সম্পর্কের শুরু মিথ্যা থেকে

in আমার বাংলা ব্লগ2 years ago

সম্পর্কের শুরু মিথ্যা থেকে

cape-leadwort-7482043_960_720.jpg

image source

আমরা জানি ভালোবাসলে নাকি কোন জাত, ধর্ম , ধনী , গরিব, সাদা ,কালো এগুলো গুঁজে না। আর এগুলো না খুঁজে শুধু মন দেখে ভালোবাসলেই এটাকে সত্যি কাকের ভালোবাসা বলে। কিন্তু এখন কি শুধু মন দেখে ভালোবাসার কথা কেউ ভাবতে পারে? এখন দেখে সৌন্দর্য , টাকা-পয়সা, বড় চাকরি কিংবা বড় বড় বাড়ি-গাড়ি। এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে এগুলো ছাড়া যেন সম্পর্ক একদমই মূল্যহীন। ঠিক এই কারণে সম্পর্কটা শুরু হয় মিথ্যা দিয়ে। এমনি একটি মিথ্যা সম্পর্কের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি।

মেয়েটির নাম আল্পনা ও ছেলেটির নাম আকাশ। তারা একই ভার্সিটিতে পড়াশুনা করতো। রোজ তাদের দেখা হতো লাইব্রেরিতে, দুইজনই বই পড়তে অনেক ভালোবাসতো আর বিশেষ করে গল্পরের বই। এভাবে প্রায় একমাস তাদের লাইব্রেরিতে দেখা হতো কিন্তু কেউ কারো সাথে কখনো কথা বলেনি। আকাশ মেয়েটিকে বই পড়ার ফাঁকে ফাঁকে প্রায় দেখতো, একদিন সাহস করে মেয়েটির সাথে কথা বলার জন্য এগিয়ে যাই তারকাছে। তারপর কিছু কথা বলার পর বুঝতে পারলো মেয়েটাকে আসলে যতটা কঠিন ভেবেছিলো ততটা না। সেও খুব শান্ত ও হাসিখুশি স্বভাবের একটা মেয়ে। তারা একজন আরেকজনের সাথে পরিচিত হয় ও আস্তে আস্তে সেটি বন্ধুত্বে পরিণত হয়।

এই এভাবে তারা ভালোবন্ধু হয়ে উঠে ও একসাথে তারা লাইব্রেরিতে রোজ বই পড়তে আসে। একটা মজার ব্যাপার হলো দুইজনের পছন্দের দিকটা সবসময় সবকিছুর ক্ষেত্রে মিলে যেত। যেমন ধরেন - তাদের পছন্দের বই , পছন্দের খারাপ , পছন্দের পোশাক ,পছন্দের কাজ ,পছন্দের মানুষ ইত্যাদি কাকতালীয় ভাবে দুইজনের একই পছন্দ হতো আর এতে করে একজন আরেকজনের উপর নির্ভর হতে শুরু করে ও একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে।

ছেলেটি ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে নিজে টিউশন করে নিজের টাকায় নিজে চলতো কিন্তু এসবের ব্যাপারে কখনো মেয়েটিকে জানায়নি, কারণ মেয়েটি ছিল বেশ উচ্চ পরিবারের সন্তান, বাবার কোটি কোটি টাকার ব্যবসা। শুরু থেকে ছেলেটি মেয়েটির ভালোবাসা পাওয়ার ইচ্ছাই তার জীবনের সত্যি কথাটি বলেনি এমনকি তার অনেক কিছু আছে কিংবা অনেক টাকা পয়সার মালিক সেটিও মেয়েটিকে বলেনি। এভাবেই তাদের সম্পর্কের এক বছর অতিক্রম করে। একবছরের মধ্যে মেয়ের পরিবার সবকিছু জানতে পারলে মেয়ের বাবা ছেলেকে আসতে বলে। ছেলেটির মনে একটা বিশ্বাস ছিল সেটা হলো ভালোবাসার বিশ্বাস। সে ভেবেছিলো সকলের সামনে তার জীবনের সবকিছু খুলে বললে হয়তো ভালোবাসার কারণে তারা তাকে মেনে নিবে কিন্তু তার চিন্তা সম্পূর্ণ ভুল ছিল।

ছেলেটি নিজের কথা ও মধ্যবিত্ত পরিবারের কথা সবকিছু মেয়ে ও মেয়ের পরিবারের সামনে উপস্থাপন করলে তারা তাকে অনেক ভাবে অনেক রকমের কথা শুনিয়ে অপমান করতে থাকে। তারপরেও ভেবেছিলো তার ভালোবাসার মানুষের কাছ থেকে হয়তো একটু হলেও ভালোবাসা পাবে কিন্তু না সেটিও সে পেলোনা। কারণ ছেলেটির কথা শুনার পর মেয়েটিও সামনে থেকে উঠে চলে যাই, এরপরে আর তার সাথে কখনো যোগাযোগও করেনি। ভার্সিটিতে সামনাসামনি হলেও এখন আর তাদের মধ্যে কোনোধরনের কথা হয় না।

এটাই হয়তো টাকা ও ধনসম্পদের ভালোবাসা যা মন দিয়ে হয় না। আজকে আমি আমার এই গল্পে এটাই বুঝতে চেয়েছি যে এখন ভালোবাসতে হলে মন না টাকা পয়সা নিয়ে ভালোবাসতে হয়। কারো কারো কাছে এখন টাকায় সব, টাকা ছাড়া ভালোবাসা এখন মূল্যহীন।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago (edited)

এখন ভালোবাসতে হলে মন না টাকা পয়সা নিয়ে ভালোবাসতে হয়।

আপু আপনি গল্পের মাধ্যমে বর্তমান সমাজের বাস্তব দিকটি তুলে ধরেছেন। বর্তমান যুগের ভালোবাসা মন দেখে নয় কার কত টাকা আছে সেসব দেখে হয়। এমন অনেক অপূর্ণ ভালবাসা রয়েছে যা অর্থ-সম্পদের জোরের কাছে হার মেনে অসম্পূর্ণই থেকে গেছে। তবে যাই হোক আপু, গল্পটি খুব সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু কথায় আছে না টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।তবে ছেলেরটা শুরুতে বলে দিলে হয়তো এতো কষ্ট পেতে হতো না। এখনকার যুগে টাকা না থাকলে আর ভালোবাসা থাকে না।তবে আপু এটা গল্প নয় আমাদের সমাজের বাস্তব চিত্র। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 2 years ago 

জী আপু আপনি ঠিক বলেছেন। বর্তমানে টাকা পয়সা ছাড়া কোন মূল্য নেই। বর্তমানে সব কিছু বিচার করা হয় টাকা পয়সার উপর। তাইতো আকাশের ভালবাসা টাকা পয়সার নিকট মূল্যহীন হয়ে গেল। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি বাস্তবতার সঙ্গে মিল রেখে একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। গল্প পড়তে খুবই ভালো লাগে। এগুলো আসলে বাস্তবত সম্মত। কারণ এখনকার সময়ে টাকা না থাকলে ভালোবাসা ও থাকে না। যার টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কিছু নেই। ছেলেটার জন্য খুবই খারাপ লাগলো।

 2 years ago 

টাকা ধনসম্পদ এসব থাকলে আপনার বা আমার সব থাকবে ৷ আর এটাই হলো বাস্তবিক প্রেক্ষাপট ৷ আর প্রেম ভালোবাসা এখন মন দিয়ে হয় না ৷ প্রেম ভালোবাসা এখন টাকা ধন-সম্পদ আর সুন্দর চেহারা আর দেহ দিয়ে ৷ আর তাই তো আজ নিচে মানব জাতি ৷

 2 years ago 

বর্তমান সময়ের প্রেক্ষাপটে গল্পটি লিখেছেন পড়ে খুব ভাল লাগলো। আসলে এখনকার সময়ে ভালবাসার কোন মূল্য নেই টাকা-পয়সা ছাড়া।তাইতো আকাশের ভালবাসা মূল্যহীন হয়ে গেল। সুন্দর একটি জীবনধর্মী গল্প লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বাস্তবতায় ছোঁয়ায় আপনি আজকে বেশ সুন্দর করে একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন।আসলে আকাশের যদি টাকা থাকতো তাহলে তার ভালবাসার মানুষের অভাব হতো না। বর্তমান পৃথিবীতে মানুষ শুধু টাকাকেই মূল্যায়ন করে। ভালবাসা তো অর্থহীন। বেশ সুন্দর লাগলো আজকের গল্পটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60209.30
ETH 2627.55
USDT 1.00
SBD 2.55