হ্যাপি ইমোজি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যাপি ইমোজি

1.jpg

ইদানিং একদম সময় পাচ্ছি না কিছু তৈরি করার কিংবা কিছু আর্ট করার জন্য। কিছু ঝামেলার কারণে বাসার কাজ অনেক বেড়ে গেছে সাথে অন্যান্য কাজ করে নিজের জন্য সময় একদম পাইনা। তবুও হাজার ব্যাস্ততার মধ্যে একটা আর্ট করতে বসি। আমরা সকলেই ফোন ব্যবহার করি ও ফোনের মধ্যে থাকা অনেক রকমের ইমোজি ব্যবহার করি আর একেকটা ইমোজি একেক রকমের ইংগিত আমাদের বুঝিয়ে থাকে। হাসি থেকে শুরু করে কান্না অনেক রকমের ইমোজি। আর আজকে আমি সেখান থেকেই চারটা ইমোজি জলরং ও কলম ব্যবহার করে অঙ্কন করার চেষ্টা করলাম ও আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম।

ইমোজি গুলোর দিকে তাকিয়ে থাকলে মাঝে মাঝে খুব হাসি পায়। আসলে প্রতিটি ইমোজি বেশ মজার ও এই ইমোজি গুলো দিয়ে আমরা আমাদের মনের ভাব খুব সুন্দর ও সহজ ভাবে প্রকাশ করতে পারি। তেমন বেশি সময় লাগেনি খুব অল্প সময়ে সুন্দর ও আকর্ষণীয় একটি মজার আর্ট তৈরি করতে পেরেছি। এই পর্যন্ত অনেক রকম আর্ট শেয়ার করেছি তবে ইমোজি দিয়ে কোনো আর্ট শেয়ার করিনি তাই ভাবলাম এমন একটা আর্ট সকলের সাথে শেয়ার করা যেতেই পারে।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে চার রকমের চারটি ইমোজি অঙ্কন করেছি। এই ইমোজি গুলো অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ওয়াটার কালার পেন্সিল দিয়ে চার রকমের চারটি ইমোজির অঙ্কনটি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি -কলম, ওয়াটার কালার পেন্সিল ও আর্ট পেপার।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ফাইনাল ধাপ

17.jpg

18.jpg

1.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের ওয়াটার কালার পেন্সিল দিয়ে ইমোজি অঙ্কন গুলো কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এতো ঝামেলার মধ্যেও আপনি ইমোজি গুলো অংকন করতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার। প্রতিটি ইমোজি ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আমিতো প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নেয়া 😃 পরে দেখলাম গোল গোল বৃত্ত এঁকে চমৎকার ইমোজি ফুটিয়ে তুলেছেন।
সত্যিই অনবদ্য 👌

 2 years ago 

ব্যস্ততা যখন বেড়ে যায় তখন নিজের জন্য সময় বের করা সত্যি অনেক কঠিন হয়ে যায়। আসলে ব্যস্ততা আমাদের জীবনের অংশ। তবুও একটুখানি সময় বের করে নিজের কাজগুলো করা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। আপু আপনি সবসময় দারুন দারুন কাজ আমাদের মাঝে উপহার দেন। ফোনের ইমোজিগুলো দেখলে সত্যিই অনেক হাসি পায়। আপনি কিন্তু দারুন অঙ্কন করেছেন আপু।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু আসলেই ইদানিং এত ব্যস্ততা বেড়ে গেছে যে নিজের বাসার কাজকর্ম করে পোস্ট করা এবং অন্য কিছু অঙ্কন করা জটিল হয়ে গেছে।শত ব্যস্ততার মাঝেও আপনি অনেকগুলো হ্যাপি ইমোজি অংকন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন।অনেক সুন্দর দেখাচ্ছ আপনার তৈরি করা আর্ট ইমোজি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার আকাঁ ইমোজি গুলো খুব কিউট লাগছে😜🥰😍🥳।আমারও এই ইমোজি গুলো সব চেয়ে বেশি ভালো লাগে। যাই হোক আপনি এত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

প্রত্যেকটা ইমোজি সুন্দর করে আর্ট করেছেন আপু। তিন নাম্বার ইমোজিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায় জনকে এই ইমোজিটা দিয়ে ফাজলামো করে থাকি। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ইমোজি এই আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি মানুষ কোন না কোন ভাবে ব্যস্ততার মধ্যে রয়েছে। আর এই ব্যস্ততার মধ্যে একটু সময় হাতে নিয়ে নিজের কাজগুলো করতে অনেক কষ্ট হয়। যাইহোক আপু অসাধারণ কয়েকটি ইমোজি আর্ট করেছেন। একদম বাস্তবের মতো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

ও মা! কি সুন্দর আইডিয়া!এভাবেই ইমোজিগুলো আঁকলে তো দারুন হয়। একদম পারফেক্ট ইমোজিগুলো এঁকেছেন। এক্সপ্রেশনসগুলো একদম অসাধারণ এসছে। যেমনটা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপে আমরা দেখতে পাই। ঠিক তেমন।কোন পরিবর্তন নেই।দারুন হয়েছে।

 2 years ago 

বাহ আপু বেশ ইউনিক আইডিয়া তো। ইমোজি গুলো ও দেখতে কিউট হয়েছে। আর যে চার টা ইমোজি আর্ট করেছেন সে চার টাই আমার পছন্দের ইমোজি। সচারাচর এগুলাই আমি বেশির ভাগ সময় কনভার্সেশন এ ব্যবহার করে থাকি। বিশেষ করে শেষের ইমোজিটা বেশি ব্যবহার করা হয়।

 2 years ago 

আপু সুন্দর এই ইমোজিগুলোকে দেখলে আমারও বেশ হাসি পায়। আপনি খুব অসাধারণ ভাবে জল রং দিয়ে চার রকমের চারটি ইমোজি অঙ্কন করেছেন। আমি একবার এইরকম ইমোজি তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু আপনার মত এত সুন্দর করতে পারিনি।

 2 years ago 

ড্রয়িংয়ে আপনি অনেক পারদর্শী তা আমরা সকলেই জানি। ইমোজি গুলো একদম পার্ফেক্ট হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62205.55
ETH 2397.85
USDT 1.00
SBD 2.50