একতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

আজকে বেশ সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো। ভাবছিলাম অনেকদিন থেকেই এই বিষয়টা নিয়ে লেখালেখি করার কিন্তু আজকে ভাবলাম আজকেই সেই সময়। যাই হোক , টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছে আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। " একতা " এই জিনিসটার কি ক্ষমতা আপনারা তো এখন কম বেশি ভালোই টের পাচ্ছেন বোধয়। এই হচ্ছে একতার আসল শক্তি। ছোট বেলার থেকে আমরা শিখে আসছি "একতাই বল" । যে কোনোকিছুতেই যদি আমরা একতাবদ্ধ হয়ে থাকি তাহলে জয় সব সময় আমাদেরই হবে। তাই আমি মনে করি , কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের একতা হওয়ার কোনোই বিকল্প নেই।


ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম , আপনাদের কি সেই গল্পের কথা মনে আছে ? সেই কৃষক আর তার তিনছেলের গল্প। তারা সব সময় একজন আরেকজনের সাথে ঝগড়া করতো , একদিন তাদের বাবা তাদের শিক্ষা দেয়ার জন্য কত গুলো কাঠি নিয়ে আসে এবং তাদের এক এক জনকে ১ টা কাঠি দিয়ে বলে ভেঙে দেখতে। তখন তারা সেই কাঠিটিকে খুবই সহজে ভেঙে দেয় কিন্তু যখনি তাদের বাবা তাদের সবাইকে একটা লাঠির বান্ডিল ভাঙতে বলে তারা ব্যর্থ হয় এবং তারা বুঝতে পারে তাদের একত্রে থাকার ফলেই তাদের আসল শক্তি। এবং তারা তাদের ভুল বুঝে সব ভাই একত্রে মিলে মিশে থাকতে শুরু করে। তখন থেকেই আমরা শিখতে শুরু করি একতাই হচ্ছে বল।


ঠিক সেই কাঠি গুলোর মতো আমরা সবাই যদি একতা বদ্ধ হয়ে কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে জয় কেন আসবে না। একতাই হচ্ছে আমাদের মূল শক্তি। শুধু এই ক্ষেত্রে না , আমরা যেমন সাধারণ জীবন যাপন এর ক্ষেত্রে যদি সকলের সাথে মিলে মিশে থাকি তাহলে আমরা সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবো। এতে করে আমাদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরী হবে। এবং আমরা যত বেশি একতা বদ্ধ থাকবো তত বেশি বল থাকবে আমাদের।


তাই আমরা সব সময় চেষ্টা করবো যাতে আমরা সবাই একত্রে থাকতে পারি। এতে করে আমাদের যেমন সুসম্পক বজায় থাকবে তেমনি আমাদের মধ্যে একটা বল থাকবে। অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগেছে। কোনো ভুল কিছু বলে থাকলে আশা করছি আপনারা সেটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধৈর্য্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য অসংখ্যা ধন্যবাদ আপনাদের ।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 months ago 

ঠিক বলেছেন আপু,একতাই হলো বল।আর সবাই মিলেমিশে কোনো কাজ করলে সে কাজ সহজে শেষ করা যায়।একার পক্ষে যেটা কষ্টকর, দশের পক্ষে সেটা অতি সহজ। তাই একতাবদ্ধ হয়ে কাজ করা উচিত আমাদের সবারই। তাহলে সম্পর্ক যেমন ভালো থাকবে তেমনি কাজও এগোবে।

 2 months ago 

ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম , আপনাদের কি সেই গল্পের কথা মনে আছে ? সেই কৃষক আর তার তিনছেলের গল্প।

হ্যাঁ আপু সেই গল্পের কথা এখনো মনে আছে। যাইহোক একতাই বল এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যেকোনো কাজ করলে, খুব সহজেই সফলতা অর্জন করা যায়। তাছাড়া সবার সাথে সুসম্পর্ক থাকলে আপদ বিপদে পাশে পাওয়া যায়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একতা নিয়ে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।পোস্ট টি পড়ে ভীষণ ভালো লাগলো।আপনি ছেলেবেলার সেই কৃষকের গল্পটি আমাদের মাঝে স্মরণ করিয়ে দিলেন।সত্যি ই আপু আমাদের একতা থাকলে আমরা সবকিছু থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65837.38
ETH 2629.05
USDT 1.00
SBD 2.67