মনের আকাংখা

in আমার বাংলা ব্লগlast year

মনের আকাংখা

image.png

image source

কষ্ট কখনো কখনো মানুষকে শিখিয়ে দেয় জীবনের মানে কি। কষ্ট কখনো কখনো মানুষকে বুঝিয়ে দেয় জীবনের অর্থ কি। জীবন কখনো কষ্ট ছাড়া চলতে পারে না। কষ্ট আপনার জীবনে আসবেই। আর কষ্টটা সবচেয়ে বেশি তখনই লাগে যখন আপনার আপন মানুষ গুলো আপনাকে বেশি কষ্ট দিচ্ছে। কি ভাবে কষ্ট দিচ্ছে ও কেন দিচ্ছে সেই আপন মানুষটা হয়তো কোনো ভাবেই বুঝতে পারে না। কারণ সেটা বুঝার ক্ষমতা কিংবা আগ্রহ কোনোটায় তার নেই।

কখনো কারো কাছে বেশি কিছু আশা করতে যাবেন না, তাহলেই দেখবেন আপনি বেশি কষ্ট পাচ্ছেন। কারণ সে হয়তো স্বাভাবিক ভাবেই আচরণ করছে কিংবা তার কাছে সবকিছুই স্বাভাবিক কিন্তু আপনি আপনার মন থেকে আশাকরা কোনো কিছুই পাচ্ছেন না। সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসতো ও আপনার প্রতি কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করতো অথবা আপনাকে নিয়ে ভাবতো অথবা আপনার মনের খবর রাখতো কিংবা বুঝার চেষ্টা করতো তাহলে হয়তো আপনার তার কাছে কিছু আশা করার আগেই সেটা পূরণ করে দিতো।

এখানেই ভালোবাসার অনেক বড় একটা শুন্যস্থান রয়ে গেছে। ভালোবাসা শুধু এক ছাদের নিচে থাকাকে বলে না। ভালোবাসা শুধু একসাথে সংসার করাকে বলে না। ভালোবাসা তাকেই বলে যে একজন আরেকজনের সবকিছুতেই পাশে থাকে। না বলা মনের কথা গুলো বুঝতে পারে , অনুভূতি গুলো বুজতে পারে , বুঝতে পারে তার কিসে খারাপ লাগা কিংবা কিসে ভালো লাগা। মনের মধ্যে জমানো ভালোবাসা দিয়ে মানুষটার জন্য কিছু করতে পারা। তার খারাপ সময়ে পাশে থেকে সাপোর্ট করা। এগুলো ভালোবাসার প্রকাশ ঘটানোর বিশেষ কিছু কারণ ,আর এমন কারণ হয়তো আরো অনেক ভাবে অনেক রকমের হয়ে থাকে।

সংসার জীবনে এমন একটা সঙ্গী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কেউ হয়তো পাই আর সেই হয়তো পৃথিবীর বুকে কোনো কিছু না পেয়েও অনেক বেশি সুখী ও আনন্দিত। আবার অনেকেই পৃথীবির সব কিছু পেয়েও অসুখী ও কষ্টের দিন যাপন করে। এটাই বাস্তবতা আর এটাই একরকম জীবন। আর এই সকল মানুষ বেঁচে থেকেও মৃত, তার কাছে যেন বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথা।

সময়ের সাথে মানুষের পরিবর্তন ঘটে তবে এতটা পরিবর্তন কখনোই কাম্য নোই যতটা পরিবর্তনের কারণে একটা মানুষ বেঁচে থেকে মৃত হয়ে থাকে। কেউ হয়তো ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করে, ভালোবাসার মানুষটাকে বুঝার চেষ্টা করে। তার সবরকম চাওয়া পাওয়া ইচ্ছা পূরণ করার চেষ্টা করে কিন্তু ওপর মানুষটা কি একই ভাবে চিন্তা করে ?? না। যদি উত্তরটা হ্যা হতো তাহলে হয়তো আজকের লেখা গল্পটা এমন হতোনা। তাহলে হয়তো এমন বিরহের গল্প না লিখে সুন্দর কোনো ভালোবাসার গল্প লিখা হতো।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

ভালোবাসা নিয়ে অনেক সুন্দর কিছু কথা , খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু যা পড়ে সত্যিই ভালো লাগলো। ভালোবাসার এই সঠিক সংজ্ঞাটা আমরা যদি সবাই বুঝতে পারি তাহলে ভালোবাসার মানুষের সাথে সম্পর্কগুলো আরও অনেক মধুর হবে।

 last year 

ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনের অনুভূতি সম্পুর্ণ ভাবে বুঝতে পারে।ভালোবাসা আর ভালোবাসার মানুষের অনুভূতি নিয়ে খুব সুন্দর কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।খুব ভালো লাগলো আপু।মনের চাওয়াগুলো যদি সবাই বুঝতো তবে হয়তো ভালোবাসার গল্পগুলোতে বিরহ নামক ব্যাপারটি আসতো না।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67