লক্ষ্য।
জীবনে সফলতার দিকে অগ্রসর হওয়ার সব থেকে প্রথম ধাপ হচ্ছে লক্ষ্য বাছাই করা। যেটা আমরা ছোট বেলায় ইচ্ছা মতো করেছি। এই আজকে মন চাচ্ছে পাইলট হতে আবার কালকে মন চাবে শিক্ষক হতে আর গতকাল মনে চেয়েছিলো ইঞ্জিনিয়ার হতে। ছোট বেলায় আমরা যখন যা ভালো লাগতো তখন সেটাই হওয়ার ইচ্ছা পোষণ করতাম। মূলত সেই থেকেই আমাদের পথ চলা শুরু। আস্তে আস্তে আমরা যখন বুঝতে শুরু করি তখন আমাদের যেকোনো একটা লক্ষ্য স্থির রাখি এবং সেই অনুযায়ী কাজ শুরু করি। সফল হওয়া না হওয়া হচ্ছে পরের কথা , আমরা যে আমাদের লক্ষ্য স্থির রেখে কাজ করবো সেটাই হচ্ছে মূল বিষয়।
স্বপ্ন বাছাই করাকে সবার প্রথম ধাপ বলার কারণ হচ্ছে আমাদের জীবনে যদি নির্দিষ্ট কোনো স্বপ্ন না থাকে তাহলে আমরা কোন প্রেক্ষাপটে আগাবো ? আমরা কিভাবে সেই একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করবো ? তাই শুরুতেই আমাদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। এবং শুরু থেকেই আস্তে আস্তে করে সেই লক্ষ্যের দিকে আগানো শুরু করতে হবে। মনকে এমনভাবে স্থির করতে হবে যাতে আমরা যতদিন না পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌছাবো ততদিন কোনো শর্তেই হার মারতে পারবো না। আমার এটা সম্পন্ন করতেই হবে। এমন লক্ষ্য যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই সফল হবেন।
তবে সত্যি কথা বলতে মনকে এমন দৃঢ় রাখা বেশ কঠিন। আপনারাই দেখুন , যদি কঁঠিন না হতো তাহলে আপনার আমার আসে পাশে সবাই তাদের স্বপ্ন গুলোকে পূরণ করতে পারতো। কিন্তু সত্যি বলতে খুব কম মানুষই রয়েছে যারা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে। আর যারা পেরেছে তাদের আপনার প্রশংসা করতেই হবে , তারা এই পথচলায় অনেক কিছুকে সেক্রিফাইস করেছে। আরামকে হারাম করেছে। হাজার বাধার পরও বার বার চেষ্টা করে দিয়েছে। তবেই আজকের সময়ে এসে তারা সফল হয়েছে। এই কথা গুলো আমি যত সহজেই বলে ফেললাম তাদের ঠিক ততটাই কঠিন হয়েছে সেই পথ গুলো পারি দিতে।
তাই আমি বলবো , যে যদি আপনি সত্যিই আপনার স্বপ্ন গুলোকে বাস্তবে রূপ দিতে চান তাহলে কঠোর পরিশ্রম এর জন্য তৈরী হন। যদি আপনি নিজের লক্ষ্য অটুট রেখে কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ , ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
আসলে আপনি এটা ঠিক কথা বলেছেন, যে লক্ষ্য অর্জন করার জন্য ফোকাস ঠিক রাখা অনেকটাই কঠিন। তবে যারা কঠোর পরিশ্রম করেছে এবং নিজের লক্ষ্য স্থির রেখেছে তারাই একমাত্র জীবনে সফল হতে পেরেছে। তবে আমিও মনে করি যে জীবনে সফল হওয়ার পেছনে কঠোর পরিশ্রম এবং লক্ষ্য স্থির করা, এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ। খুব শিক্ষামূলক একটা পোস্ট ছিল আপু ।
ছোটবেলায় শুধুমাত্র আমরা আবেগতাড়িত হয়ে আমাদের স্বপ্নকে নির্বাচন করি। কিন্তু বড় হলে বুঝতে পারি আসল এই বিষয়টা কী। লক্ষ্য ঠিক থাকলে সেটা পূরণের জন্য ঠিকভাবে এগিয়ে যাওয়া যায়। তার জন্য যদিও অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। বেশ ভালো লিখেছেন আপু।
প্রতিটি মানুষের জীবনে লক্ষ্য স্থির করাটা খুবই জরুরী। তাছাড়া সেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করার জন্য পরিশ্রম করাটাও জরুরী। কিন্তু কিছু কিছু মানুষ লক্ষ্য অর্জন করার স্বপ্ন ঠিকই দেখে, কিন্তু পরিশ্রম করতে চায় না। তারা আসলে কখনোই সফলতা অর্জন করতে পারে না। সুতরাং লক্ষ্য অর্জন করার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।