সময়ের সৎব্যবহার।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

পৃথিবীতে সময় এমন একটা জিনিস যেটা কিনা চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায়না । যেহেতু সময় একবার গেলে আর ফিরে আনা যায়না সেহেতু সময় আমাদের কাছে কতই মূল্যবান থাকার কথা। কিন্তু আদেও কি আমরা সময়কে কোনো গুরুত্ব দেই? না , যদি আমরা একটু গভীর ভাবে চিন্তা করি তাহলেই কিন্তু আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করবে। দেখুন , আমাদের এই জীবন একদম নির্ধারিত। আপনি হাজার চেষ্টা করেও সেটাকে বাড়াতে বা কমাতে পারবেন না। তাহলে ভেবে দেখুন আমাদের এই নির্ধারিত জীবনটাতে আমরা কত নানান রকম ভাবে আমাদের সময় গুলো নষ্ট করে থাকি। ব্যাপারটা সত্যিই দুঃখজনক।

সত্যি কথা বলতে আমরা কিন্তু জানিনা আমাদের জীবনের সময় সীমা কতটুকু। যদি আমরা জানতাম যে আমাদের সময় ৪০ বছর পর্যন্ত অথবা আমরা হয়তো আর ১০ বছর বা ৫ বছর বাঁচবো তাহলে কিন্তু আমরা কোনোদিন ও আমাদের সময় অযথা নষ্ট করতাম না। নিজেদের সময়টাকে সুন্দর ভাবে ব্যবহার করতাম। এমনকি আমাদের প্রতিটা কাজের প্রতিও আরো গুরুত্ব বেড়ে যেত। আমরা আসলেই বোকা , আমাদের সময় সীমিত সেটা জানা সত্ত্বেও আমরা নানান রকম ফালতু কাজে নিজেদের সময় নষ্ট করি। আমাদের এইসব থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যাতে আমাদের সময়কে সুন্দর ভাবে ব্যবহার করতেই পারি সেটা খেয়াল রাখতে হবে।

আমাদের মনে রাখতে হবে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমাদের এই সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে। এবং আমাদের জীবনকে একটা নিয়ম এর মধ্যে আবদ্ধ করতে হবে। যাতে আমরা আমাদের সময়টাকে সুন্দর ভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন তৈরী করতে পারি তাহলে আমরা অযথা যে সময় গুলো শুয়ে বসে কাটাই তাহলে সেটা আর নষ্ট হবে না। এবং আমরা আমাদের জীবন অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। কেননা , তখন আমাদের কাজ গুলো করার মতো সময় বেশি থাকবে। যে সময়টা অযথা নষ্ট করতাম সেটাকে তখন কাজে লাগাতে পারবো।

তাই আমরা সব সময় চেষ্টা করবো নিজেদের সময়কে সঠিক ভাবে ব্যবহার করার। কেননা এই সংক্ষিপ্ত জীবনের ১ মিনিট নষ্ট করাও ঠিক হবে না। সময় অমূল্যবান একটা জিনিস। টাকা দিয়েও যেটাকে ফিরিয়ে আনা সম্ভব না। এবং মনে করতে হবে আপনি কাল অবধি বাঁচবেন। এতে করে আপনি নিজেকে সময় নষ্ট করার থেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন। তাই আমরা চেষ্টা করবো যাতে আমাদের প্রতিটা মুহূর্ত যেন ভালো কাজে ব্যায় করি। আজ এই পর্যন্তই , ধন্যবাদ আপনাদের সবাইকে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

আসলেই সময়ের সৎ ব্যবহার করতে হবে, যদি সময়ের সাথে মিল রেখে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়া যায় তাহলে জীবনে সফল হওয়া সম্ভব। আর হ্যাঁ আমাদের সবার উচিত একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করা।

 2 months ago 

সত্যি ই আপু ছোট এই জীবনে সময়ের সদ্ব্যবহার করা আমাদের সকলের উচিত। সময়কে অপচয় করলে সময় আর ফিরে আসবে না।তাই সময়কে কাজে লাগাতে হবে আমাদের সকলের।

 2 months ago 

আমাদের জীবনটা একেবারেই ছোট, তাই কোনো ভাবেই জীবনটা হেলাফেলা করে কাটিয়ে দেওয়া যাবে না। রুটিন মোতাবেক চলতে পারলে সবদিক দিয়েই ভালো হয়। এতে করে সময়ের সঠিক মূল্যায়ন করা যায়। সর্বোপরি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। তবে পৃথিবীতে আমরা যেহেতু দুই দিনের মেহমান মাত্র, সুতরাং পরকালের জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। এককথায় বলতে গেলে আমাদের জীবনের পুরোটা সময় ইহকাল এবং পরকালের পিছনে ব্যয় করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার এই কথাটার সাথে আমিও সহমত আপু, আমরা আসলে কত বছর বাঁচবো, এই ব্যাপারটা আমরা জানি না। সেটা যদি জানতাম তাহলে আমরা সময়ের অপচয় কখনোই করতাম না। আমাদের সকলেরই উচিত সময়ের সদ্ব্যবহার করা। আর এই কাজটা যারা করতে পারে তারাই জীবনে সাকসেসফুল হয়। বেশ শিক্ষনীয় একটা পোস্ট ছিল আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64