কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া

1.jpg

কুয়াকাটার কিছু স্পটের মধ্যে মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া হলো দুইটি স্পটের নাম। তবে এই দুইটি একসাথে অবস্থিত। মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরেই হলো মিষ্টি পানির কুয়া। আমি কখনো কোনোদিন কোনো মন্দিরের ভিতর প্রবেশ করিনি। আমার উদ্দেশ্যে ছিল সেই মিষ্টি পানির কুয়া দেখার জন্য। সেখানে প্রবেশের জন্য জন প্রতি বিশ টাকা করে টিকেট কাটতে হয়। গেইট দিয়ে সোজা ঢুকেলি মন্দিরের দরজা ও তার পাশদিয়ে একটু ভিতরেই মিষ্টি পানির কুয়া দেখা যাই। এই পানি কি আসলেই মিষ্টি নাকি তিতা সেটা আমার জানা নেই কারণ কুয়ার অনেকটা নিচে পানি থাকার কারণে খেয়ে দেখতে পারিনি।

কুয়াকাটা বিচ থেকে মোটরসাইকেল পাওয়া যাই তারা প্রতিটা স্পট আপনাকে ঘুরে দেখাবে। তাদের সাথে ভাড়া ঠিক করে কয়টা স্পট আমি ঘুরতে চাই সেই হিসাব করেই ভাড়া ঠিক করতে হয়। একটা মজার বিষয় হলো সেখানে কোনো রিক্সা নেই যা আছে সব ভেন ও মোটরসাইকেল। মোটরসাইকেল চালক সহ তিনজন খুব ভালোভাবেই বসা যাই ও এদের চালানোর সিস্টেমটাও খুব সুন্দর। তাদের কথা অনুযায়ী এখানে নব্বই দশকের আগে থেকে মোটরসাইকেল চলাচল করে আর ভেন বের হয়েছে কয়েক বছর হয়েছে মাত্র। এখানে মানুষ বেশিরভাব মোটরসাইকেলে চলে অব্যস্ত।

কুয়াকাটা বিচ থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এই মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া। এর সাথেই রাখাইন তাঁতি পল্লী যেখানে রাখাইনরা কাপড় তৈরি করে ও সেখানেই বিক্রি করে। আমরা সেখানে বেশি সময় ছিলাম না কিছুটা সময় মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া দেখে সেখান থেকে বের হয়ে রাখাইন তাঁতি পল্লীতে ঢুকে দোকান গুলো দেখে বের হয়ে যাই অন্য আরেকটি স্পট দেখার জন্য। পরবর্তী পোষ্টে কুয়াকাটার অন্য কোনো স্পট এর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

2.jpg

3.jpg

004.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

16.jpg

17.jpg

18.jpg

লোকেশন

ক্যামেরা OPPO F17
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনমিশ্রিপাড়া , কুয়াকাটা
তারিখ20.08.2022

সমাপ্ত

1.png

Sort:  

সুন্দর বর্ণনা দিলেন দিদি। পড়তে গিয়ে মনে হলো নিজেরই ঘরে বসে ভ্রমণ হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও অনেক বছর আগে কুয়াকাটায় গিয়েছিলাম। তখনও শুধু ভ্যান আর মোটরসাইকেলে দেখেছি। আমরা তো ভ্যানে করে খুব মজা করেছিলাম এবং এরকম বিভিন্ন মন্দির ঘুরে দেখেছিলাম ।আপনার কুয়াকাটা ঘোরার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। পরবর্তী ফটোগ্রাফি গুলোর অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনি পোস্টটি পড়ে আমার কুয়াকাটা যাওয়ার ইচ্ছে হচ্ছে। এবং মিষ্টি পানির কুয়া দেখতে ইচ্ছে করছে। আপনার মাধ্যমে ঘরে বসেই ছোট্ট একটা ভ্রমণ হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু কুয়াকাটা সামুদ্রিক এলাকা হওয়ায় এখানকার পানি অনেকটা লবণাক্ত।কিন্তু এই কুয়ার পানি স্বাভাবিক।আপনি হয়ত জানেন স্বাভাবিক পানি কেই মিঠা পানি বলা হয়।আর ইনফরমেশন গুলো মাথায় রাখলাম। কুয়াকাটা গেলে কাজে লাগবে।

 2 years ago 

কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া সম্পর্কে বেশ মজার তথ্য জানতে পারলাম আপনার এই পোস্টটি পড়ে। আপু আমার একটা বিষয় জানার খুব ইচ্ছে হচ্ছে সেটা হল, মিষ্টি পানির কুয়া থেকে পানি পান করার কি কোন সুযোগ ছিল না সেখানে। আর এই কুয়া থেকে পানি পান করার যদি কোন সুযোগই না থাকে তাহলে মানুষ জানলো কি করে যে এই কুয়ার পানি মিষ্টি?

 2 years ago 

বৌদ্ধ মন্দির এর কারুকার্য দেখে মুগ্ধ হতেই হয়। কি অসাধারণ, অসামান্য নির্মাণ। খুব ভালো লাগলো দিদি আপনার আজকের এই ফটোগ্রাফি এবং ভ্রমণ টুকু দেখে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আজকে শেয়ার করার জন্য আমাদের মাঝে।।

 2 years ago 

আপু মটরসাইকেল দিয়ে গেলে তো তাদের লাভ,তাই তারা অটো বা রিকসা চালাতে দেয় না। আমি কখনো যায়নি তবে শুনেছি। বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া দেখার জন্য জন প্রতি ২০ টাকা টিকেট আমার কাছে বেশিই মনে হয়েছে। মিষ্টি পানি যদি খাওয়াতো তাহলে মনকে বুঝানো যেত। মিষ্টি পানির কয়ার পানি অনেক কালো দেখলাম । যায়হোক আপনার মাধ্যমে কয়েকটি তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। কুয়াকাটা কয়েকবার যাওয়ার প্লান করার পরেও যাওয়া হয়নি। কিন্তু ইচ্ছা আছে খুব শীঘ্রই যাওয়ার। মটরসাইকেল দিয়ে ঘুরলে অল্প সময়ের মধ্যে কয়েকটি স্পট ঘোরাঘুরি করা যায়। ধন্যবাদ আপু আপনাকে কুয়াকাটা না গিয়েও কুয়াকাটার সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57642.15
ETH 2578.06
USDT 1.00
SBD 2.49