সাদা ফোমের মধ্যে জল রঙের একটি অঙ্কন !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

সাদা ফোমের মধ্যে জল রঙের একটি অঙ্কন

1.jpg

IMG-20211222-WA0020.jpgIMG-20211222-WA0030.jpgIMG-20211222-WA0033.jpg

IMG-20211222-WA0020.jpg

আজকে আমি সাদা ফোমের মধ্যে জল রঙের একটি চিত্র অঙ্কন করেছি। এটি দেখতে অনেকটা ফুলের মতো। সাদা ফোমের মধ্যে আমি এর আগেও বেশ কিছু জল রঙের অঙ্কন করেছি ও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি চেষ্টা করেছি নতুন ভাবে আরেকটি সুন্দর অঙ্কন আপনাদের সাথে শেয়ার করার। অঙ্কন গুলো করতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর বিশেষ করে জল রং দিয়ে অঙ্কন গুলো অনেক বেশি ভালো লাগে। যে কোনো দৃশ্যকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যাই। আজকের এই চিত্রটিকেও আমি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি চেষ্টা করি সব সময় নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার ও সুন্দর ভাবে উপস্থাপন করার।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে ফোমের মধ্যে জল রঙ দিয়ে সুন্দর একটি অঙ্কন করেছি। অঙ্কনের উপকরণ ও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি খুব সুন্দর ভাবে একে একে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভাবে অঙ্কনটি সম্পূর্ণ করেছি। আশাকরি আপনাদের কাছে আমার আজকের ফোমের মধ্যে জল রং দিয়ে করা অঙ্কনটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........

ধাপ-আমার আজকের এই অঙ্কন টি করতে ব্যবহার করতে হয়েছে - একটি সাদা ফোম শিট , জল রং ,রং তুলি , কেচি , কলম ও কাটার।

এখান থেকে অঙ্কনের ধাপ গুলো শুরু করলাম।

ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

14.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ধাপ-16.

17.jpg

ধাপ-17.

18.jpg

ধাপ-18.

19.jpg

ধাপ-19.

20.jpg

ধাপ-20.

21.jpg

ধাপ-21.

22.jpg

ধাপ-22.

24.jpg

ধাপ-23.

25.jpg

ধাপ-24.

26.jpg

ধাপ-25.

27.jpg

ধাপ-26.

28.jpg

ধাপ-27.

29.jpg

IMG-20211222-WA0020.jpgIMG-20211222-WA0030.jpgIMG-20211222-WA0033.jpg

আমার আজকের সাদা ফোমের মধ্যে জল রঙ দিয়ে করা অঙ্কন টি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  

জাষ্ট ওয়াও লাগছে সাদা ফোমের মধ্যে জল রঙের একটি অঙ্কনটা। আপু আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে পরিবেশন করে থাকেন এবারের টাও তার ব‍্যথিক্রম নয়। বরাবরই আপনার কাজ দেখে আমি মুগ্ধ হই। আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। চিত্রাঙ্কন সম্পর্কে খুব সুন্দর বর্নণা দিয়েছেন। আমার এই ধরনের আর্টগুলো শেখার খুব ইচ্ছা। শুভকামনা আপু আপনার জন‍্য।

 3 years ago 

নিজের চেষ্টা কখনো বিফলে যাই না ,চেষ্টা করুন নিজে থেকেই শিখে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সাদা ফোমের উপর জল রং দিয়ে অঙ্কন অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে জল রং দিয়ে অঙ্কন করেছেন। আপনার অঙ্কনের প্রতিটি ধাপে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর লাগছে দিদি। আপনি বরাবরই ভালো আর্ট করেন। আজও তাই। এত সুন্দর রং গুলো মিশে গেছে একটার সাথে একটা। চোখ যেন জুড়িয়ে গেল। ভালোবাসা রইলো দিদি ❤️❤️

 3 years ago 

আপনার করা কাজ গুলোও আমার কাছে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলপনা টি দারুন হয়েছে। এ ধরনের আলপনা ব্ল্যাক পেপার এ সাদা রং দিয়ে করলে দারুন দেখা যায়। সব মিলিয়ে সুন্দর হয়েছে আলপনা টি। ধন্যবাদ।

 3 years ago 

ব্ল্যাক পেপার এ সাদা রং দিয়ে একদিন চেষ্টা করবো করার জন্য। খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটি ড্রয়িং শেয়ার করেছেন আপু। সাদা ফোম এর উপর এত সুন্দর ড্রইং করা যায় তা আগে জানা ছিল না। চমৎকার লাগছে ডিজাইন টি। ধন্যবাদ আপু এত সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 88172.86
ETH 3116.36
USDT 1.00
SBD 2.77