বান্দরবান ভিউ পয়েন্ট স্পটে অসাধারণ কিছু ফটোগ্রাফি !! বান্দরবান ট্যুর পর্ব - ৮ !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

বান্দরবান ভিউ পয়েন্ট স্পটে অসাধারণ কিছু ফটোগ্রাফি

1.jpg

চিম্বুক পাহাড়ে প্রায় ১ ঘন্টার উপরে সময় কাটিয়ে বেড়িয়ে গেলাম সেখান থেকে। আমাদের উদ্দেশ্যে ছিল নীলগিরি যাওয়া, আর সেখানেই যাওয়ার পথেই রয়েছে চিম্বুক পাহাড় সহ মোট ৬ টি স্পট যা খুবই অসাধারণ ও মনোমুগ্ধকর। চিম্বুক পাহাড় থেকে বের হয়ে রাস্তার পাশে থাকা চাকমাদের বেশ কিছু দোকান রয়েছে। সেখানে আমরা নাস্তা করি ও কিছুক্ষন সেখানে থেকে নীলগিরির উদ্দেশ্যে আবারো রওনা হয়। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরেই আমরা আরো একটা অসাধারণ স্পট দেখতে পাই যেখানে আজকে আমি ফটোগ্রাফি গুলো করি। এই স্পটটির নাম ভিউ পয়েন্ট। সেখানে আমাদের গাড়িটি থামিয়ে বেশ কিছু সময় এই ভিউ পয়েন্টে কাটায়।

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

বান্দরবানের প্রতিটি স্পট এতটা মনোমুগ্ধকর যে সেখানেই থেকে যেতে ইচ্ছা করে। আমি প্রতিটি জায়গার প্রেমে পরে আছি এখনো। প্রতিটি ছবি যেনো কথা বলে , প্রাকৃতিক এই নীলাভুমিতে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা করে। চোখের সামনে কত শত পাহাড় ,এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ডানা মেলে উড়ে যেতে ইচ্ছা করে। ইচ্ছা গুলো যেন এখনো অপূর্ণতায় রয়ে গেলো।

যাই হোক ,বেশ কিছু ফটোগ্রাফি করি সেখানে ও সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে সেখান থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আজকে আমার পোস্টের মাধ্যমে বান্দরবান ভিউ পয়েন্টের বেশ কিছু অসাধরণ ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আশাকরি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

9.jpg

10.jpg

IMG20211229132149.jpg

IMG20211229132204.jpg

IMG20211229132205.jpg

IMG20211229132855.jpg

IMG20211229133035.jpg

IMG20211229133039.jpg

IMG20211229133048.jpg

লোকেশন

Device: OPPO F17

ভিউ পয়েন্ট থেকে নীলগিরি যাওয়ার পথে রয়েছে আরো একটি অসাধারণ স্পট। পরবর্তী পোস্টে আমি সেই স্পটের আনন্দময় মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

খুব সুন্দর জায়গা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মাত্র কয়েকদিন আগে সাজেক ও রাঙ্গামাটি গিয়েছিলাম
ইচ্ছে ছিল বান্দরবনে যাব কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। তবে এখন মনে হচ্ছে আসল জায়গাটিই মিস করেছি। আপনার পোস্টটি দেখে এখনই আবার রওনা হতে ইচ্ছে করছে।

 3 years ago 

সত্যি আপনি মিস করেছেন। আমি মনে করি সব থেকে সুন্দর ও প্রাকৃতিক জায়গা এই বান্দরবান। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

ফটোগ্রাফি গুলো দেখে তো মন বলছে এখনই চলে যায়। দারুন ছিল প্রথম ফটোগ্রাফি আপু। একদম অসাধারণ লাগছে। দুজনকে খুব সুন্দর মানাচ্ছে। এককথায় দারুন দারুন ফটোগ্রফি তুলে ধরেছেন


IMG_20220106_113311.png

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভিউ পয়েন্ট নীলগিরি ভ্রমণের জন্য সুন্দর একটি জায়গা। যেখানে ইতিমধ্যেই আপনি গিয়েছেন এবং সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সেই সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

খুবই সুন্দর মূহুর্ত কাটিয়েছেন,বান্দরবান কখনো যাওয়া হয় নি ইনশাআল্লাহ কোনএকদিন জাবো এখন বেশী আগ্রহ বাড়লো আপনার এই সুন্দর ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

  • অসম্ভব সুন্দর একটি জায়গার নাম হল বান্দরবান। কয়েকবার যাওয়ার পরিকল্পনা নিলেও এখন পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় নাই। কিন্তু আপনার ছবিগুলো দেখে যাওয়ার জন্য প্রচন্ড ইচ্ছে করতেছে আপু।
 3 years ago 

সময় করে গিয়ে ঘুরে আসেন ভালো লাগবে।

 3 years ago 

ওয়াও আপু মনোমুগ্ধকর একটি জায়গা বান্দরবন আর আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল।

তবে আপনি সাবধানে থাকবেন।বান্দরবনে শুনেছি অনেক বানর আছে🤣🤣🤣

সব মিলিয়ে দারুন ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বান্দরবানে আমি একটা বানর ও দেখিনাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সময় গুলো ভালই পার করেছেন। আপনার মুহূর্তগুলো শেয়ার করাতে আমরাও বান্দরবানের কিছু অংশ দেখতে পেলাম। ছবিগুলো অসাধারণ তুলেছেন। সত্যি বলতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারলে সবচাইতে ভালো হয়। ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আহ অতোটা উঁচু থেকে স্থলটা কত সুন্দর না লাগে। বান্দরবনের এই ভিউ পয়েন্টের কথা অনেক শুনেছি। এবং আপনার ব্লগটা পড়ে এবং ছবিগুলো দেখে বেশ ভালো লাগল। কী সুন্দর দৃশ্য। এবং সাথে অসাধারণ কিছু ফটোগ্রাফি।সত্যি কত সুন্দর জায়গাই রয়েছে আমাদের এই বাংলাদেশে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কি অসাধারণ একটি জায়গা। মনে হচ্ছে আপনি প্রাণ খুলে আনন্দ করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ লাগছে। বান্দরবান আসলেই সৌন্দর্য্যপূর্ণ একটি জায়গা। বিশেষ করে ভ্রমণের জন্য পারফেক্ট। বান্দরবান ভিউ পয়েন্ট স্পটে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। পরবর্তীতে নীলগিরির পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39