ধৈর্য্য।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

image.png

image source

বর্তমানে আমাদের থেকে বড় একটা সমস্যা হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি না । আমাদের ধৈর্য শক্তি অনেক কম। যার কারণে আমরা অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজ করতে গেলেও ঠিক ঠাক ভাবে সম্পন্ন করতে পারি না। আসলে আমি মনে করি ধৈর্য্য সত্যিই খুবই ভালো একটা গুন্। এবং সবার থাকে না। আর যাদের কাছে এই মহৎ গুনটি রয়েছে তারা সেটাকে অর্জন করেছে। ধৈর্য জিনিষটা আসলে ১ দিন বা ২ দিনের অর্জন করা যায়না। এটাকে অর্জন করার জন্য প্রয়োজন দিনের পর দিন অভ্যাস গড়ে তোলা। নিজের মনকে সব সময় শান্ত রাখা। এইগুলো মোটেও স্বল্প দিনের কাজ না। আপনাকে অবশ্যই আস্তে আস্তে এইসব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ধৈর্য অর্জন করতে হবে।


একজন ধৈর্যশীল ব্যক্তি হওয়া আমাদের জন্য অতীব জরুরি। কেননা আমরা যদি জীবনে সফলতা চাই তাহলে ধৈর্যশীল হওয়া অবশ্যক। আমরা সবাই জানি , জীবনে সফল হতে হলে বার বার চেষ্টা করে যেতে হয়। আপনি প্রথম বার হেরে যাবেন , দ্বিতীয় বার হেরে যাবেন এভাবে করে আস্তে আস্তে হারার মাধ্যমে সাফল্যের দিকে আগাবেন। তো আপনার মধ্যে যদি সেই বার বার চেষ্টা করার মতো ধৈর্যই না থাকে তাহলে আপনি কিভাবে সাফল্যের দিকে আগাবেন ? তো স্বাভাবিক ভাবেই আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে।


আমি অনেক বড় বড় ব্যক্তিদের জীবনী পড়েছি। তাদের জীবনী জানতে পারলে বুঝা যায় , উনারা জীবনে শুধু মাত্র কিছু কিছু বিষয়কেই বেশি গুরুত্ব দিয়েছে। তার মধ্যে একটা হলো তাদের ধৈর্য। তারা যে কাজই করতো সেটাকে তারা ধৈর্য সহকারে করতো। এবং এতে করে সহজে এবং নিখুঁত ভাবে কাজ গুলো সম্পন্ন করতে পারতো। আসলে তাদের কিছু কিছু কথা আমাদের কাছে খুবই ভালো লাগে যেমন। রাতারাতি কেউই বড়োলোক হতে পারে না। আর যারা রাতারাতি বড়োলোক হয়েছে তারা কোনোদিনও সেটার যোগ্য হয়নি। আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটার যোগ্য হতে হবে।


তাই আমরা চেষ্টা করব নিজেদের সব সময় শান্ত রাখতে। এবং সব সময় ধৈর্য ধরতে। এতে করে আমাদের জন্যই মঙ্গল বয়ে আসবে। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের , ধৈর্য্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 months ago 

ধৈর্য্য শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক। জীবনে সফলতা অর্জন করতে হলে ধৈর্য্য ধারণ করার কোনো বিকল্প নেই। কারণ যেকোনো কাজ করতে গেলে প্রথম প্রথম প্রায় সবাই ব্যর্থ হয়। তবে যাদের ধৈর্য্য থাকে,তারা কিন্তু আবারও চেষ্টা করে সফলতা অর্জন করার জন্য। সুতরাং সবাইকে ধৈর্য্যশীল হতে হবে। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

কথাগুলো অনেক ভালো লাগলো আপু। হ্যাঁ যদি জীবনে সফল হতে চাই সেক্ষেত্রে ধৈর্য থাকা অতি জরুরী কেননা সফলতার পেছনে ধৈর্যের একটা অবদান থাকে। যারা কঠোর পরিশ্রম করে ধৈর্য ধারণ করতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে ধৈর্য জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে না। তবে ধৈর্য মানুষের সবথেকে বড় একটা গুন। ঠিক বলেছেন আপু আসলে বড় বড় মানুষের জীবনী পড়তে গেলে দেখা যায় তারা অনেক ধৈর্যশীল ছিলেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে চমৎকার একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সব মানুষের মধ্যে ধৈর্য থাকে না এটা একেবারে ঠিক কথা। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভেতরেই ধৈর্য থাকা গুরুত্বপূর্ণ। তাদের ভেতর ধৈর্য না থাকলেও সেই ধৈর্য টাকে আনতে হবে। সবকিছুর ক্ষেত্রে ধৈর্য ধরলে মানুষ ভালো কিছু অর্জন করে। ধৈর্য আসলেই অনেক বড় একটা গুণ। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকেই ধৈর্যশীল হতে হবে। কথায় আছে না ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আর আমরাও ধৈর্য ধরলে তার ফলটা মিষ্টি পাবো। অনেক ভালো লেগেছে আপনার পুরো পোস্টটি পড়তে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63696.24
ETH 2486.53
USDT 1.00
SBD 2.69