DIY - এসো নিজে করি - বিভিন্ন আইটেম ও জল রং ব্যবহার করে রুপচাদা মাছের ঝুলন্ত ওয়ালমেট তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

বিভিন্ন আইটেম ও জল রং ব্যবহার করে রুপচাদা মাছের ঝুলন্ত ওয়ালমেট তৈরি

20211101_173442.jpg

23.jpg

31.jpg32.jpg33.jpg
IMG-20211101-WA0026.jpgIMG-20211101-WA0036.jpgIMG-20211101-WA0039.jpg

নতুন দিনে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আমি আইরিন ইসলাম আবারো যুক্ত হলাম। আমি প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে আকর্ষণীয় নতুন কিছু তৈরি করে আপনাদের সাথে উপস্থাপন করার। আমার একটা বিষয় মনে পড়লে সত্যি খুব আনন্দ লাগে আর এই বিষয়টি হলো প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ভাবে তার নিজস্ব একটি দক্ষতা থাকে। আবার কিছু মানুষের বেশ কিছু দক্ষতাও রয়েছে। তবে সবাই তার সেই দক্ষতা গুলো প্রকাশ করতে পারে না। অথবা কারো কাছ থেকে সে তার গুনের কোনো মূল্যায়ন পাই না। কথা গুলো বলার কারণ এটাই যে আমার বাংলা ব্লগ এ যারা যুক্ত আছে যারা এখানে তাদের সময় দিয়ে নিজের দক্ষতা ও তার নিজের গুনাগুন গুলো প্রকাশ করতে পারছে। আর প্রতিটা কাজে এত এত পরিমান ভালোবাসা ও এত পরিমান প্রশংসা এখান থেকে পাওয়া যাই যার ফলে নিজের দক্ষতা পিছিয়ে থাকলে সামনে খুব দ্রুত আগাতে সাহায্য করে।

আজকে আমি বেশ কিছু আইটেম ও জল রং ব্যবহার করে রূপচাঁদা মাছের একটি ঝুলন্ত ওয়ালমেট তৈরি করেছি। যা দেখতে খুব সুন্দর হয়েছে ও অনেক আকর্ষণীয় হয়েছে। এই ওয়ালমেট টি তৈরি করতে আমার বেশ সময় ও ধর্য্য ধরতে হয়েছে। মাঝে মাঝে কিছুটা বিরক্ত হলেও ধর্য্য নিয়ে কাজ শেষ করার পর নিজের কাছেই অনেক ভালো লাগে এটা ভাবতে যে এটি আমার দক্ষতা ও আমার শ্রম দিয়ে তৈরি করেছি যা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এই ঝুলন্ত ওয়ালমেট টি তৈরি করার প্রতিটি ধাপ। আমি এমন ভাবে ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা একের পর এক ধাপ গুলো দেখলেই খুব সহজে বুঝে যাবেন কি ভাবে এটি তৈরি করা হয়েছে ও কি কি প্রয়োজন হয়েছে। আমি মনে করি আমার আজকের এই রূপচাঁদা মাছের ঝুলন্ত ওয়ালমেট টি অনেক ভালো লাগবে। মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ..........

এই ওয়ালমেট টি তৈরি করতে আমাকে ব্যবহার করতে হয়েছে - একটি মোটা কাটুনের কাগজ , একটি সাদা কাগজ ,মার্কার কলম , জল রং , পানি , আইকা আঠা ও সুতা।

এখান থেকে আমার ওয়ালমেট তৈরির ধাপ গুলো শুরু করলাম।

1.

1.jpg

2.

2.jpg

3.

3.jpg

4.

4.jpg

5.

5.jpg

6.

6.jpg

7.

7.jpg

8.

8.jpg

9.

9.jpg

10.

10.jpg

11.

11.jpg

12.

12.jpg

13.

13.jpg

14.

14.jpg

15.

15.jpg

16.

16.jpg

17.

17.jpg

18.

18.jpg

19.

19.jpg

20.

20.jpg

21.

21.jpg

22.

22.jpg

23.

23.jpg

24.

24.jpg

25.

25.jpg

26.

26.jpg

27.

27.jpg

28.

28.jpg

29.

29.jpg

30.

30.jpg

31.

31.jpg

32.

32.jpg

33.

33.jpg

34.

34.jpg

35.

35.jpg

IMG-20211101-WA0026.jpgIMG-20211101-WA0036.jpgIMG-20211101-WA0039.jpg

দেখতে দেখতে তৈরি করা হয়ে গেলো রূপচাঁদা মাছের ঝুলন্ত ওয়ালমেট। আশাকরি আপনাদের কাছে আমার আজকের এই কাজটি ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago (edited)

অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট।রুপচাঁদা মাছ এমনেই অনেক সুন্দর। আমার খুব সুন্দর লাগে রুপচাঁদা মাছ। আপনার আর্ট দেখে আরো ভালো লেগেছে।
মজা করলাম আপু আপনার ওয়াল মেট করা এতই নিখুঁত আর সুন্দর হয়েছে। যেন মনে হচ্ছে আপনি এটি আরট করেছেন।বুঝার উপায় নাই যে এটি আপনি হাতে বানিয়েছেন।
ধন্যবাদ আপনাকে আপু। এটিআমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি অসাধারণ হয়েছে, কাগজ এবং রং দিয়ে তুমি খুব সুন্দর রুপচাঁদা মাছের ওয়ালমেট তৈরি করেছ। তোমার প্রতিভা খুবই তীক্ষ্ণ। দক্ষতা এবং ধৈর্য সহকারে রূপচাঁদা মাছের ওয়ালমেট তৈরি করেছো দেখে বোঝা যাচ্ছে।ধন্যবাদ, তোমাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার ভাবে আপনি বিভিন্ন আইটেম ও জল রং ব্যবহার করে রুপচাদা মাছের ঝুলন্ত ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন আর্ট করেন আপনি। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ আপনি খুব সুন্দর ভাবে জল রং দিয়ে রূপচাঁদা মাছের চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আর আপনি এরকম চিত্র অঙ্কন করতে পারেন, আপনার চিত্র দেখলে বুঝতে পারতাম না। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রূপচাঁদা মাছের ওয়ালমেটটি সত্যিই অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় ও শ্রম দিয়ে কাজটি করেছেন এবং শেষমেষ আপনি আপনার কাজটি খুব সুন্দর করে শেষ করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি এ কথাটা ঠিক বলেছেন বিরক্ত লাগলেও কাজের শেষে কাজের সৌন্দর্যটা দেখেই মন ভালো হয়ে যায়। আর আপনার পোস্টগুলো সবচেয়ে বেশি ইউনিক হয় আমার কাছে যা মনে হয়। আর আপনি এতটা ধৈর্য সহকারে সবকিছু করেন যে নিজের দেখতেই বেশি ভালো লাগে। আপনি সত্যিই সবকিছু খুব ভালো তৈরি করতে পারেন যা আমাদের দেখেই অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি কথা আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই মুগ্ধ হয়ে গেলাম জল রং দিয়ে রূপচাঁদা মাছ আপনি ঝুলন্ত ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভাল লাগল এবং এগুলো করতে অনেক সময় লাগে এবং অনেক দক্ষতার সাথে আপনি সম্পূর্ণ করেছেন। আসলেই অনেক ভালো লাগার ছিল অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনি ভালো কাজ করে যাচ্ছেন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার রুপচাদা মাছের ঝুলন্ত ওয়ালমেটটি আমার ভিশন পছন্দ হয়েছে। আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপু জল রং তৈরী করা আপনার প্রতিটি পোস্ট চমৎকার হয় আমার খুব ভালো লাগে। এতো সুন্দর ও নিঁখুত ভাবে আপনি কাজ করেন যা কাজের প্রতি ১০০% মনোযোগ র ভালবাসা না থাকলে সম্ভব না। অনেক সুন্দর হইছে আপু। ভালবাসা রইল।

 3 years ago 

ওয়াও অসাধারন কারুকাজ এবং অসাধারণ চিত্রাংকন। সব মিলিয়ে আপনার ডাই পোস্টকে অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। প্রত্যেকটি মাছ আমার কাছে ভালো লেগেছে। আর কাগজ দিয়ে সুন্দরভাবে আপনি তা বানিয়েছেন সত্যিই প্রশংসনীয়। আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68787.38
ETH 2733.78
USDT 1.00
SBD 2.72