আমাদের ছোট জীবন নিয়ে আমার কিছু ওলট-পালট কথা

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবন

globe-3441673_960_720.jpg

image source

মানুষের জীবনটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। সুন্দর কিন্তু এই সুন্দর আবার সবার জন্য না। তবে একটা মানুষ তার মায়ের পেট থেকে সুন্দর একটা জীবন নিয়েই জন্ম হয়। আর সেই সুন্দর জীবন ধীরে ধীরে কারোর কাছে সুন্দর থাকলেও আবার কারো কাছে অসুন্দর আর অন্ধকার এক জগতে পরিণত হয়। আমি মনে করি আমাদের এই ছোট্ট জীবনকে সুন্দর রাখার বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন - ভালো পরিবার, শিক্ষা , খাদ্য ও সুন্দর পরিবেশ।আমাদের জীবনে এমন অনেকেই আছে ভালো পরিবার, শিক্ষা, সুন্দর পরিবেশ সবকিছু পাওয়ার পরেও তাদের জীবন অসুন্দর কারণ সবকিছুর পাশাপাশি সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে কিছু কিছু মানুষের জীবন নষ্ট করে ফেলে। আর একটা সময় এমন এক পর্যায় গিয়ে জীবন দাঁড়ায় যেখান থেকে নিজেকে ঠিক করা কিংবা ভালো সুন্দর জীবনে ফিরিয়ে আনা সেই মানুষটার দ্বারা আর সম্ভব হয় না।

আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা বাপের অগণিত টাকা নষ্ট করে নেশা করে। বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকে এর জন্য মূল অপরাধী কে হতে পারে? তাদের শিক্ষা আছে, তাদের মাথায় যথেষ্ট জ্ঞান আছে, তাদের ভালো পরিবার আছে , তাদের ভালো পরিবেশও আছে তবুও তারা এই রাস্তা কেন বেঁচে নিয়েছে। কারণ আর তেমন কিছুই না শুধু সঠিক গাইডলাইন না থাকার কারণ আর বাবা মায়েরা তাদের জীবনের ব্যাস্ততার কারণে সন্তানদেড় পর্যাপ্ত সময় না দেয়া। বিষয়টা এভাবে বুঝানো যেতে পারে আপনি একটি গাছ রোপন করেছেন ফলের আশায়। কিন্তু লাগিয়ে চলে গিয়েছেন কিন্তু এর কোনো যত্ন কিংবা পরিচর্যা করা হয়নি। গাছটি হয়তো প্রাকৃতিক নিয়মে বেঁচে থাকবে কিছু পরিচর্যার অভাবে ফল ধরা থেকে বঞ্চিত হবে।

এখন আপনি নিজের ভুল বুঝতে পেরে চাইলেও অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। গাছটিকে কেটে নতুন করে আবার রোপন করতেও পারবেন না। মানুষের জীবনটাও অনেকটা এমনি। যে সময়ে আপনি চলে এসেছেন সেখান থেকে অতীতে ফিরিয়ে যাওয়া আর কোনো উপায় থাকে না। আবার আমাদের সমাজের চারপাশে এমন মানুষও ঘোরাঘুরি করছে যারা এক বেলা ভালো মতো খেতে পারে না। তাদের সারাদিনের ইচ্ছা একটাই থাকে যেন তারা একবেলা ভাত অন্তত পেট ভরে খেতে পারে। এটাও জীবন আবার বাবার টাকা নষ্ট করে নেশা করা ওটাও জীবন , কিন্তু কোনটা সঠিক জীবন আর সুন্দর জীবন খুঁজে বের করা সত্যি মুশকিল।

জীবনে সুখের প্রয়োজন, আনন্দের প্রয়োজন, বিনোদনের প্রয়োজন, জীবনকে উপভোগ করার প্রয়োজন সবকিছুই ঠিক আছে তবে অবশ্যই এটা যার যার সাদ্ধের মধ্যে। মানুষ চাইলেই সাধ্যের বাহিরে কিছু করতে পারে না আবার করলেও সেটা মানানসই হয় না। তবে মানুষের জীবনে এমন কোনো কাজ করা অবশ্যই ঠিক না যে কাজ নিজেকে ধ্বংস করে, নিজের সুন্দর জীবন নষ্ট করে, নিজেকে ভালো মানুষের কাছে খারাপ করে তুলে ও ধর্ম বিরোধী হয়। সকলেই সকলের নিজ নিজ ধর্মকে অনুসরণ করে জীবনকে সুন্দর ভাবে অতিবাহিত করা উচিৎ ও ভালো মানুষের মতো সকলের পাশে থেকে নিজেকে সঠিক পথে নিয়ন্ত্রণ করা উঠিত।

সমাপ্ত

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি এক মহা মূল্যবান টপিক নিয়ে লিখেছেন ৷ সত্যি জীবন আর এ জীবন বড় রঙ বদলায় ৷ আসলে একটা বলে না দাত থাকতে দাতের মর্ম বুঝে না ৷
ঠিক তেমনি আমাদের জীবনটাও ৷ কেউ দেখো তার বাবার অনেক সম্পদ সে বিন্দাস চিন্তা নেই ৷ সে কি নেশায় আসক্ত ৷ আর অন্য দিকে যার বাবার কিছু নেই সেই পরিবারের ছেলেটির উপর দিয়ে সম্পুর্ণ আকাশ ভেঙ্গে পরেছে ৷ সে ভাবছে কিভাবে সে একটু শান্তি অনুভব করবে ৷
দিনশেষে জীবন সবার কাটে কেউ সুখে কেউ বা দুঃখে ৲ ৷
আসলে এ জীবন বড় অদ্ভুত ৷

 2 years ago 
আপনি ঠিকই বলেছেন আমাদের জীবন সুন্দর এবং অসুন্দরকে কে নিয়েই গঠিত। বাস্তবে এমন দেখেছি অনেক শিক্ষিত পরিবার থেকে জন্ম নিয়েও খারাপ পথে চলে গিয়েছে আবার অনেক গরীব ঘরের একটি ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। আসলে প্রপার গাইডলাইন পেলে ধনী হোক আর গরীব হোক সবাই ঠিক পথেই থাকত। এক্ষেত্রে স্কুল-কলেজ এর পাশাপাশি বাবা-মার অবদান আরো অনেক বেশি রাখতে হবে। আপনি গাছ আর ফল দিয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। জীবন নিয়ে এত সুন্দর কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
 2 years ago 

আপু একসময় আমার মনে হত এ ধরনের চিন্তা মনে হয় শুধু আমি একাই করি । আসলে জীবন হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত সবচাইতে বড় উপহার। সবারই উচিত এই উপহারকে কোনভাবেই নষ্ট না করা। তবে পরিবেশ আর পরিস্থিতির কারনে কারো কারো কাছে জীবনের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনার চিন্তাধারা শেয়ার করার জন্য ধন্যবাদ।

জীবনের মানে টা বোঝার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার। আমার মনে হয় পরিবারটাই মুখ্য ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। আমাদের ভিত গড়ে ওঠে ওখান থেকেই। ধনী বা গরীব যাই হোক না কেন, পরিবার থেকে যদি সঠিক মূল্যবোধের শিক্ষা টা দেওয়া যায় তাহলে অবশ্যই ভালো কিছুই আশা করা যায় ।

 2 years ago 

আসলেই আপু আমরা সবাই সুন্দর একটি জীবন নিয়ে পৃথিবীতে আসি ৷ কিন্তু এখানে এসেই জীবনের পরিবর্তন ঘটাই ৷ জীবনকে সুন্দর ভাবে গড়ার জন্য প্রথমে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে ৷ এরপর প্রয়োজন ভালো পরিবার ও সমাজ এবং পরিবারের সঠিক গাইডলাইন ৷ আসলে সব কিছুই প্রয়োজন ৷ সব ভালো থাকলেও সব ভালো হবে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা গুলি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আসলেই জীবন যেমন তাকে সেই ভাবেই বাঁচা উচিত। একদমই ঠিক সুখ এবং দুঃখ চক্রাকারে আবর্ত হয় জীবনে। আমাদের দুটোকেই মেনে নেওয়া উচিৎ। আর সত্যি বলতে জীবনের কাছে যত এক্সপেক্টেশন রাখা যায় জীবন ততই কষ্ট দেয়। যদি একবার মনে করা যায়, "লেট ইট বী" তবে সব পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে পারব আমরা।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ছেলেমেয়েদের গাইডলাইন ঠিকভাবে না করলে। ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যায়। অতি সুন্দর একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দারুণ বিষয় নিয়ে পোষ্ট করেছেন আপু।জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চার জীবন সুন্দর হলেও পরিবেশ, পরিস্থিতি ও পরিবার তার বেড়ে ওঠায় প্রভাব ফেলে।যেকোনো কাজে ভীত মজবুত করা খুবই প্রয়োজন।তাই ছোট থাকতেই সুন্দর গাইড করতে পারলে দারুণ জীবন উপভোগ করতে পারবে সেই বাচ্চাটি।অবশ্যই সচেতনতা ও সময় বের করা প্রয়োজন প্রত্যেক বাবা-মায়ের।ধন্যবাদ আপু।

 2 years ago 
আমাদের ছোট জীবন নিয়ে কিছু ওলট-পালট কথা হলে কথাটি কিন্তু একেবারেই সত্য।যা আমরা বর্তমান সমাজে এমন ঘটনা প্রত্যক্ষ ভাবে দেখে থাকি।আসলে জীবনটা খুব ক্ষুদ্র। আর এই ক্ষুদ্র জীবনে যদি সঠিক গাইড লাইন পাওয়া না যায় তবে অনেক ভালো বা বিত্তবান শ্রেণির ঘরের সন্তান ও নষ্ট হয়ে যায়।আবার অনেক গরীব ঘরের সন্তানও সঠিক গাইড লাইনের কারনে মানুষের মত মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়।আসলে সেই জন্য প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা করে সঠিক গাইড লাইন দেওয়া।বিশেষকরে চোখের নজরে রাখা।গাছ যেমন পরিচর্যার অভাবে আগাছা হয়ে যায়।তাই প্রত্যেক পিতামাতার ও উচিত নিজের সন্তানকে সঠিক পরিচর্যা করা।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি বিষয় লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66