পরিকল্পনা।

in আমার বাংলা ব্লগ6 months ago

image.png

image source

আমাদের কল্পনা শক্তি কিন্তু অনেক ভালো ভালো কাজে ব্যবহার হতে পারে যদি আমরা সেটাকে সত্যিই ব্যবহার করতে চাই। জীবনে বাধার কোনো শেষ নেই , বাধা বিপত্তি এইসব কিছু নিয়েই আমাদের এই পুরো জীবনটা। আর সেই জীবনে আমাদের একটাই লক্ষ , খানিক সুখে শান্তিতে জীবনটাকে পার করা আর যতটা সম্ভব বিপদ আপদ থেকে নিজেকে দূরে রাখা। সেইক্ষেত্রে হয়তোবা আমরা আমাদের কল্পনা বা চিন্তাকে কাজে লাগিয়ে কঠিন কঠিন কাজ গুলোকে বেশ অনেকটা সহজ ভাবেই সম্পন্ন করে ফেলতে পারি। আসলে কঠিন কঠিন কাজ অথবা পরিস্থিতিতে যদি আমরা সঠিক ভাবে ভেবে চিন্তে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারি তাহলে সেইসব কাজ এবং পরিস্থিতি থেকে খুব সহজেই পরিত্রান পেতে পারবো।

আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের রাগ বা ক্রোধ। এটা আমাদের সকল কিছুকে নিমিষেই শেষ করে দিতে পারে। তাই আমি মনে করি সবার আগে আমাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা শিখা উচিত। কেননা এটা আমাদের সকল ভাবনা চিন্তাকে শেষ করে দিবে , আপনি যখন রাগান্নিত থাকেন তখন আপনার কিন্তু কোনো কিছুর আর পরোয়া হয়না।আমি অনেককেই দেখেছি শুধু মাত্র সামান্য একটা বিষয় নিয়ে রাগান্নিত হয়ে নিজেকেতো আঘাত করেই তাছাড়া আসে পাশে জিনিস পত্রের উপর রাগ ঝাড়তে থাকে। জেটার আসলে তার নিজের ক্ষতি ছাড়া আর কারোরই কিছু হচ্ছে না।

তা না করে যদি সে যদি সেই সময়টাতে চুপ করে নিজের আবেগ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কিন্তু না আর তার কোনো ক্ষতি হতো , না আসে পাশে মানুষ তাকে পাগল বলে সম্মোধন দিতো। আর আমি মনে করি যদি কারোর উপর প্রতিশোধ নিতেই হয় তাহলে সেটা মাথায় রাগ নিয়ে নয় বরং মাথা ঠান্ডা রেখেও আমরা সেই কাজটা করতে পারি। যদিও বদলা নেয়া জিনিষটা খুবই খারাপ। মানুষ হিসেবে একে অপরকে ক্ষমা করাই আমাদের স্বভাব হওয়া উচিত। আমি শুধু একটা উদাহরণ স্বরূপ ওটা বললাম। যাই হোক , মোট কথা আমাদের যেকোনো কাজই ভেবে চিন্তে , পরিকল্পনা করে তারপর করতে হবে।

আর এই কাজটি করার ক্ষেত্রে আমাদের অনুভূতি গুলোকে নিয়ন্ত্রণ করার কোনোই বিকল্পই নেই। আর আমরা যদি আমাদের রাগ , আবেগ গুলোকে নিয়ন্ত্রণ করে একদম ঠান্ডা মাথায় কোনো কাজ করতে পারি তাহলে সেই কাজ খুব সহজেই আমরা সম্পন্ন করতে পারবো। মূল হচ্ছে আপনার চিন্তাশক্তি আর আর আবেগ নিয়ন্ত্রণ। আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 months ago 

আসলে পরিকল্পনা মোতাবেক যেকোনো কাজ করলে অনেক সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে গেলে,সবকিছুই এলোমেলো হয়ে যায়। তাই জীবনে সফলতা পেতে হলে অবশ্যই ঠান্ডা মাথায় সুষ্ঠু পরিকল্পনা করে, তারপর এগিয়ে যেতে হবে। তাহলে সফলতা অর্জন করা সম্ভব। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

প্রত্যেকটা কাজে আগে থেকে পরিকল্পনা করা অনেক বেশি ভালো। কারণ পরিকল্পনা করা ছাড়া কোনো কাজ করা উচিত না। আমরা যদি পরিকল্পনা করা ছাড়া কোন কাজ করি, তাহলে সেটা খুব ভালোভাবে হবে না। আগে থেকে পরিকল্পনা থাকলে আমরা ভালোভাবেই কাজটা সম্পূর্ণ করতে পারবো পরিকল্পনা অনুযায়ী। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। তাই সব মানুষেরই উচিত ছোটখাটো হোক বা বড় হোক, সব কাজে পরিকল্পনা আগে থেকেই করা। সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু।

 6 months ago 

মানুষ এখন কোনো কিছুই পরিকল্পনা নিয়ে করে না। তাইতো তারা ভালো করে কোনো কিছুই করতে পারে না। ছোট বড় সব কাজ আমাদের উচিত পরিকল্পনা নিয়ে তারপর করা। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সবাই ভালোভাবেই নিজের কাজ সম্পূর্ণ করতে পারবে। আপনি আজকে এই পরিকল্পনাকে নিয়ে অনেক সুন্দর করেই সবগুলো লেখা লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু আপনার প্রত্যেকটা লেখা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94514.58
ETH 3259.44
USDT 1.00
SBD 3.16