পথে হলো দেরী || বাংলা নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast month (edited)

পথে হলো দেরী বাংলা নাটকের রিভিউ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

পথে হলো দেরি নাটকটি একটি রোমান্টিক নাটক। যদিও পুরো নাটকটির মধ্যে তেমন রোমান্টিক কোনো দৃশ্য দেখতে পাইনি। তবে পুরো গল্পটাই হচ্ছে একটা ভালোবাসাকে কেন্দ্র করে। এই নাটকটা আমার কাছে ব্যক্তিগত ভাবে সত্যিই অনেক ভালো লেগেছে। এবং নাটকের গল্পটাও আমাদের কাছে দারুন লেগেছে। যদিও এই নাটকটা রিলিজ হয়েছে প্রায় ৪ মাস। হয়তো অনেকেই দেখে ফেলেছেন। আমি আজ নাটকের পুরো কাহিনী সংক্ষিপ্ত আকারে বুঝানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে শুরু করা যাক।



নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামপথে হলো দেরী
প্লাটফর্মইউটিউব
পরিচালকজাকারিয়া সৌখিন
অভিনয়েঅপূর্ব , তটিনী ও আরো অনেকেই।
প্রকাশিত২৪ ডিসেম্বর ২০২৩
সময়১.৩৬ ঘন্টা
নাটকের মূল কাহিনী শুরু
নাটকের শুরুতেই দেখতে পাই যে অপূর্ব বাসে বসে বসে তার এনগেজমেন্ট এর কথা ভাবছে। তারপরই হটাৎ তার বস এর থেকে কল আসে এবং সে সত্যি সত্যি ভয় পেয়ে যায়। আর ভাবতে থাকে এই সময় না আবার কোনো কাজ দিয়ে বসে উনার বস। এবং সেটাই হলো , তার উপর দায়িত্ব পড়লো তার অফিস এর এমডি স্যার এর বন্ধুর মেয়েকে গাইড করার। যদিও সে অনেক ভাবে বুঝানোর চেষ্টা করেছে কিন্তু উনার বস কোনো ভাবেই উনাকে ছাড়তে রাজি ছিল না। তা এখন আর কি করার , চাকরি বাঁচাতে হলে যেতেই হবে। আর সেই বন্ধুর মেয়েই ছিল আমাদের এই নাটকের নায়িকা।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

উনার গন্তব্য হচ্ছে হৃদয়নগর। এই পুরোটা পথ উনাকে গাইড করবেন নাটকের নায়ক।এই নাটকে নায়ক এর নাম ছিল সাদাব এবং নায়িকার নাম ছিল গল্প। যাই হোক , উনাদের গন্তব্য শুরু হলো হটাৎ মাঝ রাস্তায় উনাদের গাড়ি খারাপ হয়ে যায়। আর এখন আসে পাশে তেমন কোনো সার্ভিস সেন্টারও নেই , অনেক কষ্ট করে অনেক অপেক্ষার পর একজন মিস্ত্রিকে খুঁজে পেলে সেই মিস্ত্রী উনাদের গাড়ির পিছনে ধাক্কা দিতে বলে সেই গাড়ি নিয়ে পালিয়ে যায়।


এই দৃশ্যটা সত্যি অনেক হাস্যকর ছিল। তারপর আর কি করার , এখন তারা সিদ্ধান্ত নিল হেটে হেটে পথ পারি দিবে। আর বেশ খানিক দূরে রয়েছে একটা বাস স্ট্যান্ড যেখান থেকে বাস সরাসরি হৃদয় নগর যায়। কিন্তু সে বাস স্ট্যান্ড এখনো অনেক পথ। আর সেই পথ তারা হেটে হেটে পারি দিবে চিন্তা করে । যদিও সাদাব বার বার জোর করছিলো অন্য একটা গাড়ি আনার জন্য। কিন্তু গল্প এই জার্নিটাকে আরো রোমাঞ্চকর করার জন্য তাকে বার বার গাড়ি নিতে বাধা দিচ্ছিলো ।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

তারপর রাস্তায় ওদের ২ জনের মধ্যে কিছু কথা কাটাকাটিহয় এবং গল্প রেগে বলে যে সে একই হৃদয়নগর যাবে। তারপর মাঝে আরো অনেক হাস্যকর কিছু দৃশ্য রয়েছে যেগুলো আপনারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক , অনেক কষ্ট করে তারা যখন সেই বাস স্ট্যান্ড এ আসে তখন দেখে আরো ২ ঘন্টা বাকি নেক্সট বাস ছেড়ে যাওয়ার জন্য। তখন তারা ভাবলো যে এই ২ ঘন্টায় আসে পাশে একটু ঘুরাঘুরি করবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস , এই ঘুরাঘুরি করার জন্য তাদের সেই বাসটি মিস হয়ে যায়। শত দৌড় দৌড়েও তারা আর বাসটিকে দাড়া করতে পারলো না।


এখন কি করবে তারা , কেননা পরবর্তী বাস হচ্ছে আগামীকাল সকাল বেলায়। সন্ধ্যা নামবে নামবে এমন অবস্থা। এই নির্জন গ্রামে রাতের বেলা গল্পকে নিয়ে মোটেও নিরাপদ অনুভব করছিলো না। তখনই সে রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখতে পায়। এবং সেখানে লেখা ছিল "ফুলবাড়ী" যেখানে কিনা সাদাব এর প্রাক্তন তার স্বামীকে নিয়ে থাকে। এবং সে পুরোনো কথা মনে করতে থাকে যে ওর প্রাক্তন সাদাবকে দাওয়াত দিয়েছিলো তার স্বামীর বাড়িটা ঘুরে দেখতে। সাদাব এখনই উপযুক্ত সময় মনে করলো তার বাড়িতে যাওয়ার।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

যাওয়ার পর অনেক হাস্যকর কিছু ঘটনা ঘটে , সাদাব গল্পকে তার বউ হিসেবে পরিচয় দেয় তার প্রাক্তন এর কাছে। এবং গল্প ও তার প্রাক্তনকে জ্বালানোর জন্য সাদাব এর সাথে একদম নিজের স্বামীর মতো আচরণ শুরু করে। কিন্তু কোনো একটা কারণে তার প্রাক্তন সেটা বুঝে যায়। যাই হোক , পরদিন সকালে বাস করে তারা চলে যায় সেই হৃদয় নগরে এখন গল্পকে সেখানে নামিয়ে সাদাব চলে আসবে। সাদাব সেই সময় মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলো।


কেনা এই সময়টার মধ্যে সাদাব গল্পকে ভালোবেসে ফেলেছিলো। যদিও গল্পও তাকে কিছুটা পছন্দ করতো কিন্তু গল্পের এই হৃদয় নগর আসার পিছনে কারণ ছিল সে ফেইসবুকএ একটা কবির সাথে পরিচিত হয় এবং তারা একটা ভালোবাসা সম্পর্কে জড়িয়ে যায়।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

যেহেতু গল্প সেই কবিকে ভালোবাসতো সাদাবকে পছন্দ করার বিষয়টা আর সাদাবকে জানাতে পারেনি। যাই হোক , সাদাব চলে আসে আর গল্প তখন কবির সাথে সময় কাটাচ্ছে। তখন হটাৎ কবি গল্পকে একটা জায়গায় নিজে যায় , এবং সেখানে বসে তাকে বলতে থাকে যে গল্পের মতো এমন হাজার হাজার মেয়ে কবির কাছে ছুটে আসে কিন্তু সেই কবি কাউকেই নিজের করে নিতে পারেন না।


image.png

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

উনি সবাইকেই ভালোবাসেন , যদি সে একজনের প্রতি আসক্ত হয়ে যায় তাহলে সে আর কবি থাকবে না। এই কথা বলার পর কবি ভেবেছিলো হয়তো গল্প কান্নায় ভেঙে পড়বে কিন্তু গল্প তখন কবিকে খুবই খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে ছুটে যায় সাদাব এর কাছে। তখন সাদাবকে খুঁজে পায় একটা সমুদ্রের তীরে। এবং সেই সময়ই গিয়ে ওকে ওর ভালোবাসার কথা বলে তারপর ২ জন ২ জনকে জড়িয়ে ধরে এবং নাটকটি এখানেই শেষ হয়।


ব্যক্তিগত মতামত
নাটকটি যদিও কাল্পনিক কিন্তু এটার গল্প কাহিনীটা সত্যিই অসাধারণ। অনেক সুন্দর একটি ভালোবাসার গল্প। এটার থেকে হয়তো আমরা একটা জিনিস শিখতে পারি যে প্রথম ভালোবাসে সব সময় ঠিক হবে তা কিন্তু নয় কখনো কখনো প্রথম ভালোবাসা ঠিক না হলে দ্বিতীয় ভালোবাসাও কিন্তু প্রথম ভালোবাসার থেকে অনেক ভালো হতে পারে। সত্যিই দারুন একটা নাটক এইটা। যদিও আমি নাটকটি খুব সংক্ষেপে উল্লেখ করেছি, আপনারা চাইলে নিচে দেয়া লিংক থেকে নাটকটি দেখে নিতে পারেন। আপনাদের কাছে বেশ ভালো লাগবে।


নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
9.5/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

রিলিজ হওয়ার পর নাটকটা বেশ ট্রেন্ডিংয়ে ছিল। তখনই নাটক টা দেখা হয়েছে। গল্পটা দারুন ছিল। আপনি আজকে খুব সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউটা দিয়েছেন। নাটকের কাহিনীটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দরভাবে পুরো নাটকের রিভিউটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last month 

নাটকটির সমাপ্তি দেখে খুবই ভালো লাগলো আপু। প্রতিটা প্রেম কাহিনীর যদি এরকম সমাপ্তি হতো তাহলে কতই না ভালো হতো। তবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন প্রথম ভালোবাসা অনেক সময় সঠিক নাও হতে পারে তাই আমাদের দ্বিতীয়টার জন্য অপেক্ষা করতে হয়। সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। সময় করে চেষ্টা করব নাটকটি দেখে নেওয়ার জন্য।

 last month 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন আপু। আমি এমনিতে অপূর্ব নাটকগুলো খুবই পছন্দ করে থাকি কারণ তার বেশি রোমান্টিক প্রেম অনুভূতির নাটক অভিনয় করে থাকেন। ঠিক তেমনি একটা নাটকের অভিনয় রিভিউ করে দেখিয়েছেন আপনি। খুবই ভাল লাগল আপনার রিভিউ পড়ে।

 last month 

তটিনী আমার খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। এই নাটক আমি অনেক আগেই দেখেছিলাম আপু। আমার তো খুবই ভালো লেগেছিল। পথে হলো দেরী নাটকটি সবার কাছেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনেক সুন্দরভাবে এই নাটক রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

অনেক ভালো লাগলো আপু আপনার নাটক রিভিউ করতে দেখে। খুব সুন্দর ভাবে আপনি নাটক রিভিউ করেছেন আমাদের মাঝে। এই নাটকটা আজ পর্যন্ত আমার দেখা হয়নি। তবে এটা নিশ্চিত অপূর্বের নাটক মানে রোমান্টিক কিছু।

 last month 

আজকাল বাংলা নাটকের সৌন্দর্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি বাংলা নাটক গুলো সেরা হয়। কারণ প্রতিটি নাটকের পিছনে মূল্যবান কিছু টপিক্স থাকে। মূলত নাটকের মাধ্যমে সেই বিষয়টাকে ফোকাস করা হয়। একদিকে নাটক গুলো দেখার সুযোগ হয় এবং শিক্ষনীয় কিছু বিষয় থাকে। আবার সেই নাটক রিভিউ শেয়ার করার মাধ্যমে সবার সাথে শেয়ার করার সুযোগ হয়। অনেক ভালো লাগলো পথে হলো দেরী নাটক রিভিউ দেখে।

 last month 

আপনি বেশ সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। নাটকটি রিলিজ হওয়ার পরেই আমি নাটকটি দেখছি।আমার কাছে নাটকটি ভীষণ ভালো লেগেছে। যাইহোক আপনার পোস্টে আবার নাটকটির রিভিউ পড়া হলো।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

জাকারিয়া সৌখিনের পরিচালিত এই নাটকটি আমি অনেকদিন আগেই দেখেছি। আর রিভিউ শেয়ার করেছিলাম। আজকে আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লেগেছে আপু। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করেছেন। আসলে সত্যিকারের ভালোবাসা কার মধ্যে থাকে সেটা বলা যায় না। সময় সবকিছু বলে দেয়।

 last month 

এই নাটকটি অনেক আগেই দেখেছিলাম এবং রিভিউ শেয়ার করেছিলাম। নাটকটি আসলেই খুব সুন্দর। অপূর্বর নাটক বরাবরই আমার খুব পছন্দ। তাছাড়া তটিনী দারুণ অভিনয় করে। এই নাটকে সবচেয়ে ভালো লেগেছে অপূর্বর প্রাক্তন প্রেমিকাকে জ্বালানোর ব্যাপারটা। হ্যাপি এন্ডিং হয়েছে বলে আরও বেশি ভালো লেগেছে। যাইহোক এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60681.54
ETH 3358.73
USDT 1.00
SBD 2.49