বাসায় রান্না আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

বাসায় রান্না আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

শীতের এই মৌসুমে শীতকালীন কিছু সবজি এখন বাজারে খুব সস্তা দামেই পাওয়া যাই। যা আর কিছুদিন পর পাওয়া গেলেও দাম অনেক বেড়ে যাবে। আমার পছন্দের কিছু সবজি হলো - ফুলকপি , টমেটো , শিম ,গাজর ইত্যাদি। বর্তমান সময় বাসায় যত রেসিপি রান্না করি প্রতিটি রেসিপির মধ্যেই টমেটো থাকবেই। কারণ টমেটোর মধ্যে রয়েছে এক অন্যরকম স্বাদ ও সুন্দর ফ্লেভার যা রেসিপির স্বাদকে দ্বিগুন করে তোলে। যাইহোক আজকে আমি বাসায় রান্না করেছি আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি। যা আমি অনেক দিন পর রান্না করলাম। চিকেন তরকারি রান্নার সময় আলু , পেঁপে অথবা শুধু চিকেন কারি এসব সবজি দিয়ে রান্না করা হয় কিন্তু টমেটো দিয়ে রান্না করা হয় না বললেই চলে। আর আজকে আমি শীতের সেই প্রিয় সবজি টমেটো দিয়ে আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি রান্না করেছি।

রেসিপির স্বাদ এভাবে বললে হয়তো বুঝতে পারবেন না। আর এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই বাসায় একদিন মসলাদার টমেটো চিকেন কারি রান্না করেন ও এর সুস্বাদু স্বাদ গ্রহণ করেন। বেশ কিছু উপকরণ একসাথে করে এই রেসিপিটি রান্না করা হয়েছে। আমি আমার চেষ্টা সর্বোচ্চ দিয়ে রেসিপিটি সুস্বাদু ভাবে রান্না করেছি ও চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের সাথে পুরো রেসিপিটি উপস্থাপন করার।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় রান্না আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি রান্না করেছি। রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে রান্না করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

012.jpg

ধাপ-12.

12.jpg

ধাপ-13.

013.jpg

ধাপ-14.

13.jpg

ধাপ-15.

14.jpg

ধাপ-16.

15.jpg

ধাপ-17.

16.jpg

ধাপ-18.

17.jpg

ধাপ-19.

18.jpg

ধাপ-20.

19.jpg

আমার আজকের বাসায় রান্না আমার নতুন রেসিপি মসলাদার টমেটো চিকেন কারি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago (edited)
  • মসলাদার টমেটো চিকেন কারি রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি দেখে তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। এই রেসিপিটি আমার কখন খাওয়া হয়নি। তাই আপনার রেসিপি দেখে আমি শিখে তৈরি করব। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার মুরগির মাংসের রেসিপি দেখে জিভে জল চলে আসলো।প্রতিটি ধাপের অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

'মশলাদার টমেটো চিকেন কারি'নামটাই তো অনেক লোভনীয় আপু। আপনার প্রতিটি রেসিপি দূর থেকে দেখে মনে হয় যে অসম্ভব সুস্বাদু হয়। ধন্যবাদ প্রতিবার মজাদার রেসিপি গুলো আমাদের সাথে এত সুন্দর এবং সহজ উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য। আপনার রেসিপি পোষ্ট থেকে সত্যি বলতে আমি অনেক ধরনের রেসিপি শিখতে পেরেছি। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার উপর। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু। আর প্রতিবার এমন ইউনিক এবং মজাদার ,সুস্বাদু রেসিপি পোস্টের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুন ছিল টমেটো দিয়ে মুরগির মাংস রান্না 😋
বেশ লোভনীয় দেখাচ্ছে মাংসটা 😋
তৈরি করুন খেতে আসছি বাসায় ☺️
আমার মেয়ে ঈলমা মুরগির মাংস খুব পছন্দ করে ওর জন্য প্রায়ই এধরনের রান্না করতে হয়।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার রান্না সত্যিই ভাল লাগছে, এবং রেসিপিটি তৈরি করা খুব সহজ, সুস্বাদু খাবার ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে স্বাগতম

 2 years ago 

আপনার মসলাদার টমেটো চিকেন কারি রেসিপি টি অসম্ভব সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।একটু খেয়ে দেখতে ইচ্ছে করছে। এরকম ভাবে কখনো খাইনি বা দেখিও নি। আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম। নিশ্চয়ই একদিন বাড়িতে করে দেখব ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ইউনিক একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মসলাদার টমেটো চিকেন কারি দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং টেস্টি ছিল আর রেসিপির প্রতিটি ধাপ এবং ছবি সহ যেভাবে বর্ণনা দিয়েছেন এতে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও মসলাদার চিকেন কারি দেখে তো আমার একদম খেতে ইচ্ছে করছিল। রেসিপিটা এত অসাধারণ হয়েছে দেখতে আপু মনে হয় খেতেও অসাধারণ হয়েছে। এভাবে টমেটো দিয়ে চিকেন কারি তৈরি করা যায় আমি জানতাম না। আমি আপনার রেসিপি টা ফলো করে একদিন চিকেন কারি তৈরি করব। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

  • আপু দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। আমাদের জন্য পাঠিয়ে দিলে তো রাতে খাবারের সাথে খেতে পারতাম। খুব অসাধারণ ভাবে এটি ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল
 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার টমেটো চিকেন কারি রেসিপি দেখে লোভ সামলাতে পারছিনা। আপনি অসাধারণ ভাবে রেসিপিটি তৈরি করেছেন। আসলে আমার কাছে তরকারিতে টমেটো ব্যবহার করলেই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45