মূল্যবোধ।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

বর্তমান সময়ে আমরা মানুষটা অনেক হিংস্র হয়ে উঠেছি। নিজের জন্য অন্যের জীবনে বাজি রাখতেও প্রস্তুত আছি। মূল কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে একে অপরের প্রতি যতটা মূল্যবোধ থাকা দরকার ছিল ততটা নেই। এইগুলোর কারণ হচ্ছে মূলত স্বার্থপরতা। দিন দিন আমরা স্বার্থপর হচ্ছি। নিজেদেরকে ভক্ষকএ পরিণত করছি। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে , কেননা অনেক মানুষ আছে যারা কিনা এখনো আমাদের সাহায্যের উপর বেঁচে আছে। যাই হোক , এইসব কথা নিয়ে একটু পর আলোচনা করছি। কিন্তু বর্তমানে আমরা যে পথে আগাচ্ছি সেখানে আমাদের সকলের মধ্যে একটা দেয়াল তৈরী হয়ে যাবে।


বর্তমানে আমাদের এই দেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে দারিদ্রতা। যেখানে আমরা যদি একে ওপরের সাথে সুসম্পর্ক এবং একে অপরকে সাহায্যের হাত না বাড়িয়ে দেই তাহলে আস্তে আস্তে করুনদের অবস্থা আরো করুন হতে থাকবে। আমাদের আসল সমস্যা হচ্ছে আমরা মানুষ হিসেবে একে অপরকে সঠিক মূল্য দিতে পারি না। মূল্য বলতে এখানে দাম দর করা বুঝাইনি । এখানে একে অপরকে প্রাধান্য , একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে বুঝিয়েছি। যাই হোক , যদি আমরা নিজেদের স্বার্থকে প্রাধান্ন এখন বেশি দেই তাহলে আস্তে আস্তে আমাদের মানুষে মানুষে বৈষম্য তৈরী হবে। যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোটেও ভালো ব্যাপার হবে না।


আমি মনে করি একটা সুন্দর সমাজ গড়ার পিছনে আমাদের সকলের সমান অৱদান আছে। তো সেই হিসেবে আমাদের সকলের সুন্দর ভাবে মিলে মিশে বসবাস করা অতীব গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি একে অপরের সাথে সুসম্পর্ক বজায় না রাখি তাহলে সমাজ সুন্দর ভাবে গড়ে উঠবে না। আর সেই সুসম্পক বজায় রাখার জন্য একে অপরের প্রতি আমাদের মূল্যবোধ থাকতে হবে। হোক সে গরিব , হোক সে বড়োলোক এই দেখে আমাদের মনের মধ্যে বৈষম্য মূলক কোনো চিন্তা আনা যাবে না। যতদিন আমরা সকলকে সমান চোখে দেখবো ততদিন আমরা পৃথিবী অনেক সুন্দর থাকবে।


তাই আমরা সব সময় চেষ্টা করবো , একে ওপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং সকলকে সমান চোখে দেখতে। কাউকেই বৈষম্যের চোখে দেখবো না। এবং সব সব সময় চেষ্টা করবো একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। যাই হোক , আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের পোস্ট ভালো লেগেছে। ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষন অব্দি পোস্টটি পড়ার জন্য।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 months ago 

বর্তমানে এমন একটা সময় এসেছে কেউ কারো বিপদে এগিয়ে আসতে চায় না। আমাদের অপরের প্রতি যতটা মূল্যবোধ থাকা দরকার ছিল ততটা নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কোন মানুষ খুঁজে পাওয়া যায় না। ধনী গরিবের মাঝে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। আমাদের উচিত সবাইকে সমান চোখে দেখা এবং বিপদে এগিয়ে আসা। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রথম যে কথাগুলো লিখলেন এগুলো আমি বর্তমান সময়ে বেশ ভালোই বুঝতে পারছি। এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যকে বলি দিতে পারে।তবে এই নিচু মনমানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আপনি খুব সুন্দর করে বিষয়গুলো উল্লেখ করেছেন আপু,পড়ে ভালো লাগলো।

 2 months ago 

সমাজে দারিদ্রতা এতটা থাকত না আপু, যদি উঁচু তলার মানুষগুলো সাধারণ মানুষকে একটু সঠিক মূল্যায়ন করতো। আমাদের ভিতর আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কোন মন মানসিকতা নেই। আর এই কারণেই সমাজে এত বৈষম্যতা এবং ঝামেলা। তবে আমরা যদি সবাই একজোট হয়ে সমাজের মঙ্গলের জন্য এগিয়ে আসি, তাহলে হয়তো এই বৈষম্য ব্যাপারটা অনেকটাই কমানো সম্ভব।

 2 months ago 

কাউকেই বৈষম্যের চোখে দেখবো না।

একেবারে যথার্থ বলেছেন আপু। আমাদের উচিত সবাইকে সমান চোখে দেখা। কারণ দিনশেষে সবাই মানুষ। একজন গরীব মানুষকে সম্মান দিলে যে কি পরিমাণে খুশি হয়,সেটা বলার মতো নয়। এতে করে আল্লাহ তায়ালা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তাই আমাদের উচিত ধনী গরীব নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনার লেখা এই কথাগুলোর সাথে আমি একেবারে একমত। মানুষ এখন অনেক বেশি হিংস্র হয়ে উঠছে। দরিদ্র মানুষদেরকে কেউই প্রাধান্য দিতে চায় না কোনো কিছুতে। আমাদের সবারই উচিত দরিদ্র মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাদেরকে সবকিছুতেই প্রাধান্য দেওয়া উচিত। এক অপরের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা উচিত। এখন প্রত্যেকটা মানুষ একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এখন তো সম্পর্ক জোড়া লাগার থেকে ভেঙে যাচ্ছে অনেক বেশি। একে অন্যের সাথে সুন্দর সম্পর্ক রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ এটা একেবারে সত্য। অনেক সুন্দর করে লিখেছেন আপু এই লেখাগুলো।

 2 months ago 

আপনার লেখা গুলোর সাথে আমি একমত আপু।কখনো কোনকিছু নিয়ে কারো সাথে বৈষম্য তৈরি করা যাবে না।সব সময় চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়াতে।সব মানুষ কে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে আমাদের। এই বিষয় গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার লেখাতে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60500.53
ETH 2341.18
USDT 1.00
SBD 2.53