''এসো নিজে করি'' জল রং দিয়ে আমার আজকের রঙিন একটি চিত্র অঙ্কন !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

রঙিন আকাশ ও জঙ্গলের ভিতর দিয়ে নদীর পাথরের পার

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে আমি প্রথম বারের মতো অংশগ্রহণ করেছি। আমি কমিউনিটির সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ইভেন্ট দেয়ার জন্য। আর সেই ইভেন্টে আমি অংশগ্রহণ করতে পেরে সত্যি অনেক আনন্দিত।

IMG-20211009-WA0126.jpg

IMG-20211008-WA0060.jpg

আজকে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন ভাবে নতুন কিছু তৈরি করার। জল রং দিয়ে অঙ্কন করতে বেশ ভালো লাগে আমার। তবে একটি চিত্র অঙ্কন করতে বেশ সময় ও ধৈর্য লাগে। আমি আজকের এই চিত্রটির মধ্যে বুঝিয়েছি এটি একটি জঙ্গলের মধ্যে একটি নদীর পার ও সেই পারে অনেক গুলো পাথর। পাথরের উপরে রয়েছে একটি লাল নৌকা ও এক পাশে একটি ছোট হারিকেনের আলো। চার পাশেই রয়েছে ঘন জঙ্গল। আকাশের মধ্যে রংধনু। আর সেই আকাশের রঙে আলোকিত হয়ে আছে নদীর পানি।

চিত্র টি অঙ্কন করার পর আমি এটিকে ফ্রেম বন্দি করেছি। ফ্রেম করার পর আমার কাছে মনে হয়েছে চিত্রটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ঘরের দেয়ালে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি এই চিত্রটি ফুটিয়ে তোলার। আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে এই চিত্রটি অঙ্কন করা ও ফ্রেম তৈরি করার প্রতিটি ধাপ সুন্দর ভাবে শেয়ার করেছি। আশাকরি আপনাদের কাছে আমার এই চিত্রটি ভালো লাগবে।

এই অঙ্কনটি করতে আমাকে ব্যবহার করতে হয়েছে ১২ কালারের জল রং , আজকে আমার এই চিত্রটি অঙ্কন করতে সব গুলো কালার এই ব্যবহার করতে হয়েছে। ছোট ও বড় সাইজের কিছু ব্রাশ , একটি আর্ট পেপার ও আধা কাপ পানি যা দিয়ে ব্রাশ গুলো ভিজিয়ে নিতে হয়।

1.

3.jpg

2.

04.jpg

3.

2.jpg

4.

4.jpg

5.

5.jpg

6.

6.jpg

7.

7.jpg

8.

8.jpg

9.

9.jpg

10.

10.jpg

11.

11.jpg

12.

12.jpg

13.

13.jpg

14.

14.jpg

15.

15.jpg

16.

16.jpg

17.

17.jpg

18.

018.jpg

19.

18.jpg

20.

19.jpg

21.

20.jpg

22.

21.jpg

23.

22.jpg

24.

23.jpg

25.

24.jpg

26.

25.jpg

27.

26.jpg

28.

27.jpg

29.

1.jpg

30.

ছবি অঙ্কন করার ধাপ গুলো শেষ হয়ে গিয়েছে। এটাই হলো ফাইনাল অঙ্কন।

IMG-20211008-WA0060.jpg

এখন আমি ফ্রেম তৈরি করার ধাপ গুলো দেখাবো। ফ্রেম তৈরি করার জন্য আমাকে ব্যবহার করতে হয়েছে একটি কাটুনের মোটা অংশ। যেখান থেকে আমি কেটে নিয়ে ফ্রেম তৈরি করেছি। সাথে দেয়ালে ঝুলানোর জন্য সুতো। বডার দেয়ার জন্য হলুদ ও লাল পেপার। কাটার জন্য কেচি এবং লাগানোর জন্য আঠা।

31.

IMG-20211009-WA0146.jpg

32.

IMG-20211009-WA0145.jpg

33.

IMG-20211009-WA0144.jpg

34.

IMG-20211009-WA0143.jpg

35.

IMG-20211009-WA0142.jpg

36.

IMG-20211009-WA0141.jpg

37.

IMG-20211009-WA0140.jpg

38.

IMG-20211009-WA0139.jpg

39.

IMG-20211009-WA0138.jpg

40.

IMG-20211009-WA0137.jpg

41.

IMG-20211009-WA0136.jpg

42.

IMG-20211009-WA0135.jpg

43.

IMG-20211009-WA0134.jpg

44.

IMG-20211009-WA0133.jpg

45.

IMG-20211009-WA0132.jpg

46.

IMG-20211009-WA0131.jpg

47.

IMG-20211009-WA0128.jpg

48.

IMG-20211009-WA0130.jpg

49.

IMG-20211009-WA0124.jpg

আমার ঘরের হলুদ দেয়ালে ঝুলানো অবস্থায় ফ্রেমটি।

50.

IMG-20211009-WA0126.jpg

IMG-20211009-WA0127.jpg

IMG-20211009-WA0129.jpg

আশা করি আপনাদের কাছে আমার আজকের অঙ্কনটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে ড্রইং করা কোন মুখের কথা নয়, আমি জল রঙের ব্যবহার শিখেছিলামম। আমি বুঝি এই কাজগুলো কতটা ধৈর্য সহকারে করতে হয়। আপনি খুবই সুন্দর ভাবে এই দৃশ্যটি তৈরি করেছেন। আমার অনেক পছন্দ হয়েছে।

 3 years ago 

হা, ভাইয়া আপনি ঠিক বলেছেন, প্রথমে আমি অনেক চেষ্টার পরেও কোন কিছুই আঁকতে পারতাম না।
কিন্তু আস্তে আস্তে ট্রাই করার পর, এখন আমি অনেক ভাল কিছু আঁকতে সক্ষম।

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও আপু এতো সুন্দর মানে সুনিপুণ ভাবে আপনি জল রং ব্যবহার করে পাহাড় পার,নদী, জঙ্গল ও আকাশ অঙ্কন করেছেন। খুব ভালো লাগে আপনার কাজ। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হা, আপু আমি চেষ্টা করি অনেক সুন্দর ভাবে ছবি আঁকার,
যাতে আপনাদের কাছে আমার আকা দৃশ্যগুলো গুলো অনেক ভালো লাগে।
অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু!!!আমি তো জাস্ট বাকরুদ্ধ হয়ে গেলাম!এতোটা জোস কিভাবে আঁকতে পারেন আপনি! আমি তো তাকিয়েই ছিলাম।আরেকটা কথা না বললেই নয়। আপনি খুব সুন্দর আপু। মাশাল্লাহ। 🥰
আর আপনার আঁকাটাও জাস্ট মাশাল্লাহ, আর কোনো কিছু বলার ভাষা নেই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু, আসলে সত্যি কথা বলতে অনেক চেষ্টা করি সব সময় ভালো কিছু করার। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন। ভাল লাগলো।

 3 years ago 

আপনার দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। জল দিয়ে ড্রয়িং করা তো খুব কঠিন কাজ।সেই কঠিন কে জয় করছেন আপনি। আপু আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

নিজে থেকে সবসময় চেষ্টা করি ভাল করার,অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপু জল রং দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আপনার সৃজনশীলতা প্রশংসা করতেই হয়।আপনার জল রং দিয়ে আংকন করা চিত্র চমৎকার হয়ে থাকে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

হা ভাইয়া, সময় নিয়ে অংকন করি, তাই অনেকটাই ভাল হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি শুনেছি জল রং দিয়ে ছবি আঁকা নাকি খুব টাফ ট্রেনিং না থাকলে সবাই এটা করতে পারে না তবে আপনি জল রং দিয়ে খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপনার জন্য শুভকামনা

 3 years ago 

অনেক বার চেস্টার ফলে ভাল কিছু করা সম্ভব। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

জল রঙ দিয়ে আপনি অনেক সুন্দর করে রঙিন চিত্র অংকন করেছেন সাথে সুন্দর ভাবে ধাপে ধাপে বিষয়টা উপস্থাপন করেছেন।অনেক ভালো হয়েছে।শুভ কামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

একবাক্যে অসাধারণ সুন্দর 💚
আসলে ডাই প্রজেক্ট আমাদের জন্য আশীর্বাদ স্বরুপ। এতে আমাদের সৃজনশীল বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে আমাদের ঘরগুলো আমাদের সুন্দর হাতের কাজে সুন্দর সাজে সজ্জিত হচ্ছে। আপনার হাতের কাজটি খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

ওরে বাবা এতো বুদ্ধি আর আইডিয়া নিয়ে আপনি ঘুমান কেমনে? এতো কিছু কল্পনা আর তার চিত্রাংকন, বেশ বেশ বেশ।

আপনার লেখা না পড়লে আমি তো জীবনেও উদ্ধার করতে পারতাম না কি ড্রয়িং করেছেন, কারন আমার মাথায় এইসব একদমই ঢুকে না, হি হি হি।

 3 years ago 

হাহাহা, ভাইয়া আমি এটা করতে করতে অভস্ত্য তাই সম্ভব হয়। আপনার কথা শুনে হাসি আটকাতে পারছি না। হাহা,

আমি জানি সহজে কেউ বুঝতে পারবে না। তাই ভাল করে লিখে বুঝানোর চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনারা চিত্র অংকন টি দেখে খুব ভালো লাগলো। তাই আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59248.66
ETH 2601.84
USDT 1.00
SBD 2.43