আমার লেখা ভালোবাসার আবেগ মাখা গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

ভালোবাসার আবেগ মাখা গল্প

cat-7536508_640.jpg

image source
ভালোবাসা শব্দটা মাত্র চারটা অক্ষরের আবার যদি এটাকে ইংলিশে love বলি তাও মাত্র চারটায় যখন কিন্তু এই চারতা অক্ষরের মধ্যে জড়িয়ে আছে মানুষের সারাজীবনের আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, অপমান, আরো কতকিছু। আসলে এই ভালোবাসাকে কেন্দ্র করে মানুষের জীবনে ঘটে যাই অনেক কিছু একেক জনের জীবনের কাহিনী হবে একেক রকম। মানুষের সবকিছু ভিন্ন রকম হলেও ভালোবাসা কিংবা love শব্দটা একইরকম। ভালোবাসি শব্দটা মুখে বলা যতটা সহজ বিষয় ঠিক তেমনি ভালোবাসাটাকে রক্ষা করাও অনেক কঠিন একটা বিষয়। এই ভালোবাসার মধ্যে জড়িয়ে থাকে একটা মানুষের দায়িক্ত, ত্যাগ ও লুকিয়ে রাখা অনুভূতির জোয়ার। ভালোবাসা নিয়ে যদি লিখতে যাই হয়তো কখনো আবেগ দিয়ে লেখা গুলো শেষ করতে পারবোনা।

ভালোবাসা নিয়ে কথা বলতে ভালোলাগে, ভালোলাগে ভালোবাসতে, ভালোলাগে ভালোবাসাময় স্মৃতির সময় গুলো ভাবতে। ভালোলাগে ভালোবাসার সাগরে হারিয়ে যেতে। ভালোবাসা তুমি এমন কেন ? মাঝে মাঝে এত কষ্ট দিয়ে শেষ করে দাও মানুষের জীবন। আসলে ভালোবাসাটাই এমন কখনো আনন্দ আবার কখনো সেই ভালোবাসার জন্য দুঃখের সাগরে ভেসে বেড়ানো। ভালোবাসাময় কাছের মানুষ গুলো দূরে চলে গেলে কতটা কষ্ট আর কতনা বেদনাদায়ক এক রক্তাত অনুভূতি তা হয়তো বলে বুঝানো সম্ভব না আর এটা আমাদের পৃথিবীতে বেঁচে থাকা প্রতিটি মানুষের অনুভূতি। সকলেরই এই অনুভুতিটা পেয়ে থাকে ও অনুভব করে থাকে।

বাস্তব জীবনে মন থেকে ভালোবাসলে কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। আর যদি সে চলেও যাই তাহলে এটাই সত্য সে কখনো তোমাকে ভালোবাসেনি। অতীতের ভালোবাসা কিংবা প্রথম ভালোবাসা বলতে কিছু নেয়। প্রথম প্রেম আর প্রথম ভালোবাসা কখনো ভুলে যাওয়ার না এটা নিত্যান্ত একটা ভুল কথা ও ভুল ব্যাখ্যা বলে আমি মনেকরি। কারণ ভালোবাসাটা বর্তমানের আর বর্তমানে আপনি কেমন আছেন কিভাবে আছেন সেটাকে ঘিরেই আপনার সকল অনুভূতি ও আবেগ জমানো ভালোবাসা। হয়তো আপনি এটা বলতে পারেন আমি সত্যি তাকে অনেক বেশি পছন্দ করলাম কিংবা জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাহলে সেটা হবে আপনারা বানানো একটা ভুল কথা কারণ যদি এতই ভালোবাসা থাকতো তাহলে কখনো কোনোদিন কোনোভাবে আপনারা আজ আলাদা থাকতেন না।

বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা ও ভালোবাসার স্মৃতিরা। কখনো যেন এই সুন্দর ভালোবাসায় ঘেরা পাতা গুলো ছিড়ে না যায় সেই কামনা করি। চেষ্টা করেছি নিজের আবেগ ও ভালোবাসার অনুভূতি দিয়ে কিছুতা আবেগ প্রকাশ করার। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

সমাপ্ত

1.png

break.png

banner-abb23.png

Sort:  

প্রথমে তো ভেবেছিলাম মনে হয় কোন প্রেমের গল্প। 😁 কিন্তু আপু, প্রেম ভালোবাসা এই শব্দগুলোকে আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই। এবার কেন ভয় পাই সেটা হয়তো আপনি বুঝতে পেরেছেন। মানুষ যদি সত্যিকারে কেউ কাউকে ভালবাসে তাহলে ছেড়ে যাওয়া একদমই সম্ভব নয়। তার একটা বাস্তব উদাহরণ আমি এখন দেখতে পাচ্ছি। আমাদের কলকাতার খুব বিখ্যাত দুজন অভিনয়শিল্পী ঐন্দ্রিলা এবং সব্যসাচী তাদের ভালোবাসার গল্প। একজন ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর একজন তার ভালো এবং সুস্থ হয়ে ওঠার জন্য বিভিন্ন জায়গায় মাথা ঠেকে বেড়াচ্ছে। সুতরাং সত্যিকারে ভালোবাসলে তাকে ছেড়ে যাওয়া একদমই সম্ভব না, এটা আমিও বিশ্বাস করি।

 2 years ago 

সত্যি ভালোবাসা এই চারটি শব্দের মাঝে লুকিয়ে আছে আবেগ , অনুভূতি , সুখ-দুঃখ ও অপমান ইত্যাদি। এই ভালোবাসার কারণে কেউ পায় দুঃখ আবার কেউ সুখ। কারো জীবন হয়ে ওঠে সুখের আবার কারো দুঃখের। আর যখন ভালবাসার মানুষ দূরে চলে যায় তখন মানুষের বেঁচে থাকাই মুশকিল হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন বাস্তব জীবনে মন থেকে কেউ কাউকে ভালোবাসলে ছেড়ে যেতে পারে না কখনো। অনেকেই আছে ভালোবাসার নামে প্রতারণা করে। অন্যজনকে কষ্ট দিয়ে চলে যেতে তাদের ভালো লাগে। তাদের মন নিয়ে খেলা করে।

 2 years ago 

আসলেই ভালোবাসা চারটা শব্দের হলো এর দায়িত্ব অনেক ।ভালোবাসা কাউকে হাসায় আবার কাউকে কাঁদায় ।আপনার ভালোবাসার গল্পটা শুনে অনেক কিছু বুঝতে পারলাম আপু। ভালোবাসা হয়তো সবার জীবনে আসে কারণ ক্ষণিকের জন্য, আবার কারোর দীর্ঘ স্থায়ী হয়ে ।আশা করি আপনি আরো সুন্দর সুন্দর গল্প আমাদের মাঝে উপহার দিবেন ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

ভালোবাসা কথাটির প্রতি ছোট্ট হলেও এর ভিতরে লুকিয়ে আছে হাজারো রাগ, অভিমান ,ভালোবাসা কেউ কাউকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা।
সত্যি আপু কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না । শত দুঃখ কষ্ট হলেও সে ভালোবাসার মানুষটিকে ছেড়ে যায় না তাই আমিও চাই বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা ও ভালোবাসার মানুষ এবং তাদের স্মৃতি গুলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে বর্তমানে যা পরিস্থিতি বেশীর ভাগকেই দেখি যখন তখন, যার তার ভালোবাসায় পড়ে যাচ্ছে। আচ্ছা ভালোবাসা কি সত্যিই এত সস্তা যে যখন তখন ভালোবাসায় পড়ে যাওয়া যায়? আমি মনে করি মন থেকে সত্যিই টান তৈরী না হলে কারো দিকে এগোনো উচিত না। সাময়িক সময় কাটানোর জন্য কারো আবেগ নিয়ে খেলার অধিকার তো কারোই নেই। যেই কারণে বর্তমানে এত হতাশা, এত আত্মহত্যা। শুরু থেকেই খুব বুঝে পদক্ষেপ ফেলতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য।

 2 years ago 

সত্যি আপু আপনি ভালোবাসা নিয়ে দারুণ কিছু কথা বলেছেন। ভালোবাসা কখনো কাঁদায় আবার কখনো হাসায়। ভালোবাসার স্মৃতি গুলো ভাবতে আসলে অনেক ভালো লাগে। ভালোবাসার জন্য আবার অনেকে জীবনও দিয়ে দেয়। আসলে ভালোবাসা এমনি হয়ে থাকে। ধন্যবাদ।

 2 years ago 

আরে বাহ আপু তো অনেক দিন পর এসব ব্লগ দেখলাম ৷ আপু ভালোবাসা তো বেশ ভালোই বুঝে ৷ হিহিহি মজা করলাম আপু মনে কিছু নিয়েন না ৷

এটা ঠিক বলেছেন আসলে ভালোবাসা এটা এমন একটা জিনিস যা সারা জীবনের জন্য ৷ আর এই ভালোবাসাকে নিয়ে অনেক অনুভুতি যা আসলে নললেওদ শেষ করার মতো নয় ৷ তাই নিজের কাছে রেখে দিলাম ৷
তবে আপনার লেখা প্রতিটি লাইন সত্যি অসাধারণ আর পারফেক্ট কথা গুলো তুলে ধরেছেন ৷
ধন্যবাদ আপু ৷

 2 years ago 

ভালোবাসা তুমি এমন কেন ? মাঝে মাঝে এত কষ্ট দিয়ে শেষ করে দাও মানুষের জীবন।

যখন কেউ ভালোবাসার বাঁধনে প্রিয় মানুষটিকে বেঁধে রাখে তখন সেই ভালোবাসা হয় সত্যিকারের ভালোবাসা। আর যারা বিভিন্ন অজুহাতে দূরে চলে যায় তাদের মাঝে কখনো ভালোবাসা ছিলোই না। আসলে ভালোবাসার আবেগ কিংবা অনুভূতি বড়ই অদ্ভুত। হয়তো মনের জমা ভালোলাগাগুলো ভালোবাসায় পরিণত হয়। যদি সেই ভালোবাসা গুলো পূর্ণতা পায় তখন অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66