মিথ্যা।
পৃথিবীতে সব থেকে বড় মহাপাপ গুলোর মধ্যে একটি হচ্ছে মিথ্যা বলা। যেটা কিনা আমাদের আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত করে। যেটা কিনা আমাদের ইসলামএও একদম নিষিদ্ধ। আসলে এখন এমন একটা যুগ চলে এসেছে যেখানে আমরা অহরহ নিজেদের মুখ থেকে মিথ্যা কথা বের করছি। একবার ভাবছিও না আমাদের এই মিথ্যা ফল কি হতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা দিন দিন বেপথে নিজেদের অগ্রসর করছি। পাপকে এখন পাপ মনে করছি না। আমি আসলেই এখন উপলব্ধি করতে পারছি আমাদের এই ভয়াবহ যুগের বর্তমান পরিস্থিতির কথা। যেখানে মিথ্যা একটি মহাপাপ হওয়া সত্ত্বেও আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি।
আমাদের ইসলামএ মিথ্যাকে খুবই জঘন্য একটি পাপ হিসেবে ঘোষণা করেছে। শুধু ইসলাম না , প্রতিটা ধর্মেই মিথ্যা বলা পাপ। কিন্তু দেখুন আমরা নিজের অজান্তেই এখন অনেক মিথ্যা বলে ফেলছি। এটা এখন অভ্যাসএ পরিণত হয়েছে। কখন কিভাবে আমরা মিথ্যা কথা বলে ফেলি সেটা টেরও পাইনা। এটা যেন এখন অনেকেই নিত্যদিনের অভ্যাসএ পরিণত হয়েছে। শুধু এটা নয় , এমন অনেক কাজকে মহাপাপ বলে গণ্য করার পরও আমরা এইগুলোকে এখন স্বাভাবিক ভেবে নিয়েছি। মিথ্যা , প্রতারণা, কাউকে ঠকানো এইসব যেন স্বাভাবিক বিষয় আমাদের কাছে। সবার কাছে এখন নিজেদের স্বার্থই সব থেকে বড় জিনিস।
যাই হোক , পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ হয়েছে। যারা এইসব বিধি নিষেধ মেনে চলেন। কেননা সবাই যদি এমন মিথ্যুক , প্রতারক হতো তাহলে পৃথিবী কোনোদিনও ঠিক থাকতো না। তাদের কারণেই আজও আমাদের পৃথিবী টিকে আছে। এবং তারাই প্রকৃত অর্থে একজন আদর্শ ব্যক্তি। কেননা তার ব্যক্তিত্ত্বের মধ্যেই আদর্শের পরিচয় পাওয়া যায়। তারা অন্যের স্বার্থকে বড় করে দেখেন নিজের স্বার্থের তুলনায়। যেমনটা আমাদের সকলেরই হওয়া উচিত।
আমার মূল বক্তব্য ছিল যে আমাদের সকল পাপ কাজ গুলো পরিহার করতে হবে। আল্লাহ আমাদের যেসব বিধি নিষেধ দিয়েছেন সেইগুলো যথারীতি মেনে চলতে হবে। এবং এতে করেই আমরা আমাদের আল্লাহকে কাছে পাবো এবং উনার হেদায়াত এর আওতায় আসতে পারবো। আর উনার হেদায়াত এর মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সুখ। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
মিথ্যা বলা মহাপাপ।মিথ্যা কে আমাদের পরিহার করতে হবে।একজন খারাপ মানুষ যদি ভালো হতে চায় তবে তাকে মিথ্যা কথা ছাড়তে হবে।সুন্দর কিছু কথা লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।
আমাদের সবার উচিত আল্লাহ তায়ালার বিধিনিষেধ মেনে চলা। আল্লাহ তায়ালা মিথ্যাবাদীকে ঘৃণা করেন। সেজন্য একটা মিথ্যা কথা বলার আগে আমাদের হাজার বার ভাবা উচিত। কারণ মিথ্যা বললে পরকালে আমাদেরকে চরম শাস্তি ভোগ করতে হবে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
মিথ্যা কথা বলা আসলেই অনেক জঘন্যতম একটা কাজ। যে মানুষ মিথ্যা কথা বলে সে সৃষ্টিকর্তা এবং মানুষের কখনোই প্রিয় হতে পারে না। ছোট্ট একটা মিথ্যাও মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা বলার আগেও আমাদেরকে হাজার বার ভেবে নেওয়া উচিত, এটা বলা উচিত নাকি উচিত নয়। যারা মিথ্যা কথা বলে তারা পরকালেও কখনো শান্তি পায় না। প্রত্যেকটা মানুষেরই উচিত সৎ পথে থাকা আর সত্য কথা বলা। আমাদের এই পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কিছু মানুষ আছে যারা কিনা অনেক ভালোর পথে আছে। অনেক সুন্দর করে লিখেছেন আপু মিথ্যা নিয়ে এই লেখাগুলো।