গরমের বন্ধু ঠান্ডা মিঠাই !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

গরমের বন্ধু ঠান্ডা মিঠাই

IMG-20210909-WA0058.jpg

এই প্রচন্ড গরমে আমি বন্ধু হিসেবে বেঁচে নিয়েছি এই ঠান্ডা মিঠাইকে। এক চুমুক মুখে নিলেই যেন ভিতরের সব ক্লান্তি দূর হয়ে একটা ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে যাই। খুবই মজাদার ও সুস্বাধু এই ঠান্ডা মিঠাইটি। খুব অল্প সময়ে ও অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করা যাই এই ঠান্ডা মিঠাই। একবার খেলে বার বার খেতে ইচ্ছা করে। অথিতি আপ্যায়ণ থেকে শুরু করে যে কাউকেও এই ঠান্ডা মিঠাই তৈরি করে খাওয়াতে পারেন। সেই মানুষটা মন থেকে শান্তি অনুভব করবে। আজকে আমি খুব সহজ ভাবেই আপনাদের কে দেখাবো কি ভাবে বাসায় আপনি এই ঠান্ডা মিঠাইটি তৈরি করবেন। খুব অল্প কিছু উপকরণ ও অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারেন। আমি ঠান্ডা মিঠাই তৈরি করার পদ্দতি সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। আশাকরি এই ভাবে আপনারা আপনাদের বাসায় তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক .......

1.

IMG-20210909-WA0052.jpg

2.

IMG-20210909-WA0054.jpg

3.

IMG-20210909-WA0053.jpg

4.

IMG-20210909-WA0055.jpg

5.

IMG-20210909-WA0056.jpg

6.

IMG-20210909-WA0057.jpg

বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা মিঠাইটি। আশাকরি আপনাদের কাছে আমার আজকে এই গরমের বন্ধু ঠান্ডা মিঠাই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপু অনেক সুন্দর ছিল গরমকালে ঠান্ডা মিঠাই খেতে অত্যন্ত সুন্দর লাগে। আর আপনি বিভিন্ন ধাপে ধাপে সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। তা আমার অত্যন্ত ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু গরমের মাঝে এই ড্রিংক্স খুব তৃপ্তিদায়ক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুস্বাদু ঠান্ডা মিঠাই। আপু বরাবরই রেসিপি তৈরিতে এক্সপার্ট । আপনার সবগুলি রেসিপি আমার ভালো লাগে। খেতেও ইচ্ছা করে। এক কথায় অনবদ্য। শুভেচ্ছা আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠান্ডা মিঠাই, নামটি নতুন লাগছে আমার কাছে, হয়তো অন্য কোন নাম থাকতে পারে এটির। কারন গরমের সময় বেশী ভাগ ক্ষেত্রে আমরা লাচ্ছি খেতে পছন্দ করি। তারপরও আপনার রেসিপিটি চেক করতে হবে। ধন্যবাদ

 3 years ago 

হা ভাইয়া গরমের সময় বেশী ভাগ ক্ষেত্রে আমরা লাচ্ছি খেতে পছন্দ করি। তবে এটাও লাচ্ছি থেকে কম কিছু নোই। এটার সাথে লেবু যুক্ত করার কারণে এর স্বাদ আরো ব্যাতিক্রম ভাবে গ্রহণ করা যাই। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অও, আপু দারুণ হয়েছে আপনার বানানো পানীয়টি।তবে আমাদের এখানে 5-6 দিন টানা বৃষ্টি হচ্ছে।সুতরাং গরম তেমন নেই।তবুও আপনার পানীয়টি দেখে খেতে মন চাইছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশি কিছু বলবো না এক কথায় সব মিলিয়ে অনিবদ্ধ হয়েছে।শুভ কামনা রইলো,আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

😋😋😋অনেক সুস্বাদু ড্রিংকস আপু, দেখেই খাওয়ার জন্য আগ্রহ বোধ করছি।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্! দারুনতো বিষয়টি , দেখতে দেখতে হয়ে গেলো। আমার কাছে এটি সম্পূর্ণ নতুন। আপনার এই ঠান্ডা মিঠাই দেখেতো খেতে ইচ্ছা করছে। বিষয়টি খুব সহজ আছে, করতে হবে একসময়।

 3 years ago 

জি দাদা এটি খবই সহজ একটি পানিও। অনেক অনেক মজাদার। একদিন এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন ,ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

সবই তো দেখলাম বুঝলাম। গলাটা ভেজার বদলে শুকালো আরো বেশি। এত সুন্দর করে বানিয়ে খাওয়াবে টা কে ! 🙃😕 এই সুন্দর রেসিপি দেখে যদি পেট ভর তো তাহলে কত ভালই না হতো🥰। ঠান্ডা মিঠাই দেখে চোখটাই শুধু ঠাণ্ডা হল ,গলাটা আর হলো না। 😊 তবে উপস্থাপনা টা কিন্তু খুব ভাল ছিল। আমার মত অলস বাদে যে কেউ খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে। 😐

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60925.88
ETH 2688.98
USDT 1.00
SBD 2.46