জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago
জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন

1.jpg

নতুন দিনে নতুন করে আরেকটি কালারফুল দৃশ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। আমার অঙ্কন করা প্রতিটি দৃশ্যের পোস্টের মধ্যে আপনাদের সকলের অসাধারণ ভাবে করা মন্তব্য গুলো পরে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। আমার কাজের প্রতি আরো ভালোবাসা জন্ম নেই ও আগ্রহ প্রকাশ পাই। আমার মনে হয় প্রতিটি মানুষকেই তার নিজের কাজের জন্য এমন ভাবে সাপোর্ট করা দরকার তাহলে তার কাজ গুলো অসুন্দর হলেও নিজের প্রতিটি বিশ্বাসের কারণে ভালো কিছু করতে সক্ষম হবে। মানুষ মানুষকে ভালোবাসা দিয়েই অনেক দূরে এগিয়ে নিতে যেতে পারে এটা আমি বিশ্বাস করি। যাই হোক আজকে আমি জল রং দিয়ে কালারফুল সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছি ও আপনাদের সাথে সুন্দর ভাবে দৃশ্যটি উপস্থাপন করার চেষ্টা করেছি।

আজকের জল রং দিয়ে অঙ্কন করা দৃশ্যটি কিছুটা ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার এই অঙ্কনের মধ্যে আমি বুঝানোর চেষ্টা করেছি একটি পাহাড়ের নিচ থেকে উপরের স্থান যা খাড়া ভাবে উপরের দিকে উঠেছে ও সেই পাহাড়ের মধ্যে সারিবদ্ধ ভাবে রয়েছে সবুজ শ্যামল রঙিন গাছ ও চারদিকে ছড়িয়ে রয়েছে ছোট ছোট লাল ফুল যুক্ত সবুজ ঘাস। সবকিছু মিলিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য যা আমাদের মনকে ভালো ও সতেজ করতে সাহায্য করবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি অঙ্কনটিকে সুন্দর ভাবে ফুটিয়ে তোমার ও আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দেয়ার।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন করেছি। অঙ্কনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন টি ভালো লাগবে।

আজকে আমি আমার এই অঙ্কন টি করতে ব্যবহার করেছি - জল রং , রং করার তুলি , আর্ট পেপার ও আধা কাপ পানি।

এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ধাপ-16.

17.jpg

ধাপ-ফাইনাল ছবি

18.jpg

19.jpg

1.jpg

আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।



break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার পেইন্টিং। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভাল লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই নিজেকে সার্থক মনে হয়। ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনার এই পেইন্টিংটি এতটাই কালারফুল ছিল যে আমি প্রথমে মনে করছি কোন ভিজুয়াল গ্রাফিক দেখছি। সত্যিই অসাধারণ ছিল আপু। এবং তৈরীর ধাপগুলো নিখুঁতভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য পরে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।

 3 years ago 

জলরঙে করা দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর হয় দেখতে। আপনার জল রঙের আকাঁ দৃশ্যটি সুন্দর হয়েছে আপু। রাস্তার পাশে সবুজ গাছপালা দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য

 3 years ago 

জল রং দিয়ে অঙ্কন করা দৃশ্য আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

জল রং দিয়ে কালারফুল দৃশ্য পেইন্টিং খুবই অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং টি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। খুবই অসাধারণ হয়েছে । আর্ট এর প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এতো সুন্দর আট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার পেইন্টিং টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি তো দেখি রীতিমতো মাস্টার পেইন্টার। আমাদের কমিউনিটি তে যতজন সদস্য ছবি আঁকে আমি নিঃসন্দেহে বলতে পারি তাদের প্রথম 5 জনের মধ্যে আপনি একজন। আপনার প্রতিটি ছবির একটি বিশেষত্ব হচ্ছে রঙ আর রূপে ভরপুর। দেখলেই কেমন মন ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য

 3 years ago 

ভাই এত প্রশংসা আমি কোথায় রাখবো আমি জানিনা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

ওয়াও আপু অসাধারণ, জল রং দিয়ে কালারফুল দৃশ্যটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আসলে জলরং হোক আর পেইন্টিং হোক আর অঙ্কন করা হোক না কেন সবকিছুই কল্পনার বিষয়, আপনার কালারফুল দৃশ্যটি কল্পনা করে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে দিয়ে গাছগুলো খুবই সুন্দর ভাবে সজ্জিত আছে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

মানুষ তার নিজস্ব কল্পনা থেকে অনেক কিছুই করতে পারে। সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছবিটি সত্যি অনেক কালার ফুল হয়েছে। আপনি জল রঙ এর ব্যবহার ভালাই জানেন। আপনার আগের ছবিগুলো অনেক সুন্দর ছিলো। আপনার পেইন্টিং সব সময়ই বেস্ট। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার প্রতিটি অংকন অসাধারণ হয় আপু। কবে শিখতে আসবো ছবি আঁকা আঁকি আমাকে জানাবেন।

 3 years ago 

চলে আসেন আপু এখনি। আরো ভালো হবে।

 3 years ago 

জল রঙের চিত্র গুলো আমার কাছে অনেক ভালো লাগে। জল রং দিয়ে সবুজ গাছের চিত্র অঙ্কন করেছেন যেগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। সারি সারি গাছ আর গাছের নিচে বসার জন্য বেঞ্চ দেখতে অনেক সুন্দর লাগছে।

 3 years ago 

বেঞ্চটি আপনার জন্য বানিয়েছি। গিয়ে বসে পড়েন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হা হা হা বড় বোন ছোট ভাইয়ের জন্য বেঞ্চ তৈরি করেছে আর সেখানে ছোট ভাই বসবে না সেটা তো হতে পারে না।

জল রং দিয়ে কালারফুল দৃশ্য অঙ্কন শেয়ার করেছেন আপু। সত্যি আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই অংকন পোস্ট দেখে। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন টা করেছেন।আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 3 years ago 

সবকিছু রঙিন অথবা কালারফুল দেখতে আমার বেশ ভালো লাগে। তাই আমিও এভাবেই বেশি অঙ্কন করি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90226.35
ETH 3085.20
USDT 1.00
SBD 2.94