স্বরচিত কবিতা - তুমি আর আমি

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

emotions-3490223_1280 (1).jpg

image source

ভোরের আলো ফুটতে না ফুটতেই রোদের তাপ শুরু হতে থাকে। বৃষ্টির জন্য নিজের এলাকা সহ সমস্ত বাংলাদেশে দোআ ও নামাজ পড়ানো হচ্ছে তবুও বৃষ্টির কোনো দেখা মিলছেনা। একদিকে গরম আর ওপর দিকে বিদ্যুতের যন্ত্রনায় মানুষ এখন অতিষ্ট। ঘর থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। জানিনা বাইরের মানুষ গুলোর কতটা কষ্ট হচ্ছে। স্রষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন ও ভালো রাখুক সেই কামনা করি।

সকল কিছুর মধ্যে দিয়ে আমি আজকে নতুন একটি কবিতা লেখার চেষ্টা করেছি ও কবিতাকে কেন্দ্র করে মনের কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি। সুন্দর বিকেলের নির্মল বাতাসে দাঁড়ালে উড়তে থাকে এলোমেলো চুল গুলো। আর সেই সুন্দরমতো সময়টিতে ভালোবাসার মানুষের হাতটি ধরে খালি পায়ে ঠান্ডা মাটির উষ্ণতায় যেন হাটতে আরো ভালো লাগে। ছন্দে ছন্দে মিলানো গানের তালে তালে চোখে চোখ রেখে ভালোবাসার অনুভূতি গুলো শেয়ার করতেও ভালোলাগে অনেক। আর এই ভালোবাসা গুলো অনুভব করতে সবাই পারেনা। এগুলোর জন্যও সুন্দর ও ভালোবাসাময় একটি মনের প্রয়োজন।

আজকে আমি (তুমি আর আমি) নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

তুমি আর আমি

লেখা - আইরিন ইসলাম

স্নিগ্ধ বিকেলের স্নিগ্ধ বাতাসে
চুলগুলো উড়ছে আমার,
হাঁটছি আমি খালি পায়ে
হাতে হাত রেখে তোমার।

পাশাপাশি ছন্দে ছন্দে
চোখে চোখ রাখা,
ভালোবাসার অনুভূতিতে
অন্তরে তোমার ছবি আঁকা।

শাড়ির আঁচলে লজ্জায় আমি
লুকিয়ে ফেলি মুখ,
তোমার কাছে আমি এখন
স্নিগ্ধ বিকেলের সুখ।

লজ্জায় আমার লাল হলো গাল
মুখে আছে হাসি,
দু'জন মিলে মেঘের ভেলায়
আলতো করে ভাসি।

সব কিছুতে তুমিই আমার
একার একটি মানুষ,
বলবো আমি চিৎকার দিয়ে
এই গোটা পৃথিবীর সবাই শুনুক।

এই জীবনে তুমি আমার কাছে
হিরার চেয়ে দামি,
তুমিই আমার ভালোবাসার
প্রাণপ্রিয় স্বামী।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

ভালোবাসার মানুষটি সঠিক হলে সব কিছুই ভালো লাগে আপু।ভুল মানুষ হলে জীবনটা একদম তেজ পাতা করে দেয়😔।বাহ অসাধারণ হয়েছে আপু,যেমন কাব্যিক লাইন তেমনি ভাবের ও দারুন মিল আছে আপু তুমি আর আমি কবিতার প্রতিটা লাইন এ।কবিতাটি পড়ে মন। ভালো হয়ে গেলো।আপনার জন্যে শুভ কামনা রইলো আপু সর্বদা

 last month 

প্রিয় মানুষটিকে নিয়ে চমৎকার অনুভূতি দিয়ে আজ তুমি আর আমি কবিতাটি লিখলেন আপু।কবিতাটি আমার ভীষণ ভালো লাগলো। আপনি সুন্দর কথামালা আর চমৎকার ছন্দে কবিতাটি শেয়ার করেছেন।ছন্দে ছন্দে কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last month 

গরম আপু কমতেছে না মনে হচ্ছে যে গরম আরো দিন দিন বাড়তেছে। কিন্তু কি করবো বলেন তারপরও তো আমাদেরকেই এই গরমকে সহ্য করে গরমের সাথী হয়েই থাকতে হচ্ছে। সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। ঠান্ডা বাতাসে এলোমেলো চুলে প্রিয়জনের সাথে হাত ধরে হাঁটতে সত্যিই অনেক ভালো লাগে। একজন ভালো মনের মানুষ থাকা মানে একজন প্রিয় জন থাকা মানে জীবনটা খুবই সুন্দর। কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে ধন্যবাদ আপনাকে।

 last month 

একদম অনুভূতিটা যেন মনের মাধুরী মিশিয়ে তৈরি। আপনার কবিতা নীরবে পড়তে পড়তে যেন আমিও কল্পনায় হারিয়ে গেছিলাম ঠিক এমনই একটা অনুভূতির মাঝে। মনে হল আমি আর আপনার ভাবি দুইজন মিলে কোন ফাঁকা নির্জন স্থান দিয়ে এভাবে হেঁটে চলেছি। অনেক ভালো লাগলো আপু আপনার লেখা এই কবিতা।

 last month 

কবিতা মনের ভাষা বলে। কবিতা মনের ভাষা ব্যক্ত করে। আপনার কবিতা মন মুগ্ধকর। কবিতাটা আবৃত্তি করতে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে কবিতাটা লিখেছেন আপু। এমন সুন্দর সুন্দর কবিতা সামনে আসলে আমার বারবার আবৃত্তি করতে মন চায়। সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের কোনো দেখা নেই, এটা ভাবতেই অবাক লাগে। এই গরম থেকে স্বস্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঝুম বৃষ্টি। টানা ৩/৪ দিন বৃষ্টি হলে খুব ভালো লাগতো। বিকেল বেলা নদীর পাড়ে ভালোবাসার মানুষের হাত ধরে হাঁটতে সবচেয়ে বেশি ভালো লাগে। ফুরফুরে বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দেয়। এতে করে মনপ্রাণ একেবারে জুড়িয়ে যায়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ঠিক বলেছেন আপু আমাদের এদিকে ও বৃষ্টির জন্য নামাজ পড়ানো হচ্ছে তাও বৃষ্টি হচ্ছে না ।আপনার তুমি আর আমি কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। লাইনগুলো অনেক সুন্দর ভাবে মিলিয়ে মিলিয়ে লিখেছেন । ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last month 

গরমের কথা আর কি বলবো আপু, গরমের জন্য এবং লোডশেডিং এর জন্য জীবন যেন আরও বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। বৃষ্টি হওয়ার তো কোন নাম নেই। আপু আপনার লেখা কবিতা গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন আপনি, যেগুলো পড়ার চেষ্টা করি। আজকেও মনের অনুভূতিকে কবিতার মধ্যে তুলে ধরলেন খুব সুন্দর করে। ভালোবাসার মানুষটাকে নিয়ে কবিতাটা লেখায় বেশি ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।

 last month 

আসলেই আপু, ইদানিং যে গরম পড়েছে তাতে টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই বর্তমানে সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে আছে। যাইহোক, সত্যি কথা বলতে আপু, প্রিয় মানুষটার হাত ধরে, খালি পায়ে পাশাপাশি হাঁটার একটা অন্যরকম আনন্দ বা অনুভূতি রয়েছে। আপনার এই কবিতায় ভালোবাসার মানুষকে নিয়ে কাটানো কিছু সুন্দর সময় , সুন্দর সুন্দর কিছু অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে। তাছাড়া ছন্দের মিল থাকার কারণে কবিতা টি পড়তে আরও বেশি ভালো লাগছিল।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69242.69
ETH 3691.10
USDT 1.00
SBD 3.41