চিলি গার্লিক এগ

in আমার বাংলা ব্লগlast year

চিলি গার্লিক এগ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

রেসিপির নাম দিয়ে আর কি আসে যায়। রেসিপিটা দেখতে ও খেতে কেমন হয়েছে সেটাই হলো বড় বিষয়। যদিও এই দুইটা অপশনের মধ্যে আপনারা একটা অপশন কাজে লাগাতে পারেন আর আমি দুইটায়। আপনারা শুধু দেখতে পারেন আর আমি দেখতেও পারছি এবং খেতেও পারছি এর স্বাদ সম্পর্কে বলতেও পারছি তবে আপনারা চাইলে এই দুইটা অপশন কাজে লাগাতে পারেন খুব সহজেই। আমি কিন্তু আগেই বলেছি আমার দেয়া প্রতিটি রেসিপি আমি একা খাইনা আমি চাই আপনাদের সকলকে নিয়ে খেতে আর সেই জন্যই রেসিপি গুলো এমন ভাবে শেয়ার করি ও লোভনীয় ভাবে পরিবেশন করি যাতে করে আপনারা খুব সহজেই বাসায় যেকোনো রেসিপি তৈরি করে নিতে পারেন। তাহলেই আপনারাও আমার মতো দুইটি অপশন কাজে লাগাতে পারবেন

আজকে আমি সম্পূর্ণ নতুন ও ইউনিক একটি রেসিপি তৈরি করেছি ও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের রেসিপিটি নাম হলো চিলি গার্লিক এগ। আমি আগেই বলেছি নাম দিয়ে কোনো কিছু যাই আসেনা দেখতে ও খেতে কেমন সেটা হলো বড় বিষয়। চিলি গার্লিক এগ রেসিপিটি কিছুটা চাইনিজ টাইপের খাবার বললেও পারেন কিন্তু এর স্বাদ বাঙালি খাবারের মতই কারণ এর মধ্যে সবকিছু দেশীয় উপকরণ ও মসলা ব্যবহার করেছি। চিলি গার্লিক এগ তৈরি করতে যে সকল উপকরণ ব্যবহার করেছি সেগুলো হলো -ক্যাপসিকাম, ডিম, কিউব করে কাটা পেঁয়াজ, রসুন, টমেটো সস, সোয়া সস, কাঁচা মরিচ, গোলমরিচ ও লবন। আর এগুলো দিয়েই আপনিও আপনার বাসায় তৈরি করে নিয়ে পারেন চিলি গার্লিক এগ।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি চিলি গার্লিক এগ। চিলি গার্লিক এগ তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে চিলি গার্লিক এগ তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের চিলি গার্লিক এগ তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ধাপ-16.

17.jpg

ধাপ-17.

18.jpg

ধাপ-18.

19.jpg

ধাপ-19.

20.jpg

ধাপ-20.

21.jpg

ধাপ-21.

22.jpg

ধাপ-22.

23.jpg

ধাপ-23.

24.jpg

ধাপ-24.

25.jpg

আমার আজকের বাসায় চিলি গার্লিক এগ তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনার রেসিপি দেখে সত্যি দুটি অপশনই কাজে লাগে। আপনি সবসময় ইউনিক রেসিপি শেয়ার করেন আর আমি চেষ্টা করি তা তৈরি করার। আপনার এই চিলি গার্লিক এগ রেসিপি অবশ্যই বাসায় তৈরি করবো। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চিলি গার্লিক চিকেন খেয়েছি কিন্তু চিলি গার্লিক এগ খাওয়া হয়নি। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন।দেখতে বেশ সুন্দর লাগছে। খেতেও নিশ্চয়ই বেশ মজা হয়েছিল। ধাপগুলোর উপস্থাপনা বেশ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু, নামে কিছু যায় আসে না যদি রেসিপিটা খেতে খুবই স্বাদের হয়। আর আপনার তৈরি চিলি গার্লিক এগ রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আর আপনি এত মজার ও ইউনিক রেসিপিটি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

বাহ্! এককথায় দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। আপনার রেসিপিটা সত্যিই ইউনিক হয়েছে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো আপু। এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করতে হবে। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু দারুন একরি রেসিপি আপনি আজ শেয়ার করলেন। চিলি চিকেন খেয়েছি কিন্তু কখনও চিলি গার্লিক এগ রেসিপি করাও হয়নি আর খাওয়া ও হয়নি। আপনার করা রেসিপি দেখে লোভ লেগে গেলো।রেসিপি রান্নার ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

সত্যিই আপু আপনি সব সময় ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করেন। আপনার আজকের এই রেসিপি তৈরি প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয় আপনার তৈরি চিলি গার্লিক এগ রেসিপিটি খেতে খুবই মজাদার ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64