিবর্তনে এমন একটা সময় চলে আসে যখন আর বাবা মায়েরা সন্তানদের গাইড দিয়ে রাখতে পারে না ও আগের মতো এত শাসন করেও রাখতে পারে না। আর এর ফলে একটা পর্যায়ে বন্ধুত্ব ও বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা ঘটে। আজকে আমি এমনি একটা প্রেমের গল্প শেয়ার করবো যে প্রেম ছিল ভুলের আর সেই ভুল থেকে জীবনের বড় কিছু শিক্ষা।

আকৃতি,আমার লেখা গল্পের চরিত্রের মেয়েটির নাম। আকৃতির মা মারা গেছে সেই ছোট বেলায়। বাবা কোলে পিঠে করে মানুষ করেছে মেয়েকে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। ভালোবাসা আর শাসন দুইটায় পেয়েছে বাবার কাছ থেকে। আকৃতি বাবাকে যেমন ভালোবাসে তেমনি বাবাও আকৃতিকে অনেক ভালোবাসে। স্কুল জীবনে যেমন বাবা নিজে এসে মেয়েকে স্কুলে দিয়ে যেত কলেজে আসার পরেও তার ব্যাতিক্রম হয়নি। কিন্তু ইউনিভার্সিটিতে উঠার পর বাবা শুরুর দিকে কয়েকদিন গেলেও পরে আর যায়নি। বাবা বুঝে গিয়েছে মেয়ে আর ছোট নেই তার ব্যাক্তিগত স্বাধীনতা বলতে কিছু রয়েছে।

আকৃতির এখন অনেক বন্ধু হয়ে গেছে। ছেলে বন্ধু মেয়ে বন্ধু সব জায়গায় এখন তার বন্ধুর কোনো অভাব নেই। আর এই বন্ধুত্বের মধ্যে আকৃতির একজনের সাথে প্রেমের সূচনা ঘটে যায়। আর এটা ওদের বন্ধুরা সবাই জানে। ছেলেটির নাম আদনান। সেও একই ক্লাসের ছাত্র ছিল। দেখতে বেশ সুদর্শন ও উচ্চ পরিবারের ছেলে ছিল। এভাবে চলে গেলো ছয় মাসেরও বেশি। একসাথে ক্লাস করা ,ক্লাস শেষে সবাই মিলে গ্রূপ স্টাডি করা , ঘুরাঘুরি , আড্ডা বাজি সবকিছুই চলছিল ঠিকঠাক মতো। এরই মধ্যে একদিন উনিভার্সিটি থেকে একটা ট্যুরের প্ল্যান করা হয়। আর তারা সব বন্ধুরা মিলে ট্যুরে যাবে বলে সিদ্ধান্ত নেই।

আর সেই ট্যুরে যাওয়ার সময় হলে সবাই যে যার মতো করে ফ্যামিলিকে মানিয়ে ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়। ট্যুরটা ছিল সিলেটের চা বাগানে। ট্যুরের শুরু থেকে আদনান আর আকৃতি একসাথে ছিল ,ওদের বসার জায়গা , খাওয়া দাওয়া ,ঘুরাঘুরিতে ওরা একজন আরেকজনকে ছেড়ে যেতোনা। বন্ধুদের মধ্যে অনেকেই ভাগ হয়ে এখানে সেখানে গেলেও ওরা দুইজন সবসময় একসাথেই থাকতো। আর এরই মধ্যে করে ফেলে মারাত্মক একটি ভুল যা ওরা বুঝতেও পারেনি কি থেকে কি হয়ে গেলো। প্রথম দিকে বিষয়টা এত একটা গুরুত্ব না দিলেও সেটি বুঝতে প্রায় এক মাস সময় লেগে যায়।

(চলবে..........)

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

গল্প পড়তে বেশ ভালোই লাগে।আকৃতি আর আদনান ভুল টা কি আমি যা চাচ্ছি তাই নাকি।যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

 2 years ago 

হয়তো অনেক সময় ভুল করেই ভুল হয়ে যায়। অনেক সময় হয়তো বেখেয়ালি ভাবে ভুল পথে অনেকে পা বাড়ায়। আকৃতি আর আদনান কি ভুল করেছিল সেটা জানিনা। তবে মনে হচ্ছে অনেকটাই ভুল করে ফেলেছে তারা। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

আসলে বাবা মা বাচ্চারা বড় হয়ে গেলে ধরে রাখা আর সম্ভব হয় না।বাধ্য হয়েই বাচ্চাদের ছেড়ে দিতে হয় ।আসলে কিছু কিছু ভুল যে কিভাবে হয় বুঝা মুশকিল। আকৃতি ও আদনান কি ভুল করেছে তা জানি না তবে মনে হচ্ছে মারাত্মক কোন ভুল হয়েছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

এই বন্ধুত্ত্ব থেকেই যত প্রেমের সূচনা হয় আর তারপরেই ভুল থেকে ভুল হতেই থাকে।কোথাও একটা পড়েছিলাম ছেলে মেয়ে কখনও বন্ধু হতে পারেনা।এটা আসলেই ঠিক একটি কথা।গল্পটি তেও তাই আকৃতি নামের মেয়েটি একই ক্লাসে পড়ুয়া সুদর্শন ছেলে আদনানের সাথে প্রথমে বন্ধু, তারপর ট্যুরে গিয়ে ভুল করে ফেলে এবং বুঝতে এক মাস সময় লাগে।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ বাস্তভিত্তিক গল্পটি শেয়ার করার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63362.14
ETH 2592.64
USDT 1.00
SBD 2.80