জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কন
জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কন
পৃথিবীতে এত এত দৃশ্য আছে যা আমি আপনি সকলে সারাজীবন অঙ্কন করলেও শেষ করতে পারবো না। আর আমি সব সময় আমার নিজের মতো করে বিভিন্ন রকমের অঙ্কন করার চেষ্টা করি ও প্রতিনিয়ত নতুন কিছু উপস্থাপন করার চেষ্টা করি। প্রচন্ড গরমের মাঝে যদিও কোনো কিছুই করতে ইচ্ছা করেনা তবুও যেন কোনো কিছু থেমেও থাকে না। সময়ের সাথে সাথে সব কিছুই যেন সময় মতো হয়ে যায়। আমার আজকের অঙ্কনটি আমি সম্পূর্ণ নতুন ও ইউনিক একটি আইডিয়া থেকে করেছি। যদিও এই ধরণের আর্ট আগে আমি কখনো করিনি।
আজকে আমি আমার এই দৃশ্যটি এমন ভাবে অঙ্কন করেছি ও সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে করে আমার অঙ্কন দেখে অন্যরাও অঙ্কনের প্রতি আগ্রহ প্রকাশ করে ও ভালোবাসতে পারে। এমন অনেকেই আছে যারা অঙ্কনের প্রতি অনেক আগ্রহ রয়েছে কিন্তু দক্ষতা নেই, তাদেরকে আমি বলবো ইচ্ছা ও শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনি আপনার মতো করে চেষ্টা করতে থাকেন ,একদিন ঠিকই আপনার অঙ্কন সকলেই পছন্দ করবে ও আপনার ভিতর দক্ষতা বাড়বে।
আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কনটি করেছি। এই অঙ্কন করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কনটি ভালো লাগবে।
আজকে আমি আমার এই অঙ্কনটি করতে ব্যবহার করেছি -জল রং, রং তুলি, পেন্সিল ও আর্ট পেপার।
এখান থেকে আমি আমার অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।
ধাপ-1. |
---|
ধাপ-2. |
---|
ধাপ-3. |
---|
ধাপ-4. |
---|
ধাপ-5. |
---|
ধাপ-6. |
---|
ধাপ-7. |
---|
ধাপ-8. |
---|
ধাপ-9. |
---|
ধাপ-10. |
---|
ধাপ-11. |
---|
ফাইনাল ধাপ |
---|
আপনাদের কাছে আমার আজকের জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
একটি ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।অনেক সুন্দর হয়েছে আপু।জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কন। আমার বেশ ভালো লেগেছে। আর ধাপ গুলো সবার বুঝার উপযোগি করে উপস্থাপন করেছেন। আমি আর্টে কম পারদর্শি-আমার জন্য আপনার এই আর্ট একটি লার্নিং। শুভ কামনা আপনার জন্য।
আপু আপনার আজকের আর্টটি সত্যিই ইউনিক ও চমৎকার হয়েছে । এ ধরনের আর্ট এর আগে দেখা হয়নি । দারুন একটি আইডিয়া থেকে আর্ট টি করলেন । আর আপনি নতুন আর্টিস্টদের দারুন একটি টিপস দিলেন । সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
আপু আপনার এই আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। যারা ভালো আর্ট পারেনা আপনি তাদের জন্য খুব সুন্দর একটি টিপস শেয়ার করেছেন। আপনার রেসিপি যেমন ভালো লাগে তেমনি আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় আমাদের সাথে ইউনিক আর্ট শেয়ার করেন। জল রং দিয়ে খুব সুন্দর ভাবে মাথার ভিতর দৃশ্যের অঙ্কন করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু ইউনিক আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু, আপনি জল রং দিয়ে খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। মাথার ভিতরে গাছের দৃশ্যের চিত্র অংকনটি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু এই গরমের ভিতরে আসলেই কোন কিছু করতে ভালো লাগে না ।তারপরও তো আপনি নিজের আইডিয়া থেকে দারুন একটি ইউনিক ছবি এঁকেছেন। মাথার ভিতরে দৃশ্যের ছবিটি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। কালার কম্বিনেশন টি জাস্ট অসাধারণ হয়েছে। অনেক ভালো লেগেছে আমার কাছে।
আপনার আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে।খুব সুন্দর ও ইউনিক একটি আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। যদিও এই গরমের ভিতরে কাজ করা কিছুটা কষ্টকর। তাও দৈনন্দিন জীবনের কাজগুলো চালিয়ে যেতে হয়। মাথার ভেতরের দৃশ্যের অংকন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এত সুন্দর ও ইউনিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই ইউনিক একটা আইডিয়া থেকে আপনি আজকের এই পেইন্টিংটা অঙ্কন করেছেন আপু, দেখেই বুঝতে পারছি। আপনি এর আগে এরকম পেইন্টিং আগে কখনো করেননি। খুবই সুন্দর করে আজকের এই পেইন্টিং টা অংকন করে সবার মাঝে ভাগ করে নিলেন। অনেক সময়ের প্রয়োজন হয়েছিল এটি অংকন করতে দেখেই বুঝতে পারছি। নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এরকম কাজগুলো করা হয়। সত্যি আপু আপনার অনেক দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতেই হয়। সব মিলিয়ে আর্ট টা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।
আমি তো এক নজরে কিছুক্ষণ পর্যন্ত আপনার এই দৃশ্যটির দিকে তাকিয়ে ছিলাম আপু। জল রং দিয়ে মাথার ভেতর দৃশ্যের অংকন দেখে চোখ ফেরানো যাচ্ছিল না। দৃশ্যটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম আর্টগুলো করতে সত্যি অনেক সময়ের প্রয়োজন হয়। আর সময় দিয়ে যে কোন কাজ করলে তার শেষে দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু ঠিক, ইচ্ছা ও শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর সবাই যদি এই কাজগুলো করার চেষ্টা করে তাহলে অবশ্যই পারবে। খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ পেইন্টিং।
জল রং দিয়ে মাথার ভিতর দৃশ্যের অঙ্কন দেখতে অসাধারন লাগতেছে। আপু আপনি প্রতিনিয়ত ইউনিক আইডিয়া গুলো শেয়ার করে চলেছেন। আপনার এধরনের কাজ গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।