টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের তরকারি রেসিপি !! @shy-fox 10% beneficiary
টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের তরকারি রেসিপি |
---|
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।
ধাপ-1. |
---|
ধাপ-2. |
---|
ধাপ-3. |
---|
ধাপ-4. |
---|
ধাপ-5. |
---|
ধাপ-6. |
---|
ধাপ-7. |
---|
ধাপ-8. |
---|
ধাপ-9. |
---|
ধাপ-10. |
---|
ধাপ-11. |
---|
ধাপ-12. |
---|
ধাপ-13. |
---|
ধাপ-14. |
---|
ধাপ-15. |
---|
ধাপ-16. |
---|
ধাপ-17. |
---|
ধাপ-18. |
---|
ধাপ-19. |
---|
ধাপ-20. |
---|
আমার আজকের বাসায় রান্না টমেটো ,আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের তরকারি রেসিপি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে
টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের তরকারি আপনার এই রেসিপিটি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার উপস্থাপনা যথেষ্ট ভালো ছিলো। তাই খুব ভালো লেগেছে। ধাপে ধাপে খুবই সুন্দর করে রেসিপিটি বানিয়েছেন। সব দিক থেকেই বেস্ট ছিলো। শুভেচ্ছা রইলো
আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগলো।
আশাকরি ভালো আছেন আপু? আপনার রেসিপি পোষ্ট দেখে খুব ভালো লাগে কারণ আপনার উপস্থাপনা খুবই অন্য রকম হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে টমেটো দিয়ে ফলি মাছ রান্না করেছেন। আপনার রন্ধন পদ্ধতি খুবই অসাধারণ। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে রন্ধন পদ্ধতির ধাপ সমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।
আমি চেষ্টা করি সুন্দর ভাবে আপনাদের সাথে উপস্থাপন করার।
অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। সত্যিই বলেছেন আপনার এই রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করে খাওয়া যাবে। তবে বোম্বাই মরিচের ঝাল সম্পর্কে তো আমার জানা আছে। এটি ব্যবহার না করে খেতে হবে, কারণ এই গরমে ঝাল খাওয়া যাবেনা। যাইহোক অসাধারণ একটি রেসিপি উপস্থাপন করেছেন। এটি একদম লোভনীয় দেখাচ্ছে ,খেতে অনেক বেশি সুস্বাদু হবে।
আমি ঝাল অনেক পছন্দ করি তাই বোম্বাই মরিচ ব্যবহার করেছি। আপনি চাইলে বোম্বাই মরিচ ছাড়াই রান্না করতে পারেন।
টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। টমেটো দিয়ে তৈরি যেকোনো রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপিটি ছবিগুলো দেখে মনে হচ্ছিল আপনার রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হা সত্যি আমার রান্না করা এই রেসিপিটি খেতে বেশ মজাদার হয়েছে।
টমেটো আলু দিয়ে সুন্দর একটি মাছের রেসিপি আমাদের শেয়ার করেছেন আপু।দেখে মনে হচ্ছে আপনার রেসিপি অনেক সুস্বাদু হয়েছে।আমি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন।এরকম একটি ফলি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার।
মাছের তরকারিতে টমেটো আর আলু টায় বেশি ভালো লাগে।
ওয়াও আপু অসাধারণ আপনি খুবই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে সহজ-সরল ভাষায় উপস্থাপন করেছেন, আপনার উপস্থাপনা ও রেসিপি সাজনোর কলাকৌশল আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় ফলি মাছ আমার কখনো দেখা হয়নি এমনকি খাওয়া হয়নাই। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।
আসলে ফলি মাছ আমি নিজেও এই প্রথম দেখলাম ও প্রথম খেলাম।
আমি যদিও ঝাল কম খাই তবে আজকে আপু আপনার তৈরি টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের তরকারি রেসিপি দেখে তো লোভ সামলানো মুশকিল। খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে
ঝাল আমার পছন্দের তালিকায় উপরের আছে।
টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফলি মাছের রেসিপি দেখেই যেন জিভে জল চলে আসছে। আপনার তৈরি রেসিপির কালার এতটাই সুস্বাদু মনে হচ্ছে যেন এক্ষুনি গরম গরম ভাতের সাথে খেতে পারলে ভীষণ ভালো হতো। আপু, আপনার রেসিপির পোস্টগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। কারণ আপনি রেসিপির প্রত্যেকটি ধাপ এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেন যা নজর কাড়ার মতো। সত্যিই আপু আপনার তৈরি রেসিপি এবং আপনার উপস্থাপনা দুটোই আমার কাছে খুবই পছন্দের। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
জিবে জল চলে আসলে অতি দ্রুত এভাবে রান্না করে খেয়ে নিন।
টমেটো আলু ও বোম্বাই মরিচের সাথে ফালি মাছের তরকারি অসাধারণ হয়েছে আপু। বোম্বাই মরিচ খেতে খুবই সুস্বাদু হয়। বিশেষ করে বোম্বাই মরিচ দিয়ে রান্না যেকোনো তারকারির স্বাদ অনেক বেড়ে যায়। এছাড়াও ফালি মাছ টমেটো ও আলু দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। দারুণ স্বাদের রেসিপি শেয়ার করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।
বোম্বাই মরিচ সুস্বাদু হয় না এটা অনেক ঝাল হয় ,তবে এটার কারণে রেসিপির স্বাদ বাড়ে। তবে সবার কাছে এক না।
ফলি মাছের নামটা আজই প্রথম শুনলাম, এর আগে কখনো এই মাছটি খাওয়া হয়নি।
টমেটো আলু এবং বোম্বাই মরিচের সমন্বয়ে ফলি মাছের রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে আপু। দেখেই তো আমার জিভে জল চলে এলো, আশাকরি দাওয়াত পাবো হিহিহি। রেসিপিটি আপনি দারুণভাবে পরিবেশন করেছেন আপনার পরিবেশনা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল।
ফলি মাছ আমার কাছে নতুন একটি মাছ ছিল। আর আমি ঝাল একটু বেশি পছন্দ করি।
আমিও ঝাল খুবই বেশি পছন্দ করি আপু।