মহাবিশ্ব নিয়ে স্বল্প কিছু জ্ঞান।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

বেশ কিছুদিন যাবৎ তেমন কাজটাজ না থাকার কারণে ঘরে বসে বসে এককথায় বিরক্ত হচ্ছিলাম। তাই ইউটিউবে ঢুকে মাঝে মধ্যেই ভিডিও দেখতাম। কখনো কোনো নাটক , কখনো কখনো আবার কারোর জীবনী নিয়ে তৈরী ভিডিও। তবে এর মাঝেই কিছু বিজ্ঞান বিষয়ক ভিডিও সামনে আসতো । প্রথম প্রথম সেইগুলোকে উপেক্ষা করলেও , প্রায়ই যখন সামনে আসতো তখন একটা ভিডিও প্লে করে দেখা শুরু করি। আমি মোটেও ভাবতে পারিনি যে এই ভিডিও গুলো এতো টুইস্টএ ভরা থাকবে। আসলে ভিডিও গুলো আমাদের মহাবিশ্বকে কেন্দ্র করে বানানো। আমি যখন সেই ভিডিও গুলো দেখছিলাম আমি সত্যিই একদম হারিয়ে গিয়েছিলাম আলাদা একটা জগতে ।


শুরুতে আশা যাক আমাদের সৌরজগৎ নিয়ে। আমি জানতাম যে আমাদের সৌরজগতের সকল গ্রহ গুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। কিন্তু প্রকৃত অর্থে ব্যাপারটা তা নয়। প্রতিটা গ্রহের ভর অনুযায়ী সূর্য এবং সেই গ্রহ তারা তাদের "ব্যারিসেন্টার " কে কেন্দ্র করে ঘুরছে। আর যেহেতু সূর্যের ভর সব গুলো গ্রহের তুলনায় অনেক বেশি তাই "ব্যারিসেন্টার " সূর্যের মধ্যেই পরে যায়। এবং প্রতিটা গ্রহের ভর অনুযায়ী যেই ব্যারিসেন্টার তৈরী হয় সেই প্রতিটা ব্যারিসেন্টার কেন্দ্র করেই সূর্য ঘুরছে। ভাবা যায় কত জটিল একটা প্রক্রিয়া এটা। সত্যিই অসাধারণ লেগেছিলো আমার কাছে সেই ভিডিও টি।


আবার আরেকটা ভিডিওতে জানতে পেরেছি যে আমাদের সৌরজগৎ সহ সকল কিছু আমাদের ছায়াপথের কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ আমরা গতিশীল। পৃথিবীতো নিজের অক্ষের পাশা পাশি সূর্যকে কেন্দ্র করে ঘুরছেই আবার সেই সাথে সৌরজগতের সাথে আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রকেও কেন্দ্র করে ঘুরছে। মানে একসাথে কতগুলো প্রক্রিয়া ঘটছে ! আসলেই প্রকৃতি বড়ই বিস্ময়কর। আবার সেই ভিডিওতেই জানতে পারলাম আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রে রয়েছে বিশাল বড় একটা ব্ল্যাকহোল।


আমি এই ভিডিও গুলো দেখার সময় সত্যিই একটা আলাদা জগতে হারিয়ে গিয়েছিলাম। কেননা প্রকৃতি বিস্ময়কর। আর আপনি যখন সেই বিস্ময়কর জিনিস গুলোকে একটু একটু করে জানা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার সেইটা আরো জানার প্রতি আগ্রহ জাগবে। যাই হোক , আমি জানিনা আমার সেই কথা গুলো ঠিক ভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা তবে যদি ভুল হয় কোথাও অবশ্যই সেটাকে ক্ষমার চোখে দেখবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ধৈর্য্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 months ago 

মহাবিশ্ব নিয়ে টুকটাক জ্ঞান সবারই থাকা দরকার। আমিও মাঝেমধ্যে এই ধরনের ভিডিও দেখার চেষ্টা করি। যাইহোক আপনি তো ইউটিউবে ভিডিও দেখে মহাবিশ্ব নিয়ে মোটামুটি ভালোই জ্ঞান অর্জন করেছেন। সিয়াম ভাই এই ধরনের পোস্ট মাঝেমধ্যে করে থাকে এবং উনার এই ধরনের পোস্ট গুলো পড়লে অনেক কিছুই জানা যায়। যাইহোক প্রকৃতি আসলেই বিস্ময়কর। এমন তথ্যমূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মহাবিশ্ব সম্পর্কে জানার আগ্রহ প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে তীব্রভাবে থাকে। তবে আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো একেবারেই সঠিক। মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ উপগ্রহ গতিশীল এবং সেই সাথে আমরাও গতিশীল। আমিও যখন মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি তখন হারিয়ে যাই অদৃশ্য কোন জগতে। খুব শিক্ষামূলক একটা পোস্ট ছিল আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62854.40
ETH 2463.99
USDT 1.00
SBD 2.65