বিকেলের ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

বেশ অনেকদিন হয়ে গেলো কোথাও যাওয়া হয়না। আসলে এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছি , দৈনন্দিন জীবনের কাজ গুলো করতে গিয়েও হিমশিম খেতে হয়। বাবুকে নিয়ে এখন ভীষণ ব্যস্ততার মধ্যে যাচ্ছে জীবন। তাই মূলত সময়ের ঘাটতির কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়না। গতকাল আমার উনাকে বলছিলাম কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা। উনি তখন রাজি হয়ে গেলেন আর আমরা চিন্তা করলাম বিকেলের দিকে বের হবো কোথাও। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে বিকেলে আবার বৃষ্টি না শুরু হয়ে যায়। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আর যাওয়া হবে না। এমনিতেই সময়ের কারণে কোথাও যাওয়া হয়না আর এখন সময় মিলিয়ে যদি যাওয়াই না যায় তাহলে ভীষণ খারাপ লাগবে।

তো বিকেলে বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। তবে আমাদের প্ল্যান ছিল অল্প কিছু সময় ঘুরতে ফিরে চলে আসবো। আর যেহেতু আকাশ খানিক মেঘলা ছিল তাই বাবুকে আর নিয়ে যায়নি। ওকে ওর দাদুর কাছে দিয়ে আমরা ২ জনই গিয়েছিলাম। যেখানে গিয়েছি জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না । আর যেহেতু বেশিক্ষন সময় কাটানো যাবে না তাই ভাবলাম কাছে কোথাও যাওয়াই ভালো হবে। আর ওই জায়গাটা ভালোই সুন্দর তাই ওখানেই চলে গেলাম। গিয়ে কতক্ষন বসে ছিলাম। বেশ ভালো ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিলো। সত্যিই আমার কাছে দারুন লাগছিলো।

মেঘলা আকাশ এবং চারপাশ একদম খোলা মেলা। আমার তখনের অনুভুতিটা বলে বুঝাতে পারবো না। আর এমনিতেই বেশ অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয়নি বিধায় গতকাল ঘুরতে যাওয়াটা অনেক ভালো লেগেছে আমার কাছে। পুরো মনটাই যেন একদম ফ্রেশ হয়ে গেলো। তারপর সেখানে পাশেই একটা ফুচকার দোকান থেকে ২ জন মিলে ফুচকা খেয়ে আবার এসে কিচ্ছুক্ষন বসেছিলাম। ভেবেছিলাম আরো কিছুক্ষন থাকবো তবে তখনি দেখি অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। এবং আস্তে আস্তে করে বৃষ্টির মাত্রা বাড়ছিল। আর অনেক জোরে জোরে বজ্রপাত এর শব্দ। আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম।

তারপর খানিক সময় আমরা আবার সেই ফুচকার দোকানে গিয়ে বসলাম এবং অপেক্ষা করতে থাকলাম যদি বৃষ্টিটা একটু কমে। তখন আল্লাহর রহমতে দেখি বৃষ্টিটা খানিক কমে গিয়েছে। বিন্দু বিন্দু করে পড়ছিলো। আমি তখন উনাকে বললাম এখন আর দেরি না করি কারণ তারপর যদি আবার বেশি শুরু হয়ে যায় তখন আরো বেশি ঝামেলায় পরে যাবো। আর বাড়িতে বাবু আছে , কখন কান্না কাটি শুরু করে দেয়। তাই দেরি না করে তখনি বেরিয়ে পড়ি , যেহেতু বললাম বাড়ি থেকে বেশি একটা দূরে না তাই বৃষ্টি আবার শুরু হওয়ার আগেই আমরা চলে আসি। আর কালকের সময়টা আসলেই দারুন ছিল। আমি মনে করি আমাদের মাঝে মধ্যেই কোথাও ঘুরতে যাওয়া উচিত যাতে আমাদের মন ফ্রেশ থাকবে সব সময়।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

আপু আপনার বিকেলের ঘোরাঘুরির পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে আপনি ঠিকই বলেছেন আমাদের সকলেরই উচিত মাঝেমধ্যে ঘুরাঘুরি করা। তবে যেহেতু খুব একটা গরম ছিল না, মেঘলা ওয়েদার ছিল তাহলে এই আবহাওয়ায় ঘুরে বেশ আনন্দই পেয়েছেন। তবে শেষমেষ বৃষ্টি এসে ঝামেলা পাকিয়ে দিল ।যাইহোক বাবুকে না নিয়েই ভালো করেছিলেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু , আপনাদের দুজনের ঘুরতে যাওয়ার কথা শুনে খুবই ভালো লাগলো। তবে ভালোই করেছেন বাবুকে না নিয়ে। ওকে ওর দাদুর কাছে রেখে গিয়েছেন এটাই ভালো হলো। দুজনে দেখছি বেশ ভালোই সময় কাটিয়েছেন। আবার একসাথে ফুচকাও খেলেন। এরকম মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে।

 2 months ago 

আসলে আপু বিকেলে ঘোরাঘুরি করার মজাই আলাদা। ব্যস্ত সময়ের মধ্যেও কিছু সময় বের করে বিকেলে ঘুরতে বেরিয়ে ছেলে এবং আকাশটা ছিল মেঘলা। পরক্ষণে যখন বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক ওই সময় ফুচকার দোকানে গিয়ে বসলেন। আসলে আপু এখন যে আবহাওয়া কখন জানি হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। এরপরে পুরস্কার দোকানে বসে থাকার পরে কিছুক্ষণ পরেই বৃষ্টি কমে গেল এবং এক ফোটা দু ফোটা পরছিল তাই বাসার দিকে আবার রওনা দিলেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বিকেল মুহূর্তে ঘোরাঘুরি করতে আমিও খুব পছন্দ করি। আমার জীবনের সবচেয়ে বেশি ঘুরাঘুরির মুহূর্ত ছিল ১১ সালে এসএসসি পাস করার পর দীর্ঘ আট দশ বছর বিকেল এবং রাতের মুহূর্তে প্রিয় বন্ধুর সাথে ঘোরাঘুরি করেছে পুকুরপাড় নিরিবিরি পরিবেশে। যেন আপনার আজকের এই সুন্দর অনুভূতি করতে গিয়ে সেই সমস্ত দিনগুলো বারবার মনে পড়ে গেল। আবহাওয়া পরিবেশ ভালো থাকলে খুবই ভালো লাগে এই মুহূর্তটা।

 2 months ago 

একঘেয়ে কাটাতে এবং মনকে ফ্রেস করতে ঘুরতে যাওয়ার কোন বিকল্প নেই। হোক সেটা কাছে বা দুরে।ভাইয়াকে নিয়ে আপনি একটা সুন্দর বিকেল কাটিয়েছেন যেনে ভালো লাগলো আপু।আপনি ঠিকেই বলেছেন , মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া উচিত, মন ফ্রেস করতে। আপনার লেখাটি অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

বাহ, ভাইয়ের সাথে বিকেল বেলায় বেশ সুন্দর সময় কাটালেন। আসলে আমাদের এদিকেও মেঘলা মেঘলা একটু ভাব ছিল তবে বৃষ্টি হয়নি। এভাবে ঘোরাফেরা করতে আমারও অনেক ভালো লাগে আমি মাঝেমধ্যে আমার ফ্রেন্ডকে নিয়ে এদিক-ওদিকে ঘুরে বেড়াই । যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দরী মুহূর্তের আমাদের সঙ্গী করে নেয়ার জন্য।

 2 months ago 

শত ব্যস্ততার মাঝেও আমাদের উচিত মাঝেমধ্যে ঘুরাঘুরি করা। এতে করে মানসিক প্রশান্তি পাওয়া যায়। যাইহোক ভাইয়ার সাথে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন তাহলে। বিকেলে ঘুরাঘুরি করার পর ফুচকা খেতে দারুণ লাগে। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেখানে বিকেলে ঘোরাঘুরি করতে যে অবশেষে বৃষ্টির কারণে কিছুটা ঝামেলা বোধ করেছিলেন। অতঃপর বৃষ্টি কম হওয়ায় বাড়িতে বাবু রেখে এসেছেন সেই চিন্তা করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তবে মাঝেমধ্যে বিকেল মুহূর্তে বাইরে সুন্দর পরিবেশে ঘুরতে যাওয়ার মজা আলাদা এবং প্রয়োজন রয়েছে।

 2 months ago 

মনকে সতেজ প্রাণবন্ত রাখার জন্য আমাদের উচিত মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া আপু। তবে এই ঘুরতে যাওয়ার সঙ্গে যদি প্রিয় মানুষটি থাকে তাহলে ঘোরাঘুরি করার আনন্দ অনেক গুনে বেড়ে যায়। ঘুরতে যাওয়া নিয়ে খুব সুন্দর একটি অনুভূতিমূলক পোস্ট শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71