DIY - এসো নিজে করি- রঙিন কাগজের তৈরি সবুজ গাছে লাল নীল ফুলের টপ ওয়ালমেট !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

রঙিন কাগজের তৈরি সবুজ গাছে লাল নীল ফুলের টপ ওয়ালমেট

1.jpg

36.jpg

36.jpgIMG-20211130-WA0037.jpgIMG-20211130-WA0039.jpg

হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটি রঙিন কাগজের ওয়ালমেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি এই রঙিন কাগজ ব্যবহার করে বেশ কিছু ওয়ালমেট ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আমার নিজের দক্ষতা দিয়ে সময় নিয়ে সুন্দর ভাবে সুন্দর নতুন কিছু উপস্থাপন করার চেষ্টা করে থাকি। সব সময় এই চেষ্টায় আমি অটুট থাকবো বলে আশা করি। ঠিক তেমনি ভাবে প্রতিবারের মতো আজকেও আমি সুন্দর একটি সবুজ পাতা যুক্ত লাল ও নীল ফুলের মাধ্যমে একটি সুন্দর ফ্রেম করে এই ওয়ালমেট তৈরি করেছি। এটি অন্যান্য ওয়ালমেটের এর তুলনায় অনেক সুন্দর হয়েছে ও আকর্ষণীয় হয়েছে। রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের ওয়ালমেট তৈরি করা যায়। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্নতা নিয়ে ওয়ালমেট অথবা বিভিন্ন রকমের ফুলের টব রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করার।

আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এই রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি কি ভাবে তৈরি করেছি ও এর প্রতিটি ধাপ একে একে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আপনাদের নিজের দক্ষতা গুলো আমাদের সাথে এভাবেই শেয়ার করতে পারেন ও আপনার মতামত সম্পর্কে বলতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রঙিন কাগজের ওয়ালমেট টি অনেক পছন্দ হবে ও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক .......................

আমার আজকের এই ওয়ালমেট টি তৈরি করতে ব্যবহার করতে হয়েছে কিছু রঙিন কাগজ ,একটি কফির কাপ ,গ্লো গান ,আইকা আঠা ও কেচি।

এখান থেকে ওয়ালমেট তৈরির ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

12.jpg

ধাপ-11.

13.jpg

ধাপ-12.

14.jpg

ধাপ-13.

15.jpg

ধাপ-14.

16.jpg

ধাপ-15.

17.jpg

ধাপ-16.

18.jpg

ধাপ-17.

19.jpg

ধাপ-18.

20.jpg

ধাপ-19.

21.jpg

ধাপ-20.

23.jpg

ধাপ-21.

24.jpg

ধাপ-22.

25.jpg

ধাপ-23.

26.jpg

ধাপ-24.

27.jpg

ধাপ-25.

28.jpg

ধাপ-26.

29.jpg

ধাপ-27.

30.jpg

ধাপ-28.

31.jpg

ধাপ-29.

32.jpg

ধাপ-30.

33.jpg

ধাপ-31.

34.jpg

ধাপ-32.

35.jpg

ধাপ-33.

36.jpg

IMG-20211130-WA0031.jpg

IMG-20211130-WA0035.jpg

IMG-20211130-WA0039.jpg

আমার আজকের রঙ্গিন কাগজের রঙ্গিন ওয়ালমেট টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  

আপু আপনার ওয়ালমেট টা অনেক সুন্দর হয়েছে।তবে কালার কম্বিনেশন টা অসাধারন লেগেছে আমার কাছে । আর প্রত্যেকটি ফুলের পাপড়ি আপনি এমনভাবে তৈরি করেছেন যা দেখে থাকার মত। আমার কাছে অসাধারণ লেগেছে যা বলে বুঝানোর মতো না। শুভকামনা রইল আপু আশা করি এরকম আরো সুন্দর সুন্দর ওয়ালমেট নিয়ে আমাদের সামনে হাজির হবেন।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি ওয়ালমেট তুমি আমাদের মাঝে শেয়ার করেছ। রঙিন কাগজ দিয়ে তুমি এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছো দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যি তোমার কাজের প্রশংসা করতে হয়।তুমি ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছ।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি সবসময় ইউনিক কিছু করার চেষ্টা করেন। আপনার তৈরি এই ওয়ালমেট ফাটাফাটি হয়েছে একদম অন্যরকম যা দেখতে অসাধারণ। আপনি প্রতিটি ধাপের ছবি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ।আমরা ছবি দেখেই বুঝতে পারবো কিভাবে আপনি তৈরি করেছেন। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

চেস্টা করি সবসময় ইউনিক ভাবে উপস্থাপন করার, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার ওয়ালমেটগুলো অনেক ভালো হয়। আজকের এইটাও অনেক ভালো হয়েছে। তৈরি করার পদ্ধতিটা দারুন ছিল। প্রতিটা ধাপ অনেক ভালো হয়েছে। লাল আর নীলের কম্বিনেশনে বিষয়টা আরো বেশি সৌন্দর্যপূর্ণ দেখাচ্ছে। হাতের কাজটা ভালো দেখাচ্ছে।

 3 years ago 

দাদা চেস্টা করেছি ভালো ভাবে উপস্থাপন করার, তবে আপনাদের এই মন্তব্য আমাদের আরো ভালো কাজ করার অনুপ্রেরণা জাগায় দাদা, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সর্বপ্রথমে বলবো আপু আপনি এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান। আপনি আমাদেরকে মাঝেমধ্যে এমন এমন ভাবে পুরস্কৃত করেন যা চমকে দেওয়ার মতো। আপনার নতুনত্ব নিয়ে যে ওয়ালমেট তৈরি করেছেন সত্যিই অসাধারণ। এবং কি আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করেছেন। আমার কাছে আপনার কাজগুলো খুবই ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার জন্য ভালোবাসা সীমাহীন।

 3 years ago 

হা হা, বালিশের নিচে রেখে ঘুমায়, আপনার মন্তব্য পড়ে সত্যিই অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার হাতের কাজের কোনো তুলনা হয় না আপু। আর্ট ক্রাফট রান্না সবকিছু আপনার দক্ষতা খুবই প্রশংসনীয়।

রঙিন কাগজ দিয়ে লাল নীল ওয়ালমেট টা দারুণ তৈরি করেছেন আপু। দেখে তো একেবারে বাস্তব মনে হচ্ছে। এবং পাতাগুলোর কালার কম্বিনেশনটা খুবই ভালো ছিল।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্য পড়ে, আমি সবসময় ভালো কিছু করার চেস্টা করি। আর এটা করে যাবো সবসময়। ইনশাআল্লাহ,,, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেটটি বেশ সুন্দর লাগছে। লাল, সবুজ আর নীল রঙের পাতা গুলোর কারণে ওয়ালমেটটি বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি অনেক গুণের অধিকারী। রঙিন কাগজের তৈরি সবুজ গাছে লাল নীল ফুলের টপ ওয়ালমেট টি অনেক ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। ঘর সাজাতেও এই ওয়ালমেট দেখতে ভীষণ সুন্দর লাগবে। অসংখ্য শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

হা হা, ভাইয়া এখানে কেউ কারো থেকে কোনো দিকে কম না৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হা হা, ভাইয়া এখানে কেউ কারো থেকে কোনো দিকে কম না৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি সবুজ গাছে লাল নীল ফুলের টপ ওয়ালমেটটি চমৎকার হয়েছে। আপনি এত সুন্দর কালারের ফুল বানিয়েছেন যার ফলে ওয়ালমেটটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া আপনি এটি তৈরি করতে যে অনেক পরিশ্রম করেছেন তা আপনার তৈরীর প্রতিটি পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। যার ফলে এটি এত বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার ওয়ালমেট এতটাই সুন্দর হয়েছে যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যেকোনো বাসার দেয়ালে এই ওয়ালমেটটি বেশ ভালোই মানাবে। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভালো লাগলো,অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62701.63
ETH 2445.02
USDT 1.00
SBD 2.67